West Bengal News Highlights: সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত

West Bengal News Highlights Today 10 Feb, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Supreme Court,RG Kar case,cbi,west bengal news,latest bengali news,bengali news,সুপ্রিম কোর্ট,আরজি কর

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Highlights: রাজ্যের ২৬ হাজার চাকরির ভবিষ্যৎ কী? সোমবার ২ ঘণ্টা ধরে শুনানি চলার পর রায়দান প্রক্রিয়া স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। আজও যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করা নিয়ে কোনও স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া যায়নি। সুপ্রিম কোর্টে আজও মিলল না যোগ্য-অযোগ্য প্রার্থীদের আলাদা করার সূত্র। কীভাবে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা যাবে সে ব্যাপারে কোনও স্পষ্ট বক্তব্যও এদিন তুলে ধরতে পারেনি সিবিআই।

Advertisment

কলকাতার নারকেলডাঙা এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে রাজ্য পুলিশ ব্যর্থ হলে শেষমেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ওই বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। বিচারপতি সিনহার সেই নির্দেশের পরেও বহুতলটি খালি করতেই পারেনি পুরসভা। কলকাতা পুলিশের সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলেই বহুতলটি খালি করা যাচ্ছে না বলে আদালতে জানিয়েছে পুরসভা। এই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সোমবার জানিয়েছেন, ১০ মার্চ পর্যন্ত সময় দেওয়া হচ্ছে, এরই মধ্যে ওই বাড়িটি ভাঙতে না পারলে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের নির্দেশ দেওয়া হবে।

ফের দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে বাঘের হানা। মৈপীঠের নগেনাবাদ গ্রামে বাঘ ঢুকে পড়ার খবর পেয়ে যান বনকর্মীরা। গতকাল রাতে নগেনাবাদ এলাকায় নদী পেরিয়ে চলে আসে একটি বাঘ। রাতেই জাল দিয়ে ঘিরে ফেলা হয় গ্রাম। সকালে প্রকাণ্ড ওই বাঘটি গ্রামের অন্য প্রান্তে দেখতে পেয়ে ছুটে যান বনকর্মীরা। বাঘ ধরতে তৎপরতা শুরু করতেই হঠাৎই ওই বনকর্মীর ঘাড় কামড়ে ধরে বাঘ। গুরুতর জখম অবস্থায় ওই বনকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

  • Feb 10, 2025 17:46 IST

    West Bengal News Live: সরকারি জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা ইংরেজবাজারে, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তাণ্ডব দুষ্কৃতীদের

    সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল ইংরেজবাজার থানার নিমাসরাই এলাকায়। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে নিমাসরাই এলাকায় স্থানীয় একটি ক্লাবের কয়েকজন যুবকের সঙ্গে এক পরিবারের ব্যাপক গন্ডগোল বাধে। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মারার হুমকি দেওয়া হয় পরিবারের সদস্যদের। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওইদিন রাতের ঘটনার পর আক্রান্তের ভানু মহালদারের পরিবার ইংরেজবাজার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সোমবার সকালে পুলিশ তদন্তে এসে স্থানীয় এই ক্লাবটি থেকে একটি পাইপগান, একটি ধারালো অস্ত্র উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। 



  • Feb 10, 2025 15:22 IST

    West Bengal News Live:বেআইনি বাড়ি ভাঙতে কেন্দ্রীয় বাহিনী

    নারকেলডাঙায় অবৈধ নির্মাণ ভাঙতে রাজ্য পুলিশ ব্যর্থ হলে শেষমেষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১০ মার্চের মধ্যে পুলিশ এবং পুরসভাকে উপযুক্ত পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। তা না হলে অবৈধ ওই বহুতল ভাঙতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ তিনি দেবেন বলে জানিয়ে দিয়েছেন।

    বিস্তারিত পড়ুন- Illegal Construction:'পুলিশ না পারলে কেন্দ্রীয় বাহিনী ডাকব', বেআইনি বাড়ি ভাঙতে যুগান্তকারী অবস্থান বিচারপতি সিনহার



  • Advertisment
  • Feb 10, 2025 14:52 IST

    West Bengal News Live:বাংলাদেশে অপারেশন 'ডেভিল হান্ট'

    অশান্তির স্রোত বয়ে যাচ্ছে বাংলাদেশজুড়ে। ওপার বাংলার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তৃতাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকায় শেখ মুজিবুর রহমানের ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের পর তুমুল উত্তেজনা বাংলাদেশের দিকে দিকে। সরকার বিরোধীদের 'শবক' শেখাতে অপারেশন 'ডেভিল হান্ট' শুরু করেছে বাংলাদেশ পুলিশ। গাজীপুরের মেট্রো পুলিশ কমিশনার জানিয়েছেন, গাজীপুরবাসীকে নিরাপত্তা দিতে পুলিশকে একটু আগ্রেসিভ ভূমিকা পালন করতে হয়েছে। তিনি বলেন, "পুলিশের কাছে এটা একটা চ্যালেঞ্জ। ওরা বলেছে জনগণকে শান্তিতে ঘুমোতে দেবে না। এখন জনগণের পাশে না দাঁড়ালে এটি দায়িত্বের অবহেলা হয়ে যায়।"



  • Feb 10, 2025 13:54 IST

    West Bengal News Live:'বনকর্মীর ঘাড়ে কামড় প্রকাণ্ড বাঘের

    বাঘ ধরতে গিয়ে এবার বিরাট বিপদের মুখে পড়তে হল এক বনকর্মীকে। প্রকাণ্ড রয়্যাল বেঙ্গল টাইগার একেবারে ঘাড় কামড়ে ধরেছিল ওই বনকর্মীর। তাঁর সহকর্মীরা কোনওভাবে তাঁকে উদ্ধার করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে ওই বনকর্মীর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

    বিস্তারিত পড়ুন- Royal Bengal Tiger Attack: মৈপীঠে রোমহর্ষক রয়্যাল হানা! বনকর্মীর ঘাড়ে কামড় প্রকাণ্ড বাঘের



  • Feb 10, 2025 13:04 IST

    West Bengal News Live:'ইন্ডিয়া'র নেতৃত্বে আনা হোক মমতাকে:কল্যাণ

    NDA বিরোধী ইন্ডিয়া জোটের মুখ হিসেবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরার পক্ষে সওয়াল বর্ষীয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। দিল্লির ভোটে আপ-এর ভরাডুবির পরেই ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলার মুখ্যমন্ত্রীকেই 'মুখ' হিসেবে দেখতে চাইছেন কল্যাণ। তিনি বলেন," ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলে কাজ হবে।"



  • Feb 10, 2025 12:55 IST

    West Bengal News Live:দুর্ঘটনার কবলে দুই মাধ্যমিক পরীক্ষার্থী

    দুর্ঘটনার কবলে দুই মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার জঙ্গলপুর এলাকায়। আহত দুই পরীক্ষার্থী গুমা নজরুল বালিকা বিদ্যালয়ের ছাত্রী। প্রাথমিক চিকিৎসার পর হাসপালেই তাঁদের পরীক্ষার বন্দোবস্ত করেছে প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুমা নজরুল বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রী একটি বাইকে করে পরীক্ষা দিতে যাচ্ছিলেন রাজীবপুর উচ্চ বিদ্যালয়ে। জঙ্গলপুর কাঠ মিল এলাকায় উল্টো দিক থেকে বাসা একটি বাইকের সঙ্গে তাদের বাইকের ধাক্কা লাগে। এই ঘটনায় আহত হন দুই মাধ্যমিক পরীক্ষার্থী।



  • Feb 10, 2025 12:28 IST

    West Bengal News Live:আজ বিধানসভায় বাজেট অধিবেশন

    আগামী বুধবার রাজ্য বাজেট পেশ হতে চলেছে। তার আগে সোমবার থেকে শুরু বিধানসভার বাজেট অধিবেশন। চলতি সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। কারণ আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তাই এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।



  • Feb 10, 2025 12:11 IST

    West Bengal News Live:রেকর্ড বই বিক্রির নয়া নজির কলকাতা বইমেলায়

    গতকালই শেষ হয়েছে এবারের কলকাতা বইমেলা (Kolkata Book Fair)। বই বিক্রির নিরিখে এবার নজিরবিহীন সাফল্যের শিখর ছুঁয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা (International Kolkata Book Fair)। বাঙালি কবি-সাহিত্যিক থেকে শুরু করে দেশের কিংবদন্তী অন্যান্য সাহিত্যিকদের বই রেকর্ড হারে বিক্রি তো হয়েছেই এরই পাশাপাশি বিদেশি বইয়ের বিক্রিও এবার দারুণ হারে বেড়েছে। মেলার দিনগুলিতে এবছর প্রায় ২৭ লক্ষ বইপ্রেমী ঢল নামিয়েছিলেন কলকাতা বইমেলায়। এবারের বইমেলায় কম-বেশি ২৫ কোটি টাকার বই বিক্রি হয়েছে। 

    বিস্তারিত পড়ুন- Kolkata Book Fair: অভূতপূর্ব রেকর্ডের মাইলফলক ছুঁল কলকাতা বইমেলা, রেকর্ড বই বিক্রির নয়া নজির



  • Feb 10, 2025 10:57 IST

    West Bengal News Live:কী হবে ২৬ হাজার স্কুল চাকরির ভবিষ্যৎ?

    আজ সুপ্রিম কোর্টে ২৬ হাডার চাকরি বাতিল মামলার শুনানি। এর আগে গত ২৮ জনুয়ারির শুনানিতে গোটা প্যানেল বাতিলের আবেদন জানান আইনজীবী বিকাশ ভট্টাচার্য। আজ শুনানিতে ২৬ হাজার স্কুল চাকরির ভবিষ্যৎ কী হবে? সুপ্রিম কোর্টে যোগ্য-অযোগ্য আলাদা করা যাবে? কী বলবেন দেশের প্রধান বিচারপতি? কত বছরের ১৯ ডিসেম্বর চাকরি বাতিল মামলার প্রথম শুনানি হয় সুপ্রিম কোর্টে। শুনানিতে সর্বোচ্চ আদালতের প্রশ্নের মুখে পড়ে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন।



  • Feb 10, 2025 10:20 IST

    West Bengal News Live:আজ শুরু মাধ্যমিক

    আজ থেকে শুরু এই বছরের মাধ্যমিক পরীক্ষা। এবছরের মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার্থীদের সুবিধার্থে একগুচ্ছ পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসন। মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যায় পড়লে হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারবেন। মাধ্যমিক পরীক্ষার জন্য আলাদা করে কন্ট্রোল রুম খুলেছে প্রশাসন। ২৪ ঘন্টা কার্যকর থাকবে সেই কন্ট্রোলরুম থেকে। কন্ট্রোলরুমের ফোন নম্বরগুলি হল, ০৩৩-২৩২১ ৩৮১৩, ০৩৩-২৫৩৯২২৭৭। এছাড়াও কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বরেও যোগাযোগ করা যাবে, সেই নম্বর হল-৯৪৩২৬১০০৩৯।



  • Feb 10, 2025 09:47 IST

    West Bengal News Live:বিস্ফোরণে উড়ে গেল কংক্রিটের ছাদ

    বিরাট বিস্ফোরণে উড়ে গেল কংক্রিটের ছাদ, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেওয়াল। ঘটনাস্থল এবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামের চেঁচুড়া গ্রাম। বঙ্গে। রবিবার ভর সন্ধ্যায় এমন বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে কাটোয়ার চেঁচুড়া গ্রামে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। বিস্ফোরণের অভিঘাত দেখে পুলিশের প্রাথমিক অনুমান, পরিত্যক্ত ওই বাড়ির শৌচাগারে প্রচুর বোমা বা বিস্ফোরক পদার্থ মজুত করাছিল। তা থেকেই কোনওভাবে ওই বিস্ফোরণ হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

    বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News: ফের ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ে গেল কংক্রিটের ছাদ, ভেঙে পড়ল দেওয়াল, কেতুগ্রামে হুলস্থূল



  • Feb 10, 2025 09:25 IST

    West Bengal News Live:বাসন্তী হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা

    বাসন্তী হাইওয়েতে পথ দুর্ঘটনায় শিশু-সহ ১০ জন গুরুতর আহত হয়েছেন। ভাঙড়ের বাসন্তী হাইওয়ের বৈরামপুর মোড়ে দুর্ঘটনা। শাকসার মেলা থেকে রাজারহাট ফেরার পথে একটি অটোর সঙ্গে একটি চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।তারই জেরে দুর্ঘটনা। অটোতে থাকা যাত্রীদের মধ্যে শিশু-সহ ১০ জন গুরুতর আহত হন। সংঘর্ষের ফলে অটোটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ভাঙ্গড় ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে পাঠায়। সেখান থেকে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতা পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 



  • Feb 10, 2025 09:19 IST

    West Bengal News Live:প্রচুর পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত

    আবারও প্রচুর নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার হালিশহর থেকে কুইন্টাল- কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় সাড়ে তিন কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে।



  • Feb 10, 2025 09:16 IST

    West Bengal Live: আজ শুরু মাধ্যমিক

    আজ থেকেই শুরু এবছরের মাধ্যমিক পরীক্ষা। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। এবছর মাধ্যমিকে ছাত্রীদের সংখ্যা ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০। ছাত্রদের সংখ্যা ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা দিতে যাওয়ার সময় আর ফেরার সময় স্পেশাল বাস পরিষেবা বিভিন্ন রুচে। সকাল ১১ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা চলবে।



  • Feb 10, 2025 09:06 IST

    West Bengal Live: আরও নামবে তাপমাত্রা?

    শেষবেলায় 'খেল' দেখাচ্ছে শীত। তাপমাত্রার পতনে জেলায়-জেলায় ঠান্ডার অনুভূতি। সপ্তাহের প্রথম দিনে শহর থেকে জেলা সর্বোচ্চ শীতের দারুণ মেজাজ। তাপমাত্রা এবার আরও নামবে? শীতের পাকাপাকি বিদায় কবে? এরই মধ্যে কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: বিদায়বেলায় জমাটি ইনিংস শীতের! আরও নামবে তাপমাত্রা? বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায়?



MADHYAMIK Bengali News Today news in west bengal news of west bengal Madhyamik 2025