তৃণমূলের দাপুটে নেতা খুনে বড়সড় গ্রেফতারি। মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূলের বুথ সভাপতি খুনে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের দফায় দফায় জেরা করে খুনে অভিযুক্ত বাকিদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, গত ২১ জুলাই রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার আন্দুলবেড়িয়ায় খুন হন তৃণমূল বুথ সভাপতি। উত্তর কলোনি গ্রামে তৃণমূলের বুথ সভাপতি পতিত পালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। বেধড়ক মারধরের পর ওই তৃণমূল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয়।
আশঙ্কাজনক অবস্থায় এরপর তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টানা চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তৃণমূল নেতা পতিত পালের।
আরও পড়ুন- Kavi Subhash metro station: প্রায় এক বছর বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন? কী জানাল কর্তৃপক্ষ?
এদিকে নৃশংস এই হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে ৬ জনের নামে রেজিনগর থানায় FIR দায়ের করা হয়েছিল। সেই FIR-এর ভিত্তিতে বুধবার ভোরে নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকা থেকে খুনে অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন- স্বাধীনতার পর এই প্রথম! সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এ যেন নতুন যুগের সূচনা
ধৃতদের নাম অমিত সরকার, বিজন সরকার এবং পাপ্পু সরকার। ধৃত বিজন আর পাপ্পু সম্পর্কে দুই ভাই। তিনজনেরই বাড়ি রেজিনগর থানার আন্দুলবেড়িয়া উত্তর কলোনি গ্রামে। তবে নারকীয় হত্যাকাণ্ডে এখনও তিনজন অভিযুক্ত অধরা রয়েছে। ধৃতদের দফায় দফায় জেরা করে বাকি তিন অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।