/indian-express-bangla/media/media_files/2025/07/30/metro-2025-07-30-13-49-49.jpg)
Kavi Subhash metro station closed: কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ।
Metro services suspended Kavi Subhash: আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কবি সুভাষ মেট্রো স্টেশন। এই স্টেশনের চারটি পিলারে ফাটল তৈরি হয়েছে। ভারী বৃষ্টির জেরেই এই বিপত্তি বলে অনুমান মেট্রোরেল কর্তৃপক্ষের। যাত্রী সুরক্ষার কথা চিন্তা করেই অনির্দিষ্টকালের জন্য কলকাতা দক্ষিণ শহরতলির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মেট্রো স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আপাতত শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে মেট্রো। স্বাভাবিকভাবে এর জেরে চূড়ান্ত দুর্ভোগের আশঙ্কা বাড়ছে।
কলকাতা শহরের লাইফলাইন মেট্রো। প্রতিদিন শহর কলকাতা ও শহরতলির কয়েক লক্ষ যাত্রী মেট্রোয় যাতায়াত করেন। দ্রুত গন্তব্যে পৌঁছোতে মেট্রোকেই একমাত্র ভরসার যান হিসেবে বিবেচনা করেন লক্ষ লক্ষ যাত্রী।
কলকাতা মেট্রোর কবি সুভাষ স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। এই স্টেশন দিয়েই কলকাতা শহরে ফি দিন যাতায়াত করেন দক্ষিণ ২৪ পরগনা জেলার একটা বড় অংশের যাত্রী। গত সোমবার থেকে হঠাৎ করে কবি সুভাষ স্টেশনে মেট্রো যাওয়া বন্ধ হয়ে যায়। জানা গিয়েছে, কবি সুভাষ মেট্রো স্টেশনের চারটি পিলারে ফাটল তৈরি হয়েছে। ভারী বৃষ্টির জেরে এই ফাটল বলে মেট্রোরেল জানিয়েছে। যাত্রী সুরক্ষার কথা ভেবেই আপাতত কবি সুভাষ স্টেশনটি সম্পূর্ণরূপে যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই ফাটল মেরামতির ছোটো-খাটো কাজ শুরু হয়েছে। তবে যেভাবে ফাটলটি তৈরি হয়েছে, তা সম্পূর্ণ মেরামত করতে কমপক্ষে ৭-৮ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। কবি সুভাষ মেট্রো স্টেশনের পরেই রয়েছে শহিদ ক্ষুদিরাম স্টেশন। আপাতত ক্ষুদিরাম স্টেশন থেকেই মেট্রো চলছে।
আরও পড়ুন- Digha :ঝুলন উৎসবে জমজমাট দিঘা! সৈকতনগরীতে উপচে পড়া ভিড়
এই ব্যাপারে মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, "কবি সুভাষ স্টেশনটি সম্পূর্ণ রূপে চালু করতে বেশ কিছুটা সময় লেগে যাবে। সব দিক খতিয়ে দেখে যাত্রী সুরক্ষার দিকটিতে ১০০ শতাংশ নিশ্চিত হওয়ার পরেই ফের স্টেশনটি চালু করা হবে। টেন্ডার ডাকা হচ্ছে। অগাস্টের মাঝামাঝি সময়ে টেন্ডার খোলা হবে। তারপর আসল কাজ শুরু হবে। বৃষ্টির জন্য এই ক্ষতি হয়েছে। শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো চলছে।"
আরও পড়ুন- Kalyan Banerjee: পাক অধিকৃত কাশ্মীরকে 'আজাদ কাশ্মীর' বলে উল্লেখ কল্যাণের, সমালোচনায় সরব BJP
মেট্রোরেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, "কবি সুভাষ স্টেশনের কাজ শেষ হতে ৭-৮ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। তবে এখনও পর্যন্ত বিষয়টি স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। চারটি পিলারে ফাটল ধরেছে। খুব তাড়াতাড়ি কাজটা হবে না। অগাস্টের শেষে থেকেই আসল কাজটা শুরু হবে। তবে ছোটোখাটো কাজ শুরু হয়ে গেছে। যাত্রী সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত স্টেশনটি আগের অবস্থায় না ফিরছে ততদিন কবি সুভাষ স্টেশনটি বন্ধ রাখা হবে।"