/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/Metro.jpg)
Kolkata Metro: প্রতীকী ছবি।
Metro Railway Kolkata: মেট্রোরেলের যাত্রীদের জন্য সুখবর। কবি সুভাষ-রুবি রুটে মেট্রো (Metro) পরিষেবায় বড়সড় বদল এনেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। পরিষেবার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনের সময়সূচিও বদল হচ্ছে। মেট্রোরেলের তরফে রীতিমতো বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে সপ্তাহে ৫ দিন নয় সপ্তাহে ৬ দিন মেট্রোরেলের অরেঞ্জ লাইনে পরিষেবা মিলবে।
মেট্রোরেলের তরফে দেওয়া বিবৃতি :
মেট্রোরেলের যাত্রীদের জন্য সুখবর। অরেঞ্জ লাইনে কবি সুভাষ (Kavi Subhash) ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের মধ্যে পরিষেবার সংখ্যা ও পরিষেবার সময় দু'টোই বাড়তে চলেছে আগামী ০৫/০৮/২০২৪ (সোমবার) তারিখ থেকে। এখন দিনে ৪৮টি মেট্রো এই লাইনে চলে। ওই দিন থেকে মোট ৭৪ টি মেট্রো (৩৭ আপ ও ৩৭ ডাউন) এই লাইনে চালানো হবে। মেট্রো পরিষেবাগুলি পাওয়া যাবে ২০ মিনিট অন্তর। এমনকী শনিবারেও এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
প্রথম মেট্রো পরিষেবা কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু হবে সকাল ৯ টার বদলে সকাল ৮ টায়। আর দিনের শেষ মেট্রো পরিষেবা এই দুই স্টেশন থেকে পাওয়া যাবে বিকেল ৪:৪০-এর বদলে রাত ৮ টায়। তবে রবিবার দিন কোনও মেট্রো এই রুটে চলবে না।
আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীরা এখবর এখনই জেনে নিন! নয়তো ১ অগাস্ট থেকেই ঘোর সমস্যায় পড়তে পারেন!
প্রথম পরিষেবা
কবি সুভাষ থেকে: সকাল ৯ টার পরিবর্তে সকাল ৮ টায়।
হেমন্ত মুখোপাধ্যায় থেকে: সকাল ৯ টার পরিবর্তে সকাল ৮ টায়।
আরও পড়ুন- Eastern Rail: মানব-স্বার্থে যুগান্তকারী কীর্তির অনন্য নজির রেলের! তাকলাগানো উদ্যোগের ভূয়সী প্রশংসা
শেষ পরিষেবা
কবি সুভাষ থেকে: বিকেল ৪:৪০-এর পরিবর্তে রাত ৮ টায়।
হেমন্ত মুখোপাধ্যায় থেকে: বিকেল-৪:৪০ এর পরিবর্তে রাত ৮ টায়।
কলকাতা মেট্রো (Kolkata Metro) অরেঞ্জ লাইনে (Orange Line) কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হলেও তার সময় নিয়ে কিছুটা ক্ষোভ ছিল যাত্রীদের মধ্যে। সোম থেকে শুক্রবার পর্যন্ত এই লাইনে মেট্রো পরিষেবা মিলতো। তবে আগামী ৫ আগস্ট থেকে এই রুটে শনিবারও মেট্রো মিলবে। একই সঙ্গে প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়েও বদল আনা হচ্ছে।