Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে বাম্পার সার্ভিস! ৩১ ডিসেম্বর ফাটাফাটি পরিষেবা কলকাতা মেট্রোর

Kolkata Metro: উৎসবের দিনগুলিতে যাত্রীদের চাপ সামলাতে প্রায়ই বিশেষ পরিষেবা দিয়ে থাকে কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ।

Kolkata Metro: উৎসবের দিনগুলিতে যাত্রীদের চাপ সামলাতে প্রায়ই বিশেষ পরিষেবা দিয়ে থাকে কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ।

author-image
IE Bangla Web Desk
New Update
Special Anti-Overriding Drive in Green Line-2:  কলকাতা মেট্রো বিশেষ অ্যান্টি-ওভাররাইডিং ড্রাইভ

Kolkata Metro: কলকাতা মেট্রো।

6 additional metro services on new years eve on blue line: উৎসবের দিনগুলিতে বরাবরই যাত্রীদের বিপুল চাপ সামলাতে অতিরিক্ত পরিষেবা দিয়ে থাকে কলকাতা মেট্রো রেলওয়ে (Kolkata Metrorail) কর্তৃপক্ষ। এবার বর্ষবরণের রাতেও যাত্রীদের সুবিধার্থে বাম্পার সার্ভিস দেওয়ার কথা জানিয়েছে মেট্রোরেল। যাত্রীদের চাপ সামলাতে আগামী মঙ্গলবার অর্থাৎ ৩১ ডিসেম্বর মেট্রোর ব্লু লাইনে চলবে অতিরিক্ত ট্রেন।

Advertisment

কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর  অতিরিক্ত ৬টি ট্রেন চালানো হবে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষের মধ্যে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে এই বিশেষ তিনটি ট্রেন চলবে রাত ৯.৪৮ মিনিট, রাত ১০.০৩ মিনিট এবং রাত ১০.১৮ মিনিটে। একইভাবে ৩১ ডিসেম্বর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে স্পেশাল মেট্রো ছাড়বে রাত ৯.৫৫ মিনিট, রাত ১০.১০ মিনিট এবং রাত ১০.২৫ মিনিটে। 

আগামী ৩১ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার রাত ৯.৪০ মিনিটের পর থেকে ১৫ মিনিটের ব্যবধানে আপ ও ডাউন লাইনে স্পেশাল ট্রেনের এই পরিষেবা মিলবে। ৩১ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার ব্লু লাইনে মেট্রো আপ ও ডাউন লাইনে বিশেষ ৬টি অতিরিক্ত ট্রেন চালাবে।

আরও পড়ুন- Mahishadal Rajbari: বর্ষবরণে মহিষাদল রাজবাড়িতে রাজকীয় আয়োজন, অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী থাকতে চান?

Advertisment

আরও পড়ুন- West Bengal Weather:বছর শেষে শীতের জোরাল কামব্যাকের ইঙ্গিত! একধাক্কায় কোথায় নামতে পারে পারদ?

ব্লু লাইনে ওই দিন রাত ১০.৪০ মিনিটে বিশেষ রাতের মেট্রো পরিষেবাগুলি সেই দিন যথারীতি কবি সুভাষ এবং দম দম থেকে পাওয়া যাবে। ওই দিন গ্রিন লাইন-১, গ্রিন লাইন-২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে সাধারণ দিনের মতোই পরিষেবা মিলবে।

আরও পড়ুন- West Bengal News Live:হঠাৎ অজ্ঞান 'কালীঘাটের কাকু'! তড়িঘড়ি SSKM-এ ভর্তি করানো হল সুজয়কৃষ্ণ ভদ্রকে

kolkata metro happy new year Bangla News Bengali News Today New Year Festive New Year Eve news in west bengal news of west bengal