Maldah News: বৃহস্পতিবার সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু তিনজনের। দুর্ঘটনায় গুরুতর জখম আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মালদার গাজোলে। ৫১২ নং জাতীয় সড়কের উপর এই ভয়াবহ এই দুর্ঘটনার জেরে সাময়িক যানজনটও তৈরি হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় শেষমেশ পরিস্থিতি স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার সকালে মালদার গাজোলের হিয়াঘর এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে দ্রুগ গতিতে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দেয় একটি টোটোকে। ভয়াবহ সেই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় তিনজনের। দুর্ঘটনায় গুরুতর জখম আরও একজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পরেই পালিয়ে যায় গাড়িটি। ঘাতক গাড়িটির খোঁজ পাওয়া যায়নি। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সাতসকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেওতলা এলাকার বেশ কিছু লোকজন তারা গাজোলে যাচ্ছিলেন। কেউ যাচ্ছিলেন মাছ বিক্রি করতে, কেউ বা আবার আড়ত থেকে সবজি কিনতে যাচ্ছিলেন। গাজোল যাওয়ার পথেই গঙ্গারামপুরগামী একটি গাড়ি তাঁদের টোটোয় ধাক্কা মারে।
আরও পড়ুন- Kolkata Triple Murder: মেয়ের বিছানার সামনে গিয়ে হাউহাউ করে কেঁদে ফেলেন প্রসূন, ট্যাংরার নৃশংস-কাণ্ডের পুনর্নির্মাণ
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গাজোল থানার পুলিশ যায়। মৃতদেহগুলি উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর শারীরিক পরিস্থিতি সংকটনজক বলে জানা গিয়েছে। জখম ওই ব্যক্তির নাম, নিজামুদ্দিন সেখ বয়স ৫৫ । দুর্ঘটনায় মৃতরা হলেন, ললিত ভুইমালি (৬০), আলতাফ হোসেন (৪২) , শামসুদ্দিন শেখ (৬০)।
আরও পড়ুন- West Bengal News Live:লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন মমতা