West Bengal News Live Updates: ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন সাংসদ যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ আদালতের

West Bengal News Updates 2 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 2 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Bengaluru, Karnataka, Mysuru, Prajwal Revanna, Prajwal Revanna Case, Prajwal Revanna Case, prajwal revanna sentenced to life imprisonment,

জেডিএসের প্রাক্তন সাংসদ প্রজ্বল রেভান্না

Kolkata News Live Updates: শনিবার (২ আগস্ট, ২০২৫) বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত জেডিএসের প্রাক্তন সাংসদ প্রজ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে। আদালত তাকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(২)(কে) এবং ৩৭৬(২)(এন) ধারায় সাজা ঘোষণা করেছে। এছাড়াও, আদালত দোষীকে ১০ লক্ষ টাকা জরিমানা এবং ভুক্তভোগীকে ৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।

Advertisment

শুক্রবার সাংসদ ও বিধায়কদের জন্য বিশেষ আদালতের বিচারক সন্তোষ গজানন ভাট যৌন হয়রানি ও ধর্ষণের চারটি মামলার একটিতে ৩৪ বছর বয়সী প্রজ্বালকে দোষী সাব্যস্ত করেছেন। শুনানির সময় বিচারক যখন প্রজ্বালকে দোষী সাব্যস্ত করেন তখন তিনি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন এবং কেঁদে ফেলেন। তিনি আদালতের কাছে সাজা কম করারও আবেদনও করেন। মামলার শুনানি ১৮ জুলাই সম্পন্ন হয় এবং রায় ৩০ জুলাইয়ের জন্য সংরক্ষিত রাখা হয়।

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড খাস কলকাতায়। বন্ডেল গেটের ওষুধের কারখানায় আগুন। দে'জ মেডেকেলে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন। আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। কীভাবে কারখানায় আগুন লাগলো তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। প্রচুর পরিমাণে রাসায়নিক থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যার জেরে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে তুমুল আতঙ্ক। 

Advertisment

IC-এর পর এবার কেষ্টর নিশানায় পুলিশ সুপার। 'এই এসপি আসাতে কখনও তৃণমূল নেতা, কখনও নাবালিকা নিখোঁজ হয়েছে, অশান্তি লেগেই থাকছে'। পুলিশ সুপারকে নিশানা অনুব্রত মন্ডলের। ' এসপি অফিসের কাছেই অবরোধ তাও কোন খবর নেই' এবার বীরভূমের এসপিকে বেনজির নিশানা মমতা ঘনিষ্ঠ কেষ্ট'র। যদিও জেলার এসপি আমনদীপ বলেছেন, এনিয়ে কোন মন্তব্য করব না। 

ঘরের মধ্যেই জলে তলিয়ে মৃত্যু ৫ মাসের শিশুকন্যার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর দমদমে ১৩ নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকায়। বিরাটি এই এলাকার কাছেই রয়েছে একটি খাল। স্থানীয়দের অভিযোগ, বহুবার স্থানীয় প্রশাসনকে বলার পরেও এই খালটির সংস্কার করা হয়নি। এবারও একনাগাড়ে বৃষ্টির জেরে খালের জল উপচে পড়ে ভেসে গিয়েছে আশেপাশের এলাকা। গোটা এলাকায় কোথাও হাঁটু জল আবার কোথাও কোমর সমান জল দাঁড়িয়ে রয়েছে। এই জলই ঢুকে পড়েছে এলাকার ঘরে-ঘরে। আর সেই জলেই ডুবে মর্মান্তিক মৃত্যু ফুটফুটে শিশুকন্যার। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসনের ওপর ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। 

দিন কয়েক আগেই হুগলির কোন্নগরের দাপুটে তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হয়। নিহত তৃণমূল নেতা রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন। নৃশংস সেই হত্যাকাণ্ডের পর এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। ঘটনার আগে ও পরের ফুটেজ খতিয়ে দেখার পরেই দুষ্কৃতীদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে তদন্তকারীদের। তারই ভিত্তিতে তদন্ত চালিয়ে অভিযুক্তদের চিহ্নিত করা হয় এবং পরে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের দফায় দফায় জেরা তদন্তকারী পুলিশ আধিকারিকদের। এই ঘটনায় আটকও করা হয়েছে বেশ কয়েকজনকে। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন- WB Govt. initiative:প্রায় বছর খানেক বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন, যাত্রীদের সুবিধার্থে বাম্পার বন্দোবস্ত রাজ্যের

ফের কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির একাংশ। জানা গিয়েছে, শনিবার সকালে মানিকতলা মেন রোডের উপর একটি দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। ওই বাড়ির একাংশের চাঙর ভেঙে দুই শিশু গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে। আহত দুই শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছেন এলাকার বাসিন্দারা। এর আগেই ওই বাড়িটিতে বিপজ্জনক নোটিশ ঝুলিয়ে দিয়েছিল পুরসভা। গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টির জেরে পুরনো বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়ে এই বিপত্তি বলে দাবি করেছেন এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন- Kolkata weather forecast:কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা, অগাস্টের শুরুতেই চার-ছক্কা হাঁকাতে তৈরি বর্ষা

আরও পড়ুন- Sealdah station:শিয়ালদহ স্টেশনে যুগান্তকারী পদক্ষেপ রেলের! যাত্রী-স্বার্থে এমন বেনজির তৎপরতার ঢালাও প্রশংসা

  • Aug 02, 2025 15:58 IST

    Kolkata News Live Updates:ভিনরাজ্যে কাজে গিয়ে নিখোঁজ বাঙালি যুবক

    বাংলায় কথা বলার জন্য ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ, এমনই আশঙ্কা পরিবারের। ছেলের ফোনে সুইচ অফ থাকায় গবীর উদ্বেগে বাবা-মা। বছর দুই আগে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানার জুলপিয়া গ্রামের বাসিন্দা বাবাই সরদার মুম্বইয়ে কাজে গিয়েছিলেন। গত শুক্রবার শেষবারের মতো ফোনে কথা হয় পরিবারের সঙ্গে। তারপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে অভিযোগ পরিবারের। পরিবারের আশঙ্কা, সর্বত্র যেভাবে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বা গ্রেপ্তার করা হচ্ছে, তেমনই তাদের ছেলে বাবাইকেও হয়তো বাংলাদেশি ভেবে পুলিশ গ্রেফতার করেছে। দুশ্চিন্তায় ছেলের খোঁজে বাবা-মা মুখ্যমন্ত্রী ও এলাকার বিধায়ক-সাংসদের কাছে আবেদন জানিয়েছেন ।



  • Aug 02, 2025 13:53 IST

    Kolkata News Live Updates:'পাড়া সমাধানে' উৎসাহ কম

    আজ শনিবার ২ আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে সরকারের নতুন প্রকল্প 'আমাদের পাড়া, আমাদের সমাধান'। রাজ্যের ৮০ হাজার বুথে সরকারি আধিকারিকরা গিয়ে সেখানকার সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনে তার প্রতিকারের বন্দোবস্ত করবেন, এটাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তবে রাজ্যেরই এক প্রান্তে সরকারের 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্প নিয়ে যেন কোনও উৎসাহই নেই। ফাঁকা পড়ে রয়েছে শিবির। বাধ্য হয়ে বাড়ি-বাড়ি গিয়ে সাধারণ মানুষকে ডেকে ডেকে ক্যাম্পে আনছেন খোদ মহকুমাশাসক।

    বিস্তারিত পড়ুন-Amader Para Amader Samadhan:মমতার নয়া প্রকল্প 'পাড়া সমাধানে' উৎসাহই নেই! বাড়ি-বাড়ি গিয়ে লোক ডাকলেন SDO



  • Aug 02, 2025 11:29 IST

    Kolkata News Live Updates:বাম্পার বন্দোবস্ত রাজ্যের

    নাগাড়ে বৃষ্টির জেরে কবি সুভাষ মেট্রো স্টেশনের চারটি পিলারে ফাটল তৈরি হয়। তারই জেরে প্রায় এক বছর পর্যন্ত কবি সুভাষ মেট্রো স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এই সময়টায় স্টেশনের সংস্কারের কাজ চলবে বলে জানা গিয়েছে। যাত্রী দুর্ভোগ মেটাতে এবার কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত শাটল বাস পরিষেবা চালু করছে রাজ্য পরিবহণ দফতর।

    বিস্তারিত পড়ুন- WB Govt. initiative:প্রায় বছর খানেক বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন, যাত্রীদের সুবিধার্থে বাম্পার বন্দোবস্ত রাজ্যের



  • Aug 02, 2025 10:29 IST

    Kolkata News Live Updates:শিয়ালদহ স্টেশনে যুগান্তকারী পদক্ষেপ রেলের!

    শিয়ালদহ স্টেশন দেশের অন্যতম ব্যস্ততম রেলস্টেশন। প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী এই স্টেশনের উপর নির্ভর করেন। গড়ে ৯১৫টি লোকাল ট্রেন প্রতিদিন এই ডিভিশনের মধ্যে চলাচল করে। সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে প্রচুর যাত্রী চাপের কারণে স্টেশন চত্বর এবং কনকোর্স এলাকায় যাত্রীদের চলাচলে অসুবিধা হয়। সেই কারণেই যাত্রীদের সুবিধা, ভিড় নিয়ন্ত্রণ এবং ট্রেন চলাচলকে আরও মসৃণ করার জন্য শিয়ালদহ ডিভিশনের উদ্যোগে এবার থেকে বিভিন্ন সেকশনের ট্রেনের জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম নির্ধারণ করা হয়েছে। এর ফলে যাত্রীদের চলাচল সহজ হবে, ভিড় কমবে এবং ক্রস মুভমেন্ট এড়ানো সম্ভব হবে।

    বিস্তারিত পড়ুন- Sealdah station:শিয়ালদহ স্টেশনে যুগান্তকারী পদক্ষেপ রেলের! যাত্রী-স্বার্থে এমন বেনজির তৎপরতার ঢালাও প্রশংসা



  • Aug 02, 2025 10:27 IST

    Kolkata News Live Updates:কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা

    নাগাড়ে বৃষ্টি পিছু ছাড়ছে না এখনই। এই পর্বে আরও দিন সাতেক লাগাতার দফায় দফায় কোথাও অতি ভারী বৃষ্টি আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে রাজ্যের জেলায় জেলায়। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বর্ষার দাপুটে মেজাজ দেখা যাবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। কোনও কোনও জেলায় বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

    বিস্তারিত পড়ুন- Kolkata weather forecast:কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা, অগাস্টের শুরুতেই চার-ছক্কা হাঁকাতে তৈরি বর্ষা



  • Aug 02, 2025 10:26 IST

    Kolkata News Live Updates:মহকুমাশাসকের নাম করেই বিরাট প্রতারণা

    মহকুমাশাসকের নামে খোলা ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রতারণার শিকার হলেন এক শিক্ষক। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। চাপড়ার বেতবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক অরুণ কুমার দে এই প্রতারণার শিকার হয়েছেন। বিখ্যাত থেকে ব্যুরোক্র্যাটদের ফেসবুক পেজ ভুয়া তৈরি করে টাকা হাতিয়ে নেওয়ার চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। চেয়ার আলমারি সহ আসবাবপত্র বিক্রির নামে হোয়াইটস অ্যাপে বা ফেসবুকের মেসেঞ্জার থেকে বার্তা পাঠিয়ে টাকা হাতিয়ে নেওয়ার এই চক্রের শিকারের খবর আমরা প্রায় শুনতে পাই। এরকম ভাবেই প্রতারিত  হয়েছেন শিক্ষক অরুণ কুমার দে। তিনি গোটা ঘটনাটি পুলিশের কাছে জানিয়েছেন। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। 

    বিস্তারিত পড়ুন- Cyber Crime: মহকুমাশাসকের নাম করেই বিরাট প্রতারণা, গোটাটা জানলে চোখ কপালে উঠবে!



kolkata Bengali News Today news of west bengal