North Dumdum waterlogging : ঘরের মধ্যেই জমা জলে ডুবে মৃত্যু ৫ মাসের শিশুকন্যার। মর্মান্তিক এই মৃত্যুর কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উত্তর দমদম পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকার এই ঘটনা। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুসছেন এলাকাবাসী।
বিরাটির দেবীনগর এলাকায় ঘরের মধ্যে জমা জলে ডুবে মৃত্যু হল একটি পাঁচ মাসের মাসের ফুটফুটে শিশুকন্যার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শিশুর নাম ঋষিকা ঘোড়ুই। তার বাবা পেশায় সিভিক ভলান্টিয়ার। গত কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টির জেরে এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এলাকার নিকাশি ব্যবস্থার বেহাল দশার জেরে জল যেন বেরোতেই চাইছে না। জানা গিয়েছে, আজ ঘরের মধ্যে বিছানায় ওই শিশুটি ঘুমোচ্ছিল। তার মা একটু বাইরে বেরিয়েছিলেন। ফিরে গিয়ে ঘরে ঢুকতেই তিনি মর্মান্তিক ওই দৃশ্য দেখতে পান। ঘুম ভেঙে কোনওভাবে ঘরের মধ্যেই জমা জলে পড়ে যায় ছোট্ট ঋষিকা। ঘরের মধ্যে তার মা ঢুকলে তাকে জলের মধ্যে পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেছেন।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই এলাকার নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। অল্প বৃষ্টিতেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এবার গত কয়েক দিন এক নাগাড়ে বৃষ্টির জেরে এলাকায় কোথাও হাঁটু, কোথাও কোমর সমান জল দাঁড়িয়ে গেছে। বেশ কিছু বাড়িতেও জল ঢুকে গেছে।
উত্তর দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত দাস জানিয়েছেন, একটানা বৃষ্টির জেরেই এলাকায় এমন জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। মর্মান্তিক এই ঘটনার কথা তিনি শুনে এলাকায় গিয়েছিলেন। যদিও এলাকার বেহাল নিকাশী নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তিনি মানতে চাননি।