TMC  Unique Voter Id News:আধার কার্ডের মতোই ভোটার ID কার্ডেও ইউনিক নম্বর সংযোজনের দাবি, স্মারকলিপি জমা তৃণমূলের

TMC Demand For Unique Voter Id News: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই 'ভূতুড়ে ভোটার' তাড়াতে রাজ্যজুড়ে পথে নেমেছে তৃণমূল। এবার নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা শাসকদলের প্রতিনিধিদের।

author-image
IE Bangla Web Desk
New Update
 TMC Seeks Unique ID For Voter Cards : TMC Submits Memorandum Demanding Addition Of Unique Number In Voter ID Card Like Aadhaar Card: ভোটার আইডি কার্ডে ইউনিক নম্বর সংযোজনের দাবি তৃণমূলের

TMC Seeks Unique ID For Voter Cards: ভোটার আইডি কার্ডে ইউনিক নম্বর সংযোজনের দাবি তৃণমূলের।

TMC Chief Mamata Banerjee Demand For Unique Voter Id: আধার কার্ডের মতো এবার ভোটার আইডি কার্ডেও ইউনিক নম্বর সংযোজন করার দাবি তৃণমূল কংগ্রেসের। এই দাবিতে ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের দফতরে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল।

Advertisment

সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভা-মঞ্চ থেকে 'ভূতুড়ে ভোটার' নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে 'ভূতুড়ে ভোটার' তৈরি হয়েছে হলে অভিযোগ তৃণমূলনেত্রীর। এ ব্যাপারে কেন্দ্রের শাসকদল বিজেপিকেই দায়ী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই নির্দেশে রাজ্যজুড়ে 'ভূতুড়ে ভোটার' তাড়াতে পথে নেমেছে তৃণমূল। ভোটার লিস্ট থেকে ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া-সহ একগুচ্ছ দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে তৃণমূলের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছে।

ভোটার আইডি কার্ডে আধারের মতোই ইউনিক আইডি নম্বর সংযোজনের দাবি তৃণমূলের। এক্ষেত্রে ভোটার তালিকায় স্বচ্ছতা আনা যাবে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব। রাজ্যের ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটারদের নাম রয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসের। নির্বাচন কমিশনের দফতর থেকেই এই কাজ করছেন BJP-র নেতারা, এই অভিযোগ তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- West Bengal News Live: 'চাকরির পরীক্ষায় সাদা খাতা জমা দিতে বলেছিল কাকুর এজেন্টরা', চঞ্চল্যকর তথ্য CBI চার্জশিটে

Advertisment

বিধানসভা ভোটের আগে রাজ্যের সর্বত্র ভুয়ো ভোটার ছেয়ে গিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। বাংলার ভোটার লিস্টে হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশের ভোটারদের নাম রয়েছে বলে অভিযোগ। অনেক মৃত ভোটারের নামও ভোটার তালিকায় রয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন- Justice Joymalya Bagchi: সুপ্রিম কোর্টে ফের এক বাঙালি বিচারপতি, আগামীদিনে প্রধান বিচারপতিও হতে পারেন জয়মাল্য বাগচি

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই রাজ্যের সর্বত্র 'ভূতুড়ে ভোটার' তাড়াতে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্র এলাকায় তৃণমূল নেতৃত্ব বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকা সংশোধনের কাজ চালাচ্ছেন। ভোটার লিস্ট পরিষ্কারের কাজে নিয়মিত তৎপরতা রাখতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের সর্বোচ্চ স্তরের নেতাদের। এই আবহে এবার ভোটার কার্ডে ইউনিক নম্বর সংযোজন করার দাবি তৃণমূলের।

আরও পড়ুন- Kolkata Weather Today: ভরা ফাগুনে ঠান্ডার আমেজ, শীতের শিহরণ আর কতদিন? বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

tmc Bengali News Today news in west bengal news of west bengal