/indian-express-bangla/media/media_files/2025/08/16/8th-pay-commission-latest-news-2025-08-16-14-48-10.jpg)
উৎকন্ঠায় লক্ষ লক্ষ সরকারি কর্মচারি
8th Pay Commission News: অষ্টম বেতন কমিশন নিয়ে ধীরে ধীরে উদ্বেগ বাড়ছে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে। ২০২৫ সালের জানুয়ারিতে মোদী সরকার অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করলেও সাত মাস পার হয়ে গেলেও এখনও সদস্যদের নাম ঘোষণা করা হয়নি। এর ফলে কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে, কবে কার্যকর হবে এই কমিশন তা নিয়ে উঠছে প্রশ্ন।
আরজি করের নির্যাতিতার বাবা-মায়ের আবেদনে সাড়া রাষ্ট্রপতির, মুখ্যসচিবকে চিঠি দ্রৌপদী মুর্মুর
সরকার জানিয়েছে, বেতন সংশোধনের এই প্রক্রিয়ার আগে বিভিন্ন মন্ত্রক, রাজ্য এবং কর্মচারী সংগঠনসহ স্টেকহোল্ডারদের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে। শর্তাবলী (TOR) চূড়ান্ত হলেই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। কিন্তু বাস্তবে বিলম্ব বাড়ায় সরকারি কর্মচারী ইউনিয়নগুলির তরফে ইতিমধ্যেই কেন্দ্রকে চিঠি পাঠানো হয়েছে, যাতে অষ্টম বেতন কমিশনের অগ্রগতি সম্পর্কে স্বচ্ছতা আনার দাবি জানানো হয়েছে।
তথ্য বলছে, সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রেও দীর্ঘ সময় লেগেছিল। সপ্তম পে কমিশন ঘোষণা হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০১৩-তে, টিওআর প্রকাশিত হয় ২৮ ফেব্রুয়ারি ২০১৪-তে, আর সদস্য নিয়োগ করা হয় ৪ মার্চ ২০১৪-তে। প্রতিবেদন জমা পড়ে ১৯ নভেম্বর ২০১৫-তে এবং চূড়ান্ত বাস্তবায়ন হয় ২৯ জুন ২০১৬-তে। সব মিলিয়ে প্রায় ৪৪ মাস সময় লেগেছিল পুরো প্রক্রিয়ায়।
তাই সপ্তম বেতন কমিশনের অভিজ্ঞতা অনুযায়ী অনুমান করা হচ্ছে, অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রেও অন্তত তিন বছরের বেশি সময় লাগতে পারে। সেই হিসেবে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য অপেক্ষা করতে হতে পারে ২০২৭ সালের শেষ নাগাদ বা ২০২৮ সালের শুরুর দিক পর্যন্ত।