TMC:তৃণমূলের দাপুটে নেতা খুনে বড়সড় গ্রেফতারি, এখনও অধরা ৩

Rejinagar TMC leader murder: তৃণমূলের ডাকাবুকো নেতাকে বেধড়ক মারধরের পর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় তৃণমূল নেতার।

Rejinagar TMC leader murder: তৃণমূলের ডাকাবুকো নেতাকে বেধড়ক মারধরের পর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় তৃণমূল নেতার।

author-image
IE Bangla Web Desk
New Update
Murshidabad political murder,  TMC booth president killed  ,Patit Pal murder case,  Rejinagar TMC leader murder  ,3 arrested in Patit Pal killing  ,TMC leader killed in Bengal  ,Political violence Murshidabad,  TMC worker murder 30 July 2025,  Murshidabad Rejinagar arrest,  Bengal political clash arrest  ,মুর্শিদাবাদ খুন ঘটনা  ,রেজিনগরে তৃণমূল নেতা খুন  ,পতিত পাল খুন,  তৃণমূল বুথ সভাপতির হত্যাকাণ্ড  ,মুর্শিদাবাদে রাজনৈতিক খুন  ,৩ জন গ্রেফতার পতিত পাল হত্যায়  ,রেজিনগরে তৃণমূল কর্মী হত্যা,  তৃণমূল-বিজেপি রাজনৈতিক সংঘর্ষ  ,মুর্শিদাবাদে তৃণমূলের ওপর হামলা,  পতিত পাল হত্যাকাণ্ডে পুলিশি পদক্ষেপ

Rejinagar arrest: তৃণমূল নেতা খুনে ধৃত ৩ অভিযুক্ত।

তৃণমূলের দাপুটে নেতা খুনে বড়সড় গ্রেফতারি। মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূলের বুথ সভাপতি খুনে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের দফায় দফায় জেরা করে খুনে অভিযুক্ত বাকিদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।

Advertisment

উল্লেখ্য, গত ২১ জুলাই রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার আন্দুলবেড়িয়ায় খুন হন তৃণমূল বুথ সভাপতি। উত্তর কলোনি গ্রামে তৃণমূলের বুথ সভাপতি পতিত পালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। বেধড়ক মারধরের পর ওই তৃণমূল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয়।

আশঙ্কাজনক অবস্থায় এরপর তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টানা চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তৃণমূল নেতা পতিত পালের।

Advertisment

আরও পড়ুন- Kavi Subhash metro station: প্রায় এক বছর বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন? কী জানাল কর্তৃপক্ষ?

এদিকে নৃশংস এই হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে ৬ জনের নামে রেজিনগর থানায় FIR দায়ের করা হয়েছিল। সেই FIR-এর ভিত্তিতে বুধবার ভোরে নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকা থেকে খুনে অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন- স্বাধীনতার পর এই প্রথম! সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এ যেন নতুন যুগের সূচনা

ধৃতদের নাম অমিত সরকার, বিজন সরকার এবং পাপ্পু সরকার। ধৃত বিজন আর পাপ্পু সম্পর্কে দুই ভাই। তিনজনেরই বাড়ি রেজিনগর থানার আন্দুলবেড়িয়া উত্তর কলোনি গ্রামে। তবে নারকীয় হত্যাকাণ্ডে এখনও তিনজন অভিযুক্ত অধরা রয়েছে। ধৃতদের দফায় দফায় জেরা করে বাকি তিন অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।

tmc Murder Arrested