/indian-express-bangla/media/media_files/2025/08/09/suvendu-p-2025-08-09-18-13-45.jpg)
RG Kar Protest: পার্ক স্ট্রিটে বিক্ষোভ শুভেন্দু অধিকারীদের। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
Nabanna Abhijan 2025:বেলাগাম বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডের এক বছর পূর্তিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা-মা। তাঁদের ডাকে সাড়া দিয়ে শনিবার নবান্ন অভিযানের সামিল হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ BJP-র শীর্ষ নেতৃত্ব। দিকে দিকে পুলিশি বাধা-ধরপাকড় চলেছে এদিন। কলকাতা পুলিশের বিরুদ্ধে এদিন নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর ব্যাপক লাঠিচার্জের অভিযোগ এনেছেন শুভেন্দু অধিকারী।
এমনকী তাঁর মুখে কিছুদিন আগে সিপিএমের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের করা সেই একই লাগামছাড়া আক্রমণ শোনা গিয়েছে। মীনাক্ষী মুখোপাধ্যায় সেদিন তাঁর বক্তব্যে নিশানা করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষকে। শুভেন্দু সেই একই শব্দবন্ধ প্রয়োগ করে আজ কাকে নিশানা করেছেন জানেন? তিনি কলকাতার পুলিশের কমিশনার মনোজ ভার্মা।
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার আজ এক বছর পূর্তি। নির্যাতিতা চিকিৎসকের বাবা-মাই আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী সহ বিজেপির সব বিধায়ক এবং অন্যান্য নেতারা এদিনের অভিযানে সামিল ছিলেন। পার্ক স্ট্রিটে এদিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের মিছিল যেতেই তা আটকায় পুলিশ। বিরোধী দলনেতার অভিযোগ, "এদিন পুলিশ আমাকেও মেরেছে। মারধর করা হয়েছে নির্যাতিতার বাবা-মা সহ একশো'র বেশি আন্দোলনকারীকে।"
এদিকে, পার্ক স্ট্রিটে মিছিল এগোনয় বাধা পেয়ে সেখানেই বিজেপির অন্য বিধায়কদের সঙ্গে নিয়ে অবস্থান বিক্ষোভে বসে যান শুভেন্দু অধিকারী। এদিন প্রায় ঘন্টা দু'য়েক ধরে চলে তাঁর সেই অবস্থান আন্দোলন। শেষমেষ ঘণ্টা দু'য়েক পর অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নেন তিনি।
সেই সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, "এই আন্দোলন এখানেই শেষ নয়। এই আন্দোলন চলবে। অভয়ার মা-বাবার প্রতি আমার দায়বদ্ধতা আছে। আমি উৎসাহিত করেছিলাম অভয়ার বাবা-মাকে, এই আন্দোলন করার জন্য।"
এদিন কলকাতা পুলিশের ভূমিকায় যারপরনাই ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা। এই প্রসঙ্গে তিনি বলেন, "মমতা পুলিশ, কলকাতা পুলিশ, মনেজ বার্মা যাঁরা আমাদের চটি চেটে মেরেছেন, তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতা ও সংবিধান অনুযায়ী...আমাদের মা আমাদের ভারতমাতা জাতীয় পতাকা পর্যন্ত এরা পাড়িয়ে গিয়েছেন। আমার কাছে ভিডিও আছে। এদের কে বাঁচাবে? আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। আমি ছাড়ব না।"
এরপরেই কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মাকে লাগামহীন ভাষায় আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "আগামী দিনে জোরাদার লড়াই হবে। ভাইপোকে জেলে ঢোকাব। ওই মনোজ বার্মাকে (কলকাতার পুলিশ কমিশনার) যেখানে ঢোকানোর সেখানে ঢোকাব। ওই শুয়োরের বাচ্চাকে যা করার করব।"