Advertisment

West Bengal News Highlights: ১৪১ বছর পর স্বীকৃতি পেলেন নটী বিনোদিনী, স্টার থিয়েটারের নাম বদলের ঘোষণা মমতার

West Bengal News Highlights Today 30 Dec, 2024: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Mamata-Binodini: স্টার থিয়েটারের নাম হচ্ছে নটী বিনোদিনীর নামে

Mamata-Binodini: স্টার থিয়েটারের নাম হচ্ছে নটী বিনোদিনীর নামে

Latest West Bengal News Highlights: নতুন বছরেই বদলে যাচ্ছে উত্তর কলকাতার বিখ্যাত স্টার থিয়েটারের নাম।  সোমবার সন্দেশখালির সভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নটী বিনোদিনীর নামে এই প্রেক্ষাগৃহের নামকরণ হবে। ১৪১ বছর পর নটী বিনোদিনীর নাম স্টারের সঙ্গে জুড়ছে। 

Advertisment

অন্যদিকে, জাল নথি তৈরি করে ভারতীয় পরিচয় পত্র জোগাড়ের ঘটনা আরও বাড়ছে। এক্ষেত্রে চূড়ান্ত সতর্ক প্রশাসন। বাংলাদেশের (Bangladesh) অস্থির পরিস্থিতির সুযোগে এদেশে অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্য দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের আশঙ্কা গত কয়েক সপ্তাহে বহু গুণে বেড়েছে। জাল নথি তৈরি করে বাংলাদেশিদের ভারতীয় পরিচয় পত্র তৈরি করে দেওয়ারও অভিযোগ উঠছে। এক্ষেত্রে রীতিমতো একটি সিন্ডিকেট তৈরি হয়ে গিয়েছে বলে জেনেছে প্রশাসন। মোটা টাকার ভিত্তিতে আত্মীয়স্বজন সেজে সিন্ডিকেটের সদস্যরাই সহায়তা করছে বাংলাদেশিদের।

এদিকে, বছর শেষে আন্দোলনের সুর আরও চড়া করছেন ২০১৬ সালের যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ। তাঁরা জানিয়েছেন, ৩১ ডিসেম্বর বর্ষবরণের রাতেও তাঁরা কলকাতার রাজপথ ছাড়বেন না। আগামী ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে মামলার শুনানি রয়েছে। আপাতত সেই শুনানির দিকেই তাকিয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের একটাই দাবি, যতদিন পর্যন্ত প্যানেল থেকে অযোগ্যদের বাদ দেওয়া না হবে ততদিন পর্যন্ত তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন। ধর্মতলার ওয়াই চ্যানেলে ২০১৬-এর যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের শিক্ষক-শিক্ষিকারা আন্দোলন চালাচ্ছেন।

  • Dec 30, 2024 17:09 IST
    West Bengal News Live: আনসারুল্লা বাংলার জঙ্গি শাব সেখের ভাই গ্রেফতার মুর্শিদাবাদ থেকে

    অসম পুলিশ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশি জঙ্গিগোষ্ঠী আনসারুল্লার সদস্য শাব শেখের পিসতুতো ভাইকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। রবিবার রাতে মুর্শিদাবাদের নওদা থেকে সাজিবুল ইসলাম নামে ওই যুবককে গ্রেফতার করেছে এসটিএফ। সূত্রের খবর, এরাজ্যের এসটিএফের সঙ্গে অসম পুলিশের এসটিএফ যৌথ ভাবে অভিযান চালায়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে মুর্শিদাবাদ এবং নদিয়ার জঙ্গি মডিউল সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।



  • Dec 30, 2024 16:54 IST
    West Bengal News Live: বদলে যাচ্ছে স্টার থিয়েটারের নাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    নতুন বছরেই বদলে যাচ্ছে উত্তর কলকাতার বিখ্যাত স্টার থিয়েটারের নাম।  সোমবার সন্দেশখালির সভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নটী বিনোদিনীর নামে এই প্রেক্ষাগৃহের নামকরণ হবে। ১৪১ বছর পর নটী বিনোদিনীর নাম স্টারের সঙ্গে জুড়ছে। 



  • Advertisment
  • Dec 30, 2024 14:07 IST
    West Bengal News Live: দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না: মমতা

    সোমবার সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। সবাই ভালো থাকবেন, মিলেমিশে থাকবেন। কোনও মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল.. সেটা যাবেন না। সরকার দুয়ারে সরকার করবে। আপনার দরজায় আসবে। কেউ যদি ভুল বোঝায়, যদি মিথ্যে কথা বলে... আমি এখানে জানি অনেক টাকার খেলা হয়েছে। সবটাই ভাঁওতা। মিথ্যা বেশি দিন চলে না। যা এখানে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। আমি মনে রাখতে চাই সন্দেশখালির ছেলেমেয়েরা ভারতবর্ষে এক নম্বর হোক। তাঁরা সারা বিশ্ব জয় করুক।"



  • Dec 30, 2024 14:05 IST
    West Bengal News Live: সরকারি প্রকল্পে টাকা লাগে না: মমতা

    সন্দেশখালির মিশন মাঠের সভায় মুখ্যমন্ত্রী এদিন বলেন, "২৬ জানুয়ারি দুর্গম এলাকায় ফের দুয়ারে সরকার হবে। সন্দেশখালি গ্রামীণ হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ করা হবে। কুৎসা, অপপ্রচারে বিশ্বাস করবেন না। সরকারি প্রকল্পে টাকা লাগে না, কেউ চাইলে দেবেন না। জাতি শংসাপত্র প্রকৃত অর্থে যাদের সত্যি দরকার তারাই পাবেন। আপনার টাকা আপনার অধিকার, কাউকে টাকা দেবেন না এটা মাথায় রাখবেন। আমাদের প্রকল্পে টাকা লাগে না, কেউ চাইলে দেবেন না।"



  • Dec 30, 2024 14:02 IST
    West Bengal News Live: সন্দেশখালিতে নতুন সেতু

    সন্দেশখালিতে নতুন সেতু তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালির মিশন মাঠের সরকারি সভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, "আগামী দিনে এখানে একটা নতুন জেলা নতুন সাব ডিভিশন হবে। ১২৩ কোটি খরচ করে ৬৬ প্রকল্পের সূচনা হল। ২০ হাজার মানুষের কাছে পৌঁছোবে সরকারি পরিষেবা।"



  • Dec 30, 2024 13:49 IST
    West Bengal News Live:সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার: মুখ্যমন্ত্রী

    "যতদিন বাঁচবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন মা-বোনেরা। মায়েদের জীবন যন্ত্রণা থেকে মুক্তি দেয় লক্ষ্মীর ভাণ্ডার।" সন্দেশখালিতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 



  • Dec 30, 2024 12:51 IST
    West Bengal News Live:৩১ ডিসেম্বর ফাটাফাটি পরিষেবা কলকাতা মেট্রোর

    উৎসবের দিনগুলিতে বরাবরই যাত্রীদের বিপুল চাপ সামলাতে অতিরিক্ত পরিষেবা দিয়ে থাকে কলকাতা মেট্রো রেলওয়ে (Kolkata Metrorail) কর্তৃপক্ষ। এবার বর্ষবরণের রাতেও যাত্রীদের সুবিধার্থে বাম্পার সার্ভিস দেওয়ার কথা জানিয়েছে মেট্রোরেল। যাত্রীদের চাপ সামলাতে আগামী মঙ্গলবার অর্থাৎ ৩১ ডিসেম্বর মেট্রোর ব্লু লাইনে চলবে অতিরিক্ত ট্রেন।

    বিস্তারিত পড়ুন- Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে বাম্পার সার্ভিস! ৩১ ডিসেম্বর ফাটাফাটি পরিষেবা কলকাতা মেট্রোর



  • Dec 30, 2024 12:21 IST
    West Bengal News Live:নন্দীগ্রামে বোমা উদ্ধার

    নন্দীগ্রামে বিজেপি নেত্রীর বাড়ি লাগোয়া রাস্তার ধারে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। তমলুক সাংগঠনিক জেলা কমিটির মহিলা মোর্চার নেত্রী মামণি জানার বাড়ির সামনে রাস্তার ধারে সকালে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মামণি জানার অভিযোগ, গত ৮ ডিসেম্বর নন্দীগ্রামের কাঞ্চননগরে সমবায় ভোটের দিন বোমাবাজিতে তিনি আহত হয়েছিলেন। সেই বিষয়ে তিনি তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। সেই মামলা তুলে নেওয়ার জন্য এভাবে বোমা রেখে ভয় দেখাচ্ছে শাসকদল। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।



  • Dec 30, 2024 12:16 IST
    West Bengal News Live: গুরুতর অসুস্থ চিন্ময়কৃষ্ণ দাস

    এবার বাংলাদেশের জেলে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস (Chinmoykrishna Das)। এমনই খবর একাধিক সংবাদমাধ্যম সূত্রে। ইসকনের এই সন্ন্যাসীর অসুস্থতা ঘিরে ঘোর উদ্বেগে গোটা বাংলাদেশের সনাতনী সমাজ। উদ্বেগের ছায়া এপার বাংলাতেও। গত দেড় মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের জেলে বন্দি রয়েছেন চিন্ময়কৃষ্ণ দাস। রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাঁকে গ্রেফতার করেছে মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) সরকার।

    বিস্তারিত পড়ুন- Chinmoykrishna Das: বাংলাদেশের জেলে হঠাৎ গুরুতর অসুস্থ চিন্ময়কৃষ্ণ দাস, উদ্বেগ-উৎকণ্ঠায় শুরু প্রার্থনা



  • Dec 30, 2024 11:38 IST
    West Bengal News Live:হঠাৎ অজ্ঞান কাকু

    হঠাৎ অসুস্থ 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। সোমবার সকালে হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। প্রেসিডেন্সি জেল থেকে তৎক্ষণাৎ তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন 'কালীঘাটের কাকু'। এদিকে আজই আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি রয়েছে।



  • Dec 30, 2024 09:50 IST
    West Bengal News Live:বর্ষবরণে মহিষাদল রাজবাড়িতে রাজকীয় আয়োজন

    বর্ষবিদায় ও বর্ষবরণের মাহেন্দ্রক্ষণের স্বাক্ষী হতে সবারই মন চায়। সেই মাহেন্দ্রক্ষণ যদি কোনও রাজবাড়িতে হয় তাহলে তো সোনায় সোহাগা! এমনই অভূতপূর্ব আয়োজন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজবাড়িতে। রাজবাড়ির "ফুলবাগ প্যালেসে" জমকালো কায়দায় বর্ষবরণের উৎসবের আয়োজন করা হয়েছে। মহিষাদল রাজ পরিবারের তরফে ৩১ ডিসেম্বর নজরকাড়া বর্ষবরণ  উৎসবের আয়োজন।

    বিস্তারিত পড়ুন- Mahishadal Rajbari: বর্ষবরণে মহিষাদল রাজবাড়িতে রাজকীয় আয়োজন, অভূতপূর্ব মুহূর্তের স্বাক্ষী থাকতে চান?



  • Dec 30, 2024 09:14 IST
    West Bengal News Live: বছর শেষে শীতের জোরোলা কামব্যাকের ইঙ্গিত!

    বছর শেষের এই পর্বে এবার শীতের কামব্যাকের জোরালো সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে এবার ফের একবার নামতে শুরু করবে পারদ। আগামী কয়েকদিনের মধ্যেই জেলাগুলিতে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পারদ নেমে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে ফের একবার জেলায় জেলায় কুয়াশার দাপট দেখা যেতে পারে বলেও জানা গিয়েছে। 

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather:বছর শেষে শীতের জোরোলা কামব্যাকের ইঙ্গিত! একধাক্কায় কোথায় নামতে পারে পারদ?



  • Dec 30, 2024 08:47 IST
    West Bengal News Live: ত্রাতার ভূমিকায় থানার আইসি

    ক্যানিংয়ের হাট পুকুরিয়া গ্রামের রণজিৎ সর্দারের স্ত্রী গতকাল রাতে প্রসব যন্ত্রণা নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি হন। সন্তান প্রসবের পর শারীরিক সমস্যা হওয়ায় চিকিৎসক কিছু জরুরি ওষুধ কিনতে বলেন। ক্যানিংয়ের বিভিন্ন জায়গায় ওষুধ খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। না মেলায় ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ অনেক চেষ্টা করে ওষুধ জোগাড় করে পরিবারের হাতে তপুলে দেন। 



  • Dec 30, 2024 08:45 IST
    West Bengal News Live: আজ সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী

    আজ সন্দেশখালিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশনের মাঠে আজ প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দ্বীপাঞ্চল সফর ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী পরিষেবা প্রদান করা ছাড়াও সন্দেশখালি সহ বসিরহাট মহকুমায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এখনও পর্যন্ত জানা গিয়েছে হেলিকপ্টারে যাবেন মুখ্যমন্ত্রী।



Bangla News news of west bengal news in west bengal CM Mamata banerjee West Bengal News Bangladesh Crisis Sandeshkhali Bengali News Today
Advertisment