/indian-express-bangla/media/media_files/2025/08/09/tamanna-2025-08-09-19-31-59.jpg)
RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাতেই আজ কলকাতায় এসেছিলেন কালীগঞ্জের নিহত শিশু তামান্না খাতুনের বাবা-মা।
আরজি কর কাণ্ডের এক বছর পূর্তিতে একদিকে যেমন 'নবান্ন অভিযান'-এর ডাক দেওয়া হয়েছিল তেমনই শনিবার বিকেলে 'কালীঘাট চলো'র ডাক দেওয়া হয়েছিল। দ্বিতীয় কর্মসূচিতে সামিল ছিলেন 'অভয়া মঞ্চ'-এর সদস্যরা। সেখানেই এদিন গিয়েছিলেন নদীয়ার কালীগঞ্জের নিহত শিশু তামান্না খাতুনের মা সাবিনা বিবি। হাজরা মোড়ের প্রতিবাদ সভায় রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলেছেন তিনি।
আজ আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস পরিণতির এক বছর পার, কলকাতায় জোড়া প্রতিবাদ কর্মসূচি ঘিরে টানটান উত্তেজনা ছিল সকাল থেকেই। সকাল থেকে শুরু করে একেবারে বিকেল পর্যন্ত নবান্ন অভিযান ঘিরে শহর কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিট, রাণি রাসমণি অ্যাভিনিউ থেকে শুরু কর ওদিকে হাওড়া ময়দান, সাঁতরাগাছিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
বিকেলে আরজি কর কাণ্ডের 'ন্যায়বিচার' চেয়ে কালীঘাট চলোর ডাক দেওয়া হয়েছিল। সেখানেই অভয়া মঞ্চে সদস্যরা যোগ দিয়েছিলেন। এছাড়াও টলিপাড়ার শ্রীলেখা মিত্র সহ আরও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীও যোগ দিয়েছিলেন সেই কর্মসূচিতে।
আরও পড়ুন- CPM-এর মীনাক্ষীর কথাই BJP-র শুভেন্দুর মুখে, লাগামহীন আক্রমণ শানালেন কাকে জানেন?
এদিন বিকেলে হাজরা মোড়ে অভয়া মঞ্চের তরফে জানানো হয় এই মিছিল এগিয়ে নিয়ে যাওয়া হবে না। তাঁরা সেখানেই মঞ্চ বেঁধে প্রতিবাদ সভা করবেন। এর আগে পুলিশও তাঁদের মিছিল এগোনয় আপত্তির কথা জানিয়েছিল।
এরপর হাজেরা মোড়েই শুরু হয় প্রতিবাদ সভা। সেখানে হাজির ছিলেন কালীগঞ্জে দুষ্কৃতীদের বোমা হামলায় নিহত কিশোরী তামান্না খাতুনের মা সাবিনা বিবি। সভা মঞ্চে উঠে তিনি এদিন বলেন, "আমার মেয়েটা কোনও দল বুঝত না। দেওয়ালে-খাতায় ও ভারতমাতার ছবি আঁকত। আমার মেয়েটাকে খুন করে দিল মুখ্যমন্ত্রীর দলের লোকজন। আমি ওর পদত্যাগ চাই।"
এদিন হাজরা মোড়ের প্রতিবাদ সভায় হাজির হয়েছিলেন সুদূর আলিপুরদুয়ার থেকে আসা আরও এক নির্যাতিতার মা। তিনিও তাঁর মেয়ের বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন। বর্তমান রাজ্য সরকারের বদল না হলে এই পরিস্থিতিও কিছুতেই বদলাবে না বলে তিনি দাবি করেছেন।
এদিকে শনিবার নবান্ন অভিযানে সামিল হয়ে জখম হয়েছেন আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা। তাঁকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ তাঁকে মারধর করেছে বলে অভিযোগ। তিনি চোট পাওয়ায় শুভেন্দু অধিকারীদেরই দায়ী করেছে অভয়া মঞ্চ। এদিন হাজরার প্রতিবাদ মঞ্চে উপস্থিত জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্য বলেন, "আমরা এক বছর অভয়ার বাবা-মাকে নিয়ে মিছিল করেছি, পথ চলেছি। কিন্তু এই ঘটনা ঘটেনি।"