Kolkata metro:দুর্গাপুজোর শুরুতেই নতুন ইতিহাস গড়ল কলকাতা মেট্রো! জানলে চমকে যাবেন!

Metro Railway, Kolkata: পাতালপথে নয়া রেকর্ড কলকাতা মেট্রোরেলের। দুর্গাপুজোয় ঠাকুর দেখায় এবারও সেরার সেরা মাধ্যম কলকাতা মেট্রো।

Metro Railway, Kolkata: পাতালপথে নয়া রেকর্ড কলকাতা মেট্রোরেলের। দুর্গাপুজোয় ঠাকুর দেখায় এবারও সেরার সেরা মাধ্যম কলকাতা মেট্রো।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Metro 50 lakh commuters first week September  ,Metro ridership first week September Kolkata,September 2025 Kolkata Metro passengers  ,average daily metro commuters Kolkata,  metro ridership surge Kolkata pre-Puja,কলকাতা মেট্রো ৫০ লাখ যাত্রী সেপ্টেম্বর প্রথম সপ্তাহ,  সেপ্টেম্বর ২০২৫ কলকাতা মেট্রো যাত্রী সংখ্যা,  মেট্রো যাত্রীদের দৈনিক গড় সংখ্যা  ,দুর্গাপূজার আগের মেট্রো ভিড়  ,কলকাতা মেট্রো রেকর্ড যাত্রী

Kolkata Metro: কলকাতা মেট্রো।

শারদোৎসব শুরু পুরোদমে। কলকাতা শহরে ঠাকুর দেখায় এবারও হট ফেভারিট পাতালপথ! কলকাতা মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, তৃতীয়ায় একদিনে ৯.৩৩ লক্ষ যাত্রী মেট্রোয় ভ্রমণ করেছেন, যা গত বছরের চেয়ে ৫.৪০ লক্ষ যাত্রীর তুলনায় প্রায় দ্বিগুণ।

Advertisment

বিশ্লেষণ করলে দেখা যায়, নীল (Blue) লাইনে তৃতীয়ায় ৬.৭৭ লক্ষ যাত্রী ভ্রমণ করেছেন, এবং সবুজ (Green) লাইনে যাত্রী সংখ্যা ছিল ২.৩২ লক্ষ। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, তৃতীয়াজুড়ে ব্লু লাইনে অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়সূচী অনুযায়ী চলেছে। অন্যান্য রুট — যেমন ইয়েলো, গ্রিন, অরেঞ্জ ও পার্পল — প্রায় সুষ্ঠু ভাবে সেবা দিয়েছে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: তোলপাড় ফেললেন BJP নেতা সজল ঘোষ! সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো বন্ধের বিরাট ষড়যন্ত্রের অভিযোগ

Advertisment

বর্তমানে, কাউন্টারে সম দীর্ঘ লাইনের ভিড়ে যাত্রীদের সুযোগ দেওয়া হচ্ছে স্মার্ট কার্ড ও মোবাইল কিউআর টিকিটের মাধ্যমে ডিজিটালি টিকিট করার। এই ধরণের বুকিং বা রিচার্জে ৫% বোনাস / রিবেট সুবিধা দেওয়া হচ্ছে।

 এছাড়া, স্মার্ট কার্ডের দামও কমানো হয়েছে।বিক্রির ক্ষেত্রে তা ব্যাপক সাড়া ফেলেছে — বিভিন্ন স্টেশনেও মানুষ লাইনে দাঁড়িয়ে স্মার্ট কার্ড কিনছেন।

আরও পড়ুন-Kolkata Weather Report:পুজোর বাঁধভাঙা উচ্ছ্বাসে জল ঢালতে তৈরি অসুররূপী বৃষ্টি? পঞ্চমী to দশমী, জানুন টাটকা ওয়েদার আপডেট!

যাত্রীদের সুবিধার্থে ‘AAMAR KOLKATA METRO’ অ্যাপের মাধ্যমে যে কোনও সময় টিকিট বুক করা বা স্মার্ট কার্ড রিচার্জ করার অনুরোধ করা হচ্ছে। পর্যটক ও দর্শনার্থীদের জন্য বিশেষভাবে ট্যুরিস্ট স্মার্ট কার্ড চালু আছে —৩ দিনের সীমাহীন ভ্রমণ — ২৫০ টাকা, ৫ দিনের সীমাহীন ভ্রমণ — ৫৫০ টাকা। এই কার্ডগুলি এখন প্রতিটি মেট্রো স্টেশনের বুকিং কাউন্টারে পাওয়া যাচ্ছে।

Bengali News Today Durga Puja 2025 kolkata metro