Advertisment

Local Train Cancel: শিয়ালদহ শাখায় যাতায়াত করেন? বড়সড় দুর্ভোগ এড়াতে আগে পড়ুন এই খবর

Local Train Cancel: শিয়ালদহ শাখার রেলযাত্রীরা এখনই সতর্ক হয়ে যান। আগেভাগে পড়ে নিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর। তা না হলে কিন্তু পস্তাতে হতে পারে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Local trains are one of the main reliance of suburban commuters to travel to Kolkata, লোকাল ট্রেন, রেল

প্রতীকী ছবি।

Eastern Rail-Sealdah Division: আপনি কি শিয়ালদহ শাখার লোকাল ট্রেনে যাতায়াত করেন? তাহলে এই বিশেষ প্রতিবেদনটি পড়ে নিয়ে আগেভাবে সতর্ক হয়ে যান। এক ধাক্কায় একগুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিয়ালদহ শাখার বেশ কয়েকটি রুটে। তারই জেরে সপ্তাহান্তে বড়সড় ভোগান্তির মুখে পড়তে হতে পারে রেলযাত্রীদের। 

Advertisment

সপ্তাহান্তে বড়সড় দুর্ভোগ অপেক্ষা করছে শিয়ালদহ ডিভিশনের রেলযাত্রীদের জন্য। বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝে সেতু রক্ষণাবেক্ষণের কারণে শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে বাতিল হতে চলেছে ১৯ জোড়া ট্রেন। রেল সূত্রে খবর, শনিবার রাত থেকে রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝে ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ চলবে। 

এর জেরে শনি ও রবিবার চরম ভোগান্তির মুখে পড়তে হতে পারে সাধারণ নিত্যযাত্রীদের। রেল সূত্রে জানা গিয়েছে রবিবার সকাল ১১ টার পর থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা। 

আরও পড়ুন- Kolkata Metro: মেট্রো যাত্রীদের জন্য পুজোর মুখে দুর্দান্ত আনন্দের খবর! আহ্লাদে আটখানা হবেনই

আরও পড়ুন- Bengal Weather: ফের তুমুল দুর্যোগের আশঙ্কা! আজ-কাল প্রবল বৃষ্টির পূর্বাভাস, তালিকায় কোন কোন জেলা?

শনিবার রাতের পর থেকে বনগাঁ-শিয়ালদহ, হাসনাবাদ-শিয়ালদহ লক্ষ্মীকান্তপুর-নামখানা, মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর, বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি, মাঝেরহাট-মধ্যমগ্রাম, বারাসাত - শিয়ালদহ, মাঝেরহাট-হাবড়া সহ ৩৮টি লোকাল ট্রেন বাতিল হতে চলেছে।

আরও পড়ুন- Railway Station: রেল স্টেশনে হলুদ বোর্ডের উপর কালো লেখা, কেন জানেন? জানলে চমকে যাবেন!

Sealdah Division Local Train Eastern Railway Sealdah
Advertisment