House Collapse:হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বাড়ি, লাগাতার বৃষ্টিতে ভয়াবহ বিপর্যয়!

Murshidabad News: হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আস্ত বাড়ি। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

Murshidabad News: হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আস্ত বাড়ি। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

author-image
Gopal Thakur
New Update
Domkal accident  ,house collapse injured  ,heavy rain Murshidabad  ,natural disaster,  Aminabad area,  Domkal Municipality Ward 20  ,Kajla Bewa, Nonita Khatun  ,Golam Dostikir, Golam Hasan  ,Domkal Super Specialty Hospital,  broken house, distressed family,ডোমকল দুর্ঘটনা,  বাড়ি ভেঙে আহত,  টানা বৃষ্টি মুর্শিদাবাদ,  প্রাকৃতিক দুর্যোগ,  আমিনাবাদ এলাকা,  ডোমকল পুরসভা ২০ নম্বর ওয়ার্ড,  কাজলা বেওয়া, ননিতা খাতুন  ,গোলাম দোস্তিকির, গোলাম হাসান,  ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল,  ভাঙাচোরা ঘর, দিশেহারা পরিবার

Domkal accident: এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Domkal Accident: লাগাতার বৃষ্টির জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটল মুর্শিদাবাদের ডোমকল পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের আমিনাবাদ এলাকায়। শনিবার গভীর রাতে হঠাৎই ভেঙে পড়ল একটি বাড়ির দেওয়াল। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হলেন একই পরিবারের চারজন।

Advertisment

স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যা থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছিল। রাত গভীর হলে কাজলা বেওয়া (৪৫), তাঁর বোন ননিতা খাতুন (৩৫), জামাইবাবু গোলাম দোস্তিকির (৪৫) এবং বোনপো গোলাম হাসান (৫) ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন।

আরও পড়ুন- Body found:তৃণমূলকর্মী খুনে অন্যতম অভিযুক্তের পচাগলা দেহ উদ্ধার, তুমুল চাঞ্চল্য, তদন্তে পুলিশ

Advertisment

আচমকা বাড়ির একাংশ ভেঙে পড়ে তাঁদের উপর। ভয়ংকর শব্দে চারদিক কেঁপে ওঠে। প্রতিবেশীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে নিয়ে যান ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে।

আরও পড়ুন- Bomb threat: দিল্লির DPS-সহ একাধিক স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি, চূড়ান্ত সতর্কতায় বিরট পদক্ষেপ

আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নুন আনতে পান্তা ফুরানো সংসারে বাবামা ও স্বামীর অবর্তমানে দুই বোন, জামাইবাবু ও ছোট শিশুকে নিয়ে একটি ভাঙাচোরা ঘরে জীবনযাপন করছিলেন কাজলা বেওয়া। 

আরও পড়ুন-Kolkata Weather Update:পুজোর মুখে ফের নিম্নচাপের আশঙ্কা বাড়ছে, কাল মহালয়া থেকেই প্রবল বৃষ্টি জেলায়-জেলায়?

হঠাৎ এই দুর্ঘটনায় গোটা পরিবার কার্যত দিশেহারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহু বাড়িই বৃষ্টিতে নড়বড়ে হয়ে পড়েছে। প্রশাসনের তরফে জরুরি ব্যবস্থা না নিলে আরও বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

accident Domkol Murshidabad House Collapse