TMC-CPM: 'লুঠেপুটে খাচ্ছে', চরম ক্ষোভে তৃণমূল ছেড়ে লাল-পার্টিতে, কার্যালয়ের দখল নিল CPM

left TMC joined CPM: এলাকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। শেষমেশ তৃণমূল ছেড়ে তাঁরা যোগ দিয়েছেন সিপিএমে।

left TMC joined CPM: এলাকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। শেষমেশ তৃণমূল ছেড়ে তাঁরা যোগ দিয়েছেন সিপিএমে।

author-image
Gopal Thakur
New Update
Domkal families join CPM  ,30 families left TMC joined CPM Domkal  ,Domkal ward 16 political shift  ,Murshidabad Domkal CPM influx,ডোমকল তৃণমূল ছেড়ে সিপিএম,  ৩০টা পরিবার সিপিএমে যোগ দিয়েছে  ,ডোমকল ১৬ নম্বর ওয়ার্ড  ,মুর্শিদাবাদ ডোমকল রাজনৈতিক পরিবর্তন

left TMC joined CPM: তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ।

left TMC joined CPM: আবাস যোজনার ঘর দেওয়ার নামে কোটি টাকার তোলাবাজির অভিযোগ! ঘর না পেয়ে তৃণমূল ছেড়ে প্রায় ৫০টি পরিবার যোগ দিল CPIM-এ। মুর্শিদাবাদের ডোকমলের ঘটনা। একসঙ্গে প্রায় ৫০টি পরিবার তৃণমূল ছেড়ে লাল পার্টিতে যোগ দেওয়ায় এলাকায় শক্তি বেড়েছে সিপিএমের। গ্রামের তৃণমূল কার্যালয়ের দখল নিল সিপিএম। 

Advertisment

মুর্শিদাবাদের ডোমকলের ১৬ নম্বর ওয়ার্ডের ১৪৪ নম্বর বুথে প্রায় ৫০টি পরিবার এতদিন তৃণমূলের সমর্থক ছিলেন। তাঁদের অভিযোগ, আবাস যোজনায় পাকা ঘর পাইয়ে দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকেই টাকা তুলেছেন এলাকার তৃণমূল নেতারা। অথচ ঘর মেলেনি। অভিযোগের তির সোজা তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের দাদা এবং শাসকদলের ওয়ার্ড সভাপতি জাহাঙ্গির হোসেনের দিকে। 

অভিযোগ, এলাকায় তৃণমূলের নেতারা দিনের পর দিন অত্যাচার করে টাকা আদায় করেছে। তৃণমূলের লাগাতার তোলাবাজিতে অতিষ্ট গ্রামবাসীরা। শাসকদলের ওপর রীতিমতো ক্ষুব্ধ এলাকার প্রায় ৫০টি পরিবার। তাঁরাই তৃণমূল ছেড়ে আনুষ্ঠানিকভাবে সিপিআইএমে যোগ দিয়েছে।

আরও পড়ুন- Dilip -Samik:শমীক BJP সভাপতি হওয়ার পরের দিনেই কী বললেন দিলীপ? আজ-কালেই বিরাট সিদ্ধান্ত?

Advertisment

যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ওয়ার্ড সভাপতি জাহাঙ্গির হোসেন। তাঁর দাবি, “গোটা রাজ্যে সিপিআইএম, কংগ্রেস আর বিজেপি মিলে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের বন্যা বইয়ে দিতে চাইছে। ভোটের আগে এই চক্রান্ত করে কোনও লাভ হবে না। মানুষ সব বোঝে।”

তবে সিপিআইএম নেতা মুস্তাফিজুর রহমান রানা বলেন, “তৃণমূল বিধায়কের দাদা যে হারে জুলুমবাজি আর তোলাবাজি চালিয়েছেন, তা মানুষ আর মেনে নেবে না। তাই এলাহি আয়োজনে তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগ দিচ্ছেন মানুষ। দোষ করলে তার ফল পেতেই হবে।”

আরও পড়ুন- west bengal news live updates: ভোররাতে মনোজিৎদের নিয়ে কসবার কলেজে পুলিশ, নক্কারজনক ঘটনার পুনর্নির্মাণ

ডোমকলের দক্ষিণনগর ১৪৪ নম্বর বুথে তৃণমূল পার্টি অফিসের সামনেই এই দলবদল পর্ব চলে। দলবদল শেষে তৃণমূলের পার্টি অফিসটির দখল নেয় CPM। দলবদলে এলাকার রাজনৈতিক পরিস্থিতি বেশ গরম। স্বাভাবিকভাবেই ডোমকলের বুকে এই দলবদলে রীতিমতো চাঙ্গা বামেরা। জেলার বাম নেতাদের দাবি, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের অত্যাচারে অতিষ্ট সাধারণ মানুষ। আগামি দিনে আরও মানুষ তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দেবেন বলে তাঁদের আশা। 

আরও পড়ুন- Samik Bhattacharya: '২৬-এর ভোটের আগে কৌশলী BJP! সভাপতি পদে শমীকের অভিষেকের নেপথ্য-রহস্য

tmc Cpm Domkol