West Bengal News Highlights: ভোটার তালিকা কমিটির প্রথম বৈঠকেই গরহাজির অভিষেক! মমতার নির্দেশ অমান্য তৃণমূলের 'যুবরাজের'?

West Bengal News Highlights Today 6 Mar, 2025:পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Mamata-Abhishek: ভোটার তালিকা কমিটির প্রথম বৈঠকে অনুপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়

News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Highlights: ভূতুড়ে ভোটার খুঁজে বের করতে গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মহাসমাবেশ থেকে একটি বড় কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর নির্দেশে আজ, বৃহস্পতিবার ছিল সেই কমিটির প্রথম বৈঠক। কিন্তু তৃণমূল ভবনে প্রথম বৈঠকেই অনুপস্থিত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কি দলের সর্বোচ্চ নেত্রীর তৈরি কমিটিকে মানছেন না তৃণমূলের 'যুবরাজ'? রাজনৈতিক মহলে জোর জল্পনা।

Advertisment

যাদবপুর কাণ্ডে শাসক-বিরোধী তরজা চলছেই। শাসক এবং বিরোধীদলের নেতারা নানারকম হুমকি-হুঁশিয়ারি দিয়ে চলেছেন একে অপরকে। এবার অরূপ বিশ্বাস, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রের পর রাজ চক্রবর্তীও সেই তালিকায় নাম লেখালেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে মুখ খুললেন তৃণমূলের তারকা বিধায়ক। যাদবপুরের ঘটনায় রাজের দাবি, ‘চাইলে তৃণমূলের লোকেরাও উগ্র হতে পারে। দু'মিনিট সময় লাগে।’ এর আগে, যাদবপুর দখল করতে অরূপ এক মিনিটের সময় বেঁধে দিয়েছিলেন। মদন ৩০ সেকেন্ড চেয়েছিলেন বুধবার। ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক জানালেন, ‘তৃণমূলও চাইলে উগ্র আচরণ করতে পারে, কিন্তু দল সেটাকে সমর্থন করে না।’

বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে বিধ্বংসী আগুন। বৃহস্পতিবার সকাল থেকে পাহাড়ের একাংশ আগুনের ফুলকি বেরোতে দেখেন স্থানীয়রা। ক্রমেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে বহু গাছপালা। পাহাড়ের জঙ্গলে এই অগ্নিকাণ্ডে জীব জন্তুদরেও পুড়ে মৃত্যুর আশঙ্কা। প্রবল আতঙ্ক তৈরি হয়েছে পাহাড় লাগোয়া গ্রামগুলিতেও। বনদফতরের বিশাল একটি দল ঘটনাস্থলে রয়েছেন। সময় যত এগোচ্ছে ততই বীভৎস রূপ নিচ্ছে আগুন। পাহাড়ের জঙ্গলে এই অগ্নিকাণ্ডের নেপথ্যে বড়সড় ষড়যন্ত্রের আশঙ্কা বনকর্তাদের। তাঁদের নিশানায় চোরাশিকারীরা। এর আগে ২০২২ সালেও শুশুনিয়া পাহাড়ে আগুন লেগেছিল। সেবার তিনদিন লেগেছিল সেই আগুন নিভতে।

  • Mar 06, 2025 18:44 IST

    West Bengal News Live: আদিবাসী আন্দোলন ওঠাতে ইন্টারনেট বন্ধ, দেউচা-পাঁচামিতে ব্যাপক ধরপাকড়

    কয়লাখনি এলাকায় চড়কা কেটে আন্দোলন শুরু করেছে আদিবাসীরা। তাঁদের বিক্ষোভের জেরে টানা ৩ দিন ধরে বন্ধ দেউচায়-পাঁচামির খনন কাজ৷ আদিবাসীদের ধারাবাহিক আন্দোলনের আঁচ যাতে ছড়িয়ে পড়তে না পারে সেই জন্য দেউচা-পাঁচামিতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। আটক করা হয়েছে আদিবাসী নেতাদের। যদিও এনিয়ে মুখ খুলতে চাননি প্রশাসনের আধিকারিকরা।



  • Mar 06, 2025 18:15 IST

    West Bengal News Live: মমতার তৈরি ভোটার তালিকা কমিটির প্রথম বৈঠকেই গরহাজির অভিষেক

    ভূতুড়ে ভোটার খুঁজে বের করতে গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মহাসমাবেশ থেকে একটি বড় কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর নির্দেশে আজ, বৃহস্পতিবার ছিল সেই কমিটির প্রথম বৈঠক। কিন্তু তৃণমূল ভবনে প্রথম বৈঠকেই অনুপস্থিত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কি দলের সর্বোচ্চ নেত্রীর তৈরি কমিটিকে মানছেন না তৃণমূলের 'যুবরাজ'? রাজনৈতিক মহলে জোর জল্পনা।



  • Advertisment
  • Mar 06, 2025 17:25 IST

    West Bengal News Live: '২ মিনিট সময় লাগে', যাদবপুর নিয়ে এবার হুঁশিয়ারি রাজ চক্রবর্তীর

    যাদবপুর কাণ্ডে শাসক-বিরোধী তরজা চলছেই। শাসক এবং বিরোধীদলের নেতারা নানারকম হুমকি-হুঁশিয়ারি দিয়ে চলেছেন একে অপরকে। এবার অরূপ বিশ্বাস, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রের পর রাজ চক্রবর্তীও সেই তালিকায় নাম লেখালেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে মুখ খুললেন তৃণমূলের তারকা বিধায়ক। যাদবপুরের ঘটনায় রাজের দাবি, ‘চাইলে তৃণমূলের লোকেরাও উগ্র হতে পারে। দু'মিনিট সময় লাগে।’ এর আগে, যাদবপুর দখল করতে অরূপ এক মিনিটের সময় বেঁধে দিয়েছিলেন। মদন ৩০ সেকেন্ড চেয়েছিলেন বুধবার। ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক জানালেন, ‘তৃণমূলও চাইলে উগ্র আচরণ করতে পারে, কিন্তু দল সেটাকে সমর্থন করে না।’

     



  • Mar 06, 2025 16:37 IST

    West Bengal News Live: ঋণের চাপে আত্মঘাতী দম্পতি

    ঋণের টাকা পরিশোধ করতে না পেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলো এক দম্পতি। ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরের বাবনা গ্রামে। মৃত ব্যক্তির নাম লক্ষণ মুখোপাধ্যায় (৫২) ও তার স্ত্রী বনশ্রী মুখোপাধ্যায় (৪৬)। লক্ষণ মুখোপাধ্যায় পেশায় দিনমজুর। জানা গেছে, বন্ধন, সম্পূর্ণা, আশীর্বাদ সহ আরও দুটি বেসরকারি সংস্থায় লোন পরিশোধ করতে না পারায় অপমানের দায়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন স্বামী-স্ত্রী।  



  • Mar 06, 2025 16:34 IST

    West Bengal News Live: তারাপীঠে বিজেপির বিক্ষোভ

    বৈষ্ণবদের সমাধি ধ্বংস শ্মশানের মধ্যে নোংরা জল মজুতের বিরোধিতা করতে গিয়ে গ্রেফতার বীরভূম জেলা BJP সভাপতি ধ্রুব সাহা। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে গেরুয়া দলের একাধিক নেতা-কর্মীকে। দলীয় সভাপতি এবং নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে তারাপীঠ থানায় বিক্ষোভ বিজেপির। পরে অবশ্য সবাইকে ছেড়ে দেওয়া হয়।



  • Mar 06, 2025 16:33 IST

    West Bengal News Live:ফের সুন্দরবনে বাঘের দেখা পেলেন পর্যটকরা

    সুন্দরবনে ফের পর্যটকদের দর্শন দিলেন দক্ষিণরায়। একই সঙ্গে শাবক-সহ মস্ত বাঘিনীর দর্শন পেলেন পর্যটকেরা। পূর্ব মেদিনীপুর থেকে সুন্দরবন বেড়াতে গিয়েছিল একদল পর্যটক। সুন্দরবনের দোবাঁকির কাছে একসঙ্গে তিনটি বাঘের দর্শন পেয়েছেন তাঁরা। 



  • Mar 06, 2025 15:13 IST

    West Bengal News Live:নাবালিকার বিয়ে রুখল পুলিশ

    বসিরহাটের হাসনাবাদে নবম শ্রেণির এক নাবালিকার বিয়ে রুখল পুলিশ। বনগাঁয় ছেলের বাড়িতে এনে বিয়ের ব্যবস্থা করেছিল দুই পরিবার। আজ তাদের বিয়ের কথা ছিল। বিয়ে উপলক্ষে সেজে উঠেছিল ছেলের বাড়ি। কিন্তু আজ দুপুরে সেই বিয়েই আটকে দিল বনগাঁ থানার পুলিশ ও পুর প্রশাসন। ১৮ বছর না হওয়া পর্যন্ত নাবালিকার বিয়ের ব্যবস্থা করবেন না তাঁরা, প্রশাসনকে এই মর্মে মুচলেখা দিতে হয়েছে দুই পরিবারকেই।



  • Mar 06, 2025 15:09 IST

    West Bengal News Live:ব্রাত্য বসুদের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধরের মামলা

    এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাঁর গাড়িচালক, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র-সহ কয়েকজনের বিরুদ্ধে খুনের চেষ্টা, মহিলাকে মারধর, শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলার রুজু পুলিশের। কলকাতা হাইকোর্ট এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আহত পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের অভিযোগ হিসেবে দায়ের করতে নির্দেশ দিয়েছিল পুলিশকে। সেই মতো পদক্ষেপ করে পুলিশও। তারপরেই শিক্ষামন্ত্রী, যাদবপুরের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র-সহ কয়েকজনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়।

    বিস্তারিত পড়ুন- Bratya Basu: হাইকোর্টের নির্দেশেই দুরন্ত তৎপরতা, ব্রাত্য বসুদের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধরের মামলা



  • Mar 06, 2025 14:32 IST

    West Bengal News Live:ব্রাত্যকে জেড ক্যাটাগরির সুরক্ষা

    যাদবপুর কাণ্ডের পর নিরাপত্তা বাড়ল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। এবার থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন শিক্ষামন্ত্রী। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবককুপার বার্ষিক সাধারণ সভায় গিয়েছিলেন ব্রাত্য। সেখানেই বেনজির বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। তাঁর গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়। এরপরই শিক্ষামন্ত্রীর নিরাপত্তা বৃদ্ধিতে তৎপর হয় নবান্ন। ব্রাত্য বসুকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত হয়।



  • Mar 06, 2025 13:47 IST

    West Bengal News Live:'চায়ে পে চর্চা'য় দ্বন্দ্ব মেটানোর বার্তা মমতাকে

    'রাজ্যপাল-মুখ্যমন্ত্রী দ্বন্দ্ব মিটুক চায়ে পে চর্চা'য়, পরামর্শ কলকাতা হাইকোর্টের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর দ্বন্দ্ব মিটুক 'চায়ে পে চর্চা'য়, অন্তত এমনটাই চায় কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের দুই প্রধানের মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের পরামর্শ, "আদালতে না লড়াই করে দু'পক্ষ চায়ে পে চর্চায় বিষয়টি মিটিয়ে নিক।" আদালতের এমন প্রস্তাবে সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর আইনজীবীরা।

    বিস্তারিত পড়ুন- CV Ananda Bose-Mamata Banerjee:'রাজ্যপাল-মুখ্যমন্ত্রী দ্বন্দ্ব মিটুক চায়ে পে চর্চা'য়, পরামর্শ কলকাতা হাইকোর্টের



  • Mar 06, 2025 13:13 IST

    West Bengal News Live:নাতনিকে 'যৌন নির্যাতন' দাদুর

    ৯ বছরের নাতনিকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে। নক্কারজনক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসতে। নির্যাতিতা মা তাঁর শ্বশুরের বিরুদ্ধে বারাসত থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্তের বাড়িতে চড়াও হয় এলাকার বাসিন্দারা। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তাঁরা।

    বিস্তারিত পড়ুন-Barasat News: ফাঁকা বাড়ির সুযোগে নাতনিকে 'যৌন নির্যাতন' দাদুর, বাবার কঠোর শাস্তি চান ছেলেও



  • Mar 06, 2025 12:05 IST

    West Bengal News Live:কসবা-কাণ্ডে গ্রেফতার আরও ১

    কসবার হালতুর পূর্বপল্লীতে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনায় এবার আরও একজন গ্রেফতার। মৃত দম্পতির সুইসাইড নোটের ভিত্তিতে আগেই গ্রেফতার করা হয়েছিল সোমনাথ রায়ের মামা-মামিকে। এবার গ্রেফতার এক লোন এজেন্ট। ওই ব্যক্তিরও নাম সুইসাইড নোটে ছিল বলে পুলিশ সূত্রে খবর মিলেছে।

    বিস্তারিত পড়ুন- Kasba Death Case: কসবার হালতুতে শিশুপুত্রকে খুন করে আত্মঘাতী দম্পতি, পুলিশি তদন্তে গ্রেফতার আরও ১



  • Mar 06, 2025 11:15 IST

    West Bengal News Live:ট্যাংরা কাণ্ডের পুনর্নির্মাণ

    ট্যাংরা কাণ্ডের পুনর্নির্মাণ করল পুলিশ। প্রসূন দে'কে নিয়ে ট্যাংরার অতুল শূর রোডের বাড়িতে গিয়েছিলেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। প্রসূন পুলিশের কাছে এখনও পর্যন্ত যা যা বয়ান দিয়েছেন সেই সব তথ্য যাচাইয়ের চেষ্টা করছে পুলিশ। নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই প্রসূনকে গ্রেফতার করেছিল পুলিশ। আপাতত চার দিনের পুলিশ হেফাজতে রয়েছেন প্রসূন। ইতিমধ্যে পুলিশের কাছে প্রসূন স্বীকারও করেছেন যে নিজের স্ত্রী, বৌদির হাতের শিরা এবং গলার নলি কেটে সে খুন করেছিল। এমনকী একমাত্র মেয়েকে বিষ মিশানো পায়েসও সে নিজেই খাইয়েছিল বলে জানিয়েছে পুলিশকে। পুলিশ তার এই সব বয়ান খতিয়ে দেখছে।

    বিস্তারিত পড়ুন- Kolkata Triple Murder: মেয়ের বিছানার সামনে গিয়ে হাউহাউ করে কেঁদে ফেলেন প্রসূন, ট্যাংরার নৃশংস-কাণ্ডের পুনর্নির্মাণ



  • Mar 06, 2025 10:46 IST

    West Bengal News Live:ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৩, গুরুতর আহত ১

    বৃহস্পতিবার সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু তিনজনের। দুর্ঘটনায় গুরুতর জখম আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মালদার গাজোলে। ৫১২ নং জাতীয় সড়কের উপর এই ভয়াবহ এই দুর্ঘটনার জেরে সাময়িক যানজনটও তৈরি হয়। বৃহস্পতিবার সকালে মালদার গাজোলের হিয়াঘর এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে দ্রুগ গতিতে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দেয় একটি টোটোকে। ভয়াবহ সেই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় তিনজনের। দুর্ঘটনায় গুরুতর জখম আরও একজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। 

    বিস্তারিত পড়ুন- Malda News: ভয়াবহ পথ দুর্ঘটনা মালদায়, বেপরোয়া গাড়ির সজোরে ধাক্কায় মৃত ৩, গুরুতর আহত ১



  • Mar 06, 2025 10:06 IST

    West Bengal News Live:ট্যাংরার নৃশংস-হত্যাকাণ্ডের পুনর্নির্মাণ

    ট্যাংরা-কাণ্ডে মূল অভিযুক্ত দে বাড়ির ছোট ছেলে প্রসূন দে। প্রসূনই নিজের স্ত্রী, বৌদি ও মেয়েকে খুন করেছে বলে পুলিশের কাছে দাবি করেছেন। গতকাল প্রসূন দে'কে সঙ্গে নিয়ে ট্যাংরার দে'বাড়িতে গিয়েছিল পুলিশ। ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। সেই পর্বেই গোটা ঘটনার বিবরণ দিতে গিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেন প্রসূন।

    বিস্তারিত পড়ুন- Kolkata Triple Murder: মেয়ের বিছানার সামনে গিয়ে হাউহাউ করে কেঁদে ফেলেন প্রসূন, ট্যাংরার নৃশংস-কাণ্ডের পুনর্নির্মাণ



  • Mar 06, 2025 09:02 IST

    West Bengal News Live:ফের শুটআউট বাংলায়!

    ফের শুটআউট বাংলায়! আবারও গুলি চলল শক্তিগড়ে। গুলি চালিয়ে কয়লা কারবারি রাজু ঝা খুনের ঘটনার দু’বছরের মাথায় ফের গুলি চলল শক্তিগড়ে। পুলিশকে দেখে চারচাকা গাড়িতে চড়ে পালানোর সময় গুলি ছোড়ার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। এমনই এক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল শক্তিগড়ের হীরাগাছিতে। ঘটনার তদন্তে নেমে পুলিশ হন্যে হয়ে অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে। 

    বিস্তারিত পড়ুন- Shaktigarh Shootout: আবারও শক্তিগড়ে শুটআউট! পুলিশকে লক্ষ্য করে পরপর গুলি



  • Mar 06, 2025 08:41 IST

    West Bengal News Live: জুওলজিক্যাল পার্কে মৃত্যু কুমিরের, অসুস্থ ৩টি চিতাবাঘ

    বন্য প্রাণীদের অভয়ারণ্য হিসাবেই পরিচিত বর্ধমানের রমনাবাগানের জুওলজিকাল পার্ক। সেই পার্কেই অকালমৃত্যু একটি পূর্ণ বয়স্ক পুরুষ কুমিরের। তারই মধ্যে আবার চর্মরোগে আক্রান্ত হয়ে নাজেহাল অবস্থা তৈরি হয়েছে তিনটি চিতাবাঘেরও। এসব কারণে বর্ধমানের রমনাবাগান জুওলজিকাল পার্কে বন্যপ্রাণ রক্ষণাবেক্ষণের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। যদিও বর্ধমান বিভাগীয় বনাধিকারিক সঞ্চিতা শর্মা বলেছেন, “নিজেদের মধ্যে লড়াইয়ের ফলে গুরুতরভাবে জখম হয় পূর্ণ বয়স্ক পুরুষ কুমিরটি। চিকিৎসা চলাকালীন অবস্থাতেই সেটির মৃত্যু হয়। 
    মৃত কুমিরটির ময়নাতদন্ত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে কুমিরটির দেহাংশের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। চর্মরোগে আক্রান্ত তিনটি চিতা বাঘের মধ্যে দুটি ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছে। বাকি কালি নামের চিতা বাঘটির বয়সজনিত কারণে সুস্থ হতে কিছুটা সময় লাগছে। সংক্রমণ রোধে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।"



  • Mar 06, 2025 08:32 IST

    West Bengal News Live: রাজ্যে আসছেন শাহ?

    দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন এ রাজ্যের বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। BJP সূত্রের খবর, সুকান্ত অমিত শাহকে রাজ্য সফরে আসতে অনুরোধ জানিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই এরাজ্যে আসতে পারেন অমিত শাহ। বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা ভোট। তার আগে দলের সাংগঠনিক কাজকর্ম খতিয়ে দেখতে বঙ্গে আসতে পারেন শাহ। তবে বঙ্গ বিজেপি সূত্রে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।



  • Mar 06, 2025 08:32 IST

    West Bengal News Live: ঝড়-বৃষ্টির পূর্বাভাস

    ভরা ফাগুনে যেন ম্যাজিক দেখাচ্ছে আবহাওয়া! একদিকে রাতের তাপমাত্রা কমছে, আর দিনে তাপমাত্রার বৃদ্ধিতে গরমের অনুভূতি বাড়ছে। রাজ্যজুড়ে মোটের উপর আবহাওয়া একই রকম আবহাওয়া রয়েছে। তবে এরই মধ্যে একাধিক জেলায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: ম্যাজিকের মতো বদলাবে আবহাওয়া, একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস



Bengali News Today Oxford university CM Mamata banerjee news in west bengal news of west bengal