Advertisment

Mahishadal Rajbari: বর্ষবরণে মহিষাদল রাজবাড়িতে রাজকীয় আয়োজন, অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী থাকতে চান?

New Year celebration at Mahishadal Rajbari: বর্ষবরণের অভূতপূর্ব উৎসবের আয়োজন মহিষাদল রাজবাড়িতে। এবছর দ্বিতীয় বছরে পড়েছে এই অনুষ্ঠান।

author-image
Debanjana Maity
আপডেট করা হয়েছে
New Update
New Year celebration at Mahishadal Rajbari,Mahishadal Rajbari,purba mdinipur,Happy New year 2025,মহিষাদল রাজবাড়িতে বর্ষবরণের উৎসব,মহিষাদল রাজবাড়ি

Mahishadal Rajbari: মহিষাদল রাজবাড়ি।

New Year celebration at Mahishadal Rajbari: বর্ষবিদায় ও বর্ষবরণের মাহেন্দ্রক্ষণের স্বাক্ষী হতে সবারই মন চায়। সেই মাহেন্দ্রক্ষণ যদি কোনও রাজবাড়িতে হয় তাহলে তো সোনায় সোহাগা! এমনই অভূতপূর্ব আয়োজন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজবাড়িতে। রাজবাড়ির "ফুলবাগ প্যালেসে" জমকালো কায়দায় বর্ষবরণের উৎসবের আয়োজন করা হয়েছে। মহিষাদল রাজ পরিবারের তরফে ৩১ ডিসেম্বর নজরকাড়া বর্ষবরণ  উৎসবের আয়োজন।

Advertisment

আগামিকাল অর্থাৎ ৩১ ডিসেম্বের সন্ধে ৬টা থেকে গভীর রাত পর্যন্ত থাকছে নাচ-গান সহযোগে সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ-গানের সঙ্গেই পাওনা রাজার হালে রাজকীয় খাবার। লাইভ খাবারের তালিকায় থাকছে ৭ ধরনের আনলিমিটেড লোভনীয় খাবার। এরই পাশাপাশি রাতের খাবারে বাসন্তী পোলাও, বেবি নান, গন্ধরাজ চিকেন, মটন কষা থেকে নলেন গুড়ের রসগোল্লা-সহ একাধিক বাঙালি ও চাইনিজ খাবারের ব্যবস্থাও থাকবে।

তবে এর জন্য অবশ্য গ্যাঁটের কড়ি খসাতে হবে। আনলিমিটেড লাইভ চা, কফি, মকটেল, মাসরুম পকোড়া, চিকেন পকোড়া, আইসক্রিম খানাপিনা ও আনন্দোৎসবের অংশীদার হতে গেলে মাথা পিছু দিতে হবে মাত্র ৪৯৯ টাকা। ডিনারে নিজের পছন্দের খাবার অর্ডার করে খেতে হবে।

আরও পড়ুন- West Bengal News Live:বছর শেষে আজ সন্দেশখালিতে মমতা, কড়া নিরাপত্তার ঘেরাটোপে দ্বীপাঞ্চল

Advertisment

আরও পড়ুন- West Bengal Weather:বছর শেষে শীতের জোরোলা কামব্যাকের ইঙ্গিত! একধাক্কায় কোথায় নামতে পারে পারদ?

রাজবাড়িতে রাতে থাকতে গেলে দিতে হবে আলাদা টাকা। মহিষাদল রাজ পরিবারের বর্তমান সদস্য সৌর্য্যপ্রসাদ গর্গ জানান, রাজ্যের পর্যটন মানচিত্রে মহিষাদল রাজবাড়ি একটি বিশেষ স্থান করে নিয়েছে। দেশ-বিদেশের বহু পর্যটক এখানে আসেন। পর্যটকদের বর্ষ বিদায় ও বর্ষ বরণের আনন্দ দিতে বিশেষ আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন- West Bengal News Updates : শেষ হল 'বাঘ-বন্দী' খেলা, জালে জিনাত, হাঁফ ছাড়ল বন কর্মীরা, শুভেচ্ছা মমতার

রাজবাড়িতে এই বর্ণাঢ্য আয়োজনের দায়িত্বে থাকা দ্বিগবিজয়ী পাল (ওম) জানান, পর্যটকরা যাতে আনন্দ উপভোগ করতে পারেন তার জন্য বাঙালি ও চাইনিজ সব ধরনের খাবারের আয়োজন থাকছে। রঙিন আলোয় সাজিয়ে তোলা হবে রাজবাড়ি চত্বর। একইসঙ্গে চলবে লাইভ প্রোগ্রামের তাকলাগানে বন্দোবস্ত। ইংরেজি বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে স্থানীয় মানুষ, আগত পর্যটকদের আনন্দ দিতে গত বছর থেকে এই ধরনের আয়োজন করা হচ্ছে। তাঁদের এই উদ্যোগ এবছর দ্বিতীয় বর্ষে পড়ছে।

আরও পড়ুন- West Bengal News Highlights : বছর শেষে বাম্পার সুখবর! এক ধাক্কায় কলকাতায় সোনার দাম বেশ খানিকটা কমল

ভাবছেন কীভাবে রাজকীয় আয়োজনে নিজেদের সামিল করবেন? তার জন্য যোগাযোগ করতে হবে ৯৬৩৫২৩৩০০৩ অথবা ৮৫১৪৯৫৮৩৭৬ নম্বরে। মহিষাদল রাজবাড়ি আয়োজিত বর্ষবিদায় ও বর্ষবরণের অনুষ্ঠানে যোগদান করতে হলে আপনাকে রাজ্য সড়ক হোক বা জাতীয় সড়ক ধরে আসতে হবে মহিষাদল সিনেমামোড়ে। সেখান থেকে কলেজ রোড ধরে পায়ে হেঁটে ৫ মিনিট।

New Year Eve happy new year New Year Festive Bengali New Year Mahishadal Rajbari
Advertisment