Railway Station: দেশের সমস্ত রেলস্টেশনের বোর্ড হলুদ রঙের হয় এবং তার ওপর কালো রং দিয়ে স্টেশনের নাম লেখা থাকে। প্রতিদিন বিষয়টি খেয়াল করলেও এর সঠিক কারণ হয়তো অনেকের কাছেই এখনও অজানা রয়ে গিয়েছে। বিশেষ এই প্রতিবেদনে বিস্তারিতভাবে সেই বিষয়টি নিয়েই বিশদে আলোচনা করা হল।
জেনারেল নলেজ (General Knowledge) সম্পর্কে কম-বেশি অনেকের ধারণা থাকে। সাধারণ জ্ঞান কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে অনেকের জানার আগ্রহ থাকে বিপুল। জানেন কি রেল স্টেশনের নামের বোর্ড হলুদ রঙের কেন হয়? কেন সেই হলুদ বোর্ডের উপর কালো কালি দিয়ে স্টেশনের নাম লেখা থাকে? আসলে হলুদ রং অনেক দূর থেকে দেখা যায়।
হলুদ রঙের তরঙ্গ দৈর্ঘ্য ৫৭০ থেকে ৫৮০ ন্যানোমিটার হয়। উজ্জ্বল হলুদ রং অনেক দূর থেকে দেখা যায়। এর ফলে যাত্রীরা বুঝতে পারেন স্টেশন আসছে।
আরও পড়ুন- Small Business Idea: বেকারদের জন্য বাম্পার খবর! সামান্য লগ্নিতে অল্প দিনেই উপচে পড়া আয়! কীভাবে?
আরও পড়ুন- General Knowledge: কোন দেশের জাতীয় প্রাণী ছাগল? উত্তরটা জানলে অবাক হবেন অনেকেই
যাত্রীদের পাশাপাশি বহু দূর থেকে এই হলুদ রঙের বোর্ড দেখেই ট্রেনের চালকরাও বুঝতে পারেন স্টেশন আসছে। স্টেশন কতটা দূরে তা আগে থেকে আঁচ করে সেই মতো ট্রেনের গতিকে নিয়ন্ত্রণ স্টেশনে নির্দিষ্ট জায়গায় ট্রেন দাঁড় করিয়ে দেন চালকরা।
আরও পড়ুন- Savings Account:আর মাত্র কয়েকদিন, সেভিংস অ্যাকাউন্টের নিয়মে আসছে বিরাট বদল! সমস্যা এড়াতে আগেভাগে জানুন
আরও পড়ুন- Business Idea: বেকাররা এই খবর আগে পড়ুন! নামমাত্র লগ্নিতেই অল্প দিনে মোটা টাকা আয়ের সুযোগ
এমনকী বৃষ্টি এবং কুয়াশাচ্ছ্বন্ন পরিবেশেও অনেক দূর থেকেই হলুদ রঙের বোর্ড আগে থেকে চোখে পড়ে। হলুদ রঙের বোর্ডের উপর কালো লেখা থাকলে সেটা বহু দূর থেকে চোখে পড়ে। এই সমস্ত কারণেই রেল স্টেশনের বোর্ড হলুদ রঙের হয়, এবং তার উপর কালো রঙের হরফে স্টেশনের নাম লেখা হয়।
আরও পড়ুন- Electricity Bill: এক ধাক্কায় হু-হু করে কমবে বিদ্যুতের বিল! শুধু করুন এই কাজটি