স্বাধীনতার পর এই প্রথম! সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এ যেন নতুন যুগের সূচনা

First street lights since independence: দশকের পর দশক ধরে তোলা দাবি অবশেষে পূরণ হল। সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকায় এ যেন নতুন যুগের সূচনা হল।

First street lights since independence: দশকের পর দশক ধরে তোলা দাবি অবশেষে পূরণ হল। সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকায় এ যেন নতুন যুগের সূচনা হল।

author-image
Mina Mondal
New Update
Kultali street lights  ,Street lighting in Kultali  ,First street lights since independence , Kultali development news  ,Rural electrification Bengal,  South 24 Parganas street lights,  Mamata Banerjee development works,  Kultali village lighting  ,Bengal rural infrastructure,  Sundarbans electrification,কুলতলিতে স্ট্রিট লাইট  ,স্বাধীনতার পর প্রথম আলো কুলতলিতে  ,কুলতলির উন্নয়ন,  দক্ষিণ ২৪ পরগনায় আলো,  সুন্দরবনে বিদ্যুতায়ন  ,গ্রামীণ রাস্তার আলো,  কুলতলির রাস্তায় স্ট্রিট লাইট  ,মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কাজ  ,কুলতলিতে আলোর উৎসব,  কুলতলি গ্রামে বিদ্যুৎ পরিষেবা

প্রশাসনের এই তৎপরতায় যারপরনাই খুশি এলাকার বাসিন্দারা।

স্বাধীনতার এত বছর পর, অবশেষে অন্ধকার কাটিয়ে আলোর মুখ দেখল দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত এলাকা কুলতলি। সুন্দরবনের এই এলাকায় প্রথমবারের মতো চালু হল স্ট্রিট লাইট। দীর্ঘদিন ধরে সন্ধ্যার পর ঘুটঘুটে অন্ধকারে দিন কাটানো মানুষদের কাছে এই তৎপরতা এক ঐতিহাসিক পরিবর্তন।

Advertisment

কুলতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বসানো হয়েছে স্ট্রিট লাইট, যা প্রতিদিন নিয়মিত জ্বলছে। এর ফলে রাতের সময় মানুষের যাতায়াত অনেক সহজ হয়েছে। বিশেষ করে মহিলারা ও ছাত্রীরা রাতের সময় বাইরে বের হতে এখন অনেকটাই নিশ্চিন্ত।

স্থানীয় বাসিন্দা কৃষ্ণা হালদার বলেন, “আমরা ভাবতেই পারিনি সুন্দরবনের রাস্তায় এমনভাবে আলো জ্বলবে। কলকাতায় গিয়ে লাইট দেখতাম। এখানে কখনও হবে, ভাবিনি।”

Advertisment

আরও পড়ুন- West Bengal live news Live Updates: পহেলগাঁও হামলায় লস্কর-ই-তৈয়বার প্রত্যক্ষ যোগ, পাকিস্তানের 'মুখোশ' খুলে দিল রাষ্ট্রসংঘের রিপোর্ট

এলাকার আর এক বাসিন্দা ভগবতী দাস বলেন, “মেয়েরা টিউশান থেকে ফিরতে ভয় পেত। এখন রাস্তা আলোয় ভরে থাকায় অনেকটাই নিশ্চিন্ত। আমাদের নিরাপত্তা বেড়েছে।”

আরও পড়ুন- fishermen:এবার থেকে মৎস্যজীবীরা সমুদ্রে গেলে সঙ্গে রাখতেই হবে বিশেষ এই জিনিসটি

বিশ্বনাথ রায় বলেন, “রাতে চলাচলে সমস্যা ছিল। কিছু দেখা যেত না। এখন অনেকটাই সুবিধা হচ্ছে।” স্থানীয় বাসিন্দা আখতার গায়েনের কথায়, “চুরি, ছিনতাইয়ের ভয় ছিল সবসময়। এখন আলোয় সেই ভয় অনেকটাই দূর হয়েছে।”

আরও পড়ুন- Poonch infiltration attempt:ফের অনুপ্রবেশের চেষ্টা, পুঞ্চে তুমুল গুলির লড়াই! নিকেশ ২ পাক জঙ্গি

এই প্রসঙ্গে কুলতলির তৃণমূল বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল বলেন, “২০১১ সালের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে উন্নয়নের কাজ চলছে। কুলতলিতেও তারই প্রতিফলন দেখা যাচ্ছে। আগামী দিনে আরও কাজ হবে।”

Sundarban South 24 Pgs Kultali