3 civic volunteers severely beat up a driver in Malda: এবার মালদায় সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি! এক গাড়িচালককে বেধড়ক মারধরের অভিযোগ কর্তব্যরত তিন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সেই মারধরের ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। আক্রান্ত যুবক তিন সিভিক ভলান্টিয়ারের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন।
দাবিমতো টাকা না দেওয়ায় এক গাড়িচালককে টেনে-হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার কর্তব্যরত তিন সিভিক ভলান্টিয়ার্সের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সেই মারধরের ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা পয়েন্টে। মারধরের জেরে গুরুতর জখম ওই গাড়িচালক। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবক। জখম গাড়ি চালকের নাম রুহুল আলি। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামে।
আরও পড়ুন- West Bengal News Live: 'চাকরির পরীক্ষায় সাদা খাতা জমা দিতে বলেছিল কাকুর এজেন্টরা', চঞ্চল্যকর তথ্য CBI চার্জশিটে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গাড়িচালক ডালখোলা হাট থেকে গোরু নিয়ে ফিরছিলেন। ওই গাড়িতেই তাঁর সঙ্গে ছিলেন গাড়ির মালিকও। ভেলা বাড়ি নাকা পয়েন্টে তিন সিভিক ভলান্টিয়ার তাঁদের গাড়ি আটকান। এক হাজার টাকা দাবি করেন ওই সিভিক ভলান্টিয়াররা। গাড়িচালক ৫০০ টাকা দিতে চাইলে সেই টাকা নিতে অস্বীকার করেন সিভিক ভলান্টিয়াররা।
আরও পড়ুন- TMC: আধার কার্ডের মতোই ভোটার ID কার্ডেও ইউনিক নম্বর সংযোজনের দাবি, স্মারকলিপি জমা তৃণমূলের
এরপরেই তারা গাড়ি থেকে চালককে নামিয়ে নাকা পয়েন্টের ভিতরে ঘরে ঢুকিয়ে নিয়ে যায়। তারপরেই বেধড়ক মারধর করা হয় ওই গাড়িচালককে। বেপরোয়া মারে গুরুতর জখম হন ওই গাড়িচালক। হরিশ্চন্দ্রপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পর ওই গাড়িচালক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।