mountain climbing: পর্বতারোহনে নয়া ইতিহাস গড়ার লক্ষ্যে এগোলেন পাঁচ বাঙালি, কঠিন অভিযানে শেরপা ছাড়াই রওনা

mountain climbing: এর আগেও একাধিক কঠিন অভিযানে সামিল হয়েছেন সোনারপুরের আরোহীর পর্বতারোহীরা। বিশিষ্ট পর্বতারোহী রুদ্রপ্রসাদ হালদারের নেতৃত্বে এবারের এই অভিযান।

author-image
Mina Mondal
New Update
5 climbers from sonarpur arohi set out to conquer Sinkun South in Himachal: হিমাচলের সিনকুন সাউথ বিজয়ের লক্ষ্যে রওনা সোনারপুর আরোহীর পর্বতারোহী দলের

mountain climbing: অভিযানের আগে জিনিসপত্র গোছাচ্ছেন পর্বতারোহীরা।

5 climbers from sonarpur arohi set out to conquer Sinkun South in Himachal: শেরপা ছাড়াই এবার পর্বত অভিযানে সোনারপুর 'আরোহী'র ৫ সদস্যের পর্বতারোহী দল। সফলভাবে এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা আরোহনকারী বাংলার বিশিষ্ট পর্বতারোহী রুদ্রপ্রসাদ হালদারের নেতৃত্বে ২২ ফেব্রুয়ারি সকালে রওনা দেওয়ার কথা এই দলটির। তাঁদের লক্ষ্য হিমাচল প্রদেশের ৬০৩০ মিটারের সিনকুন সাউথ। পূর্বা এক্সপ্রেসে হাওড়া থেকে রওনা দেবেন তাঁরা। দিল্লি থেকে বাসে ২৪ তারিখ মানালি পৌঁছোবে পর্বতারোহীদের এই দলটি। মানালি থেকে কেলং পৌঁছে প্রয়োজনীয় কাজ সেরে ছিকা গ্রামে ২ দিন রাত কাটাবেন তাঁরা। ভূপৃষ্ঠ থেকে ১২ হাজার ফুট উচ্চতায় রয়েছে এই গ্রামটি। 

Advertisment

শুধু তাই নয়, এই পথের শেষ জনপদ এই গ্রামটিই। এই গ্রামের বাসিন্দাদের পাশে থাকতে তাদের জন্য এখান থেকে প্রয়োজনীয় ওষুধ, পড়াশোনা ও খেলাধুলার সামগ্রীও নিয়ে যাওয়া হচ্ছে। একটি মেডিকেল ক্যাম্প করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এলাকার বাসিন্দাদের দেওয়া হবে প্রয়োজনীয় ওষুধ। এছাড়া গ্রামের ছোটদের দেওয়া হবে খেলাধুলা ও পড়াশোনার নানা সরঞ্জাম। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মূল অভিযান।

ওই দিনই শুরু হবে ট্রেক। আনুমানিক ৩ দিন ধরে ট্রেকিং করার পর পিকের গড়ায় ৫,৩০০ মিটারে তৈরি করা হবে বেসক্যাম্প। এখান থেকে ক্লাইম্ব করার টার্গেট রয়েছে তাঁদের। এমনই জানিয়েছেন দলনেতা রুদ্রপ্রসাদ হালদার। আবহাওয়া দেখে ফাইনাল সামিটের দিন স্থির করা হবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন- Baruipur News: মাত্র এক বছরেই ভোটার বেড়েছে ৩-৪ হাজার, ভূতুড়ে কাণ্ডে তোলপাড় বারুইপুরের চম্পাহাটিতে

Advertisment

রুদ্রপ্রসাদ হালদার ছাড়াও এই অভিযানে রয়েছেন সোনারপুর আরোহীর আরও চার সদস্য। তারা হলেন রাহুল হালদার, চিকিৎসক উদ্দীপন হালদার, দেবাশিস মজুমদার ও অরুনাভ সাঁপুই । এই অভিযান সফল করার লক্ষ্যে তারা বিগত কয়েকমাস ধরে একসাথে ট্রেনিং করেছেন । জানা গিয়েছে দক্ষিণ দিকের দেওয়াল ধরে পশ্চিম গিরিশিরায় পৌঁছানোর পরিকল্পনা রয়েছে তাদের। এই অভিযান শীতকালীন অভিযানের মধ্যেই পড়বে। 

আরও পড়ুন- West Bengal News Live:বাংলাদেশ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচারের চেষ্টা, BSF-এর জালে ১

সাধারণত ২১ ডিসেম্বর থেকে ২১ মার্চের মধ্যে কোনও পর্বতের বেসক্যাম্প থেকে শৃঙ্গে আরোহন করে আবার বেসক্যাম্পে ফেরত এলে তা শীতকালীন পর্বতারোহনের মধ্যে পড়ে। এখনও পর্যন্ত শীতকালে পর্বত অভিযান সফল হয়নি। কারণ এই সময় বরফ নরম থাকে। ফলে দুর্ঘটনার আশঙ্কাও থাকে। এই অভিযান সফল হলে সোনারপুর 'আরোহী'র মুকুটে নয়া পালক যোগ হবে। 

South 24 Pgs Bengali News Today mountain news in west bengal news of west bengal