/indian-express-bangla/media/media_files/2025/09/08/metro-2025-09-08-09-52-53.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রো।
শারদোৎসব শুরু পুরোদমে। কলকাতা শহরে ঠাকুর দেখায় এবারও হট ফেভারিট পাতালপথ! কলকাতা মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, তৃতীয়ায় একদিনে ৯.৩৩ লক্ষ যাত্রী মেট্রোয় ভ্রমণ করেছেন, যা গত বছরের চেয়ে ৫.৪০ লক্ষ যাত্রীর তুলনায় প্রায় দ্বিগুণ।
বিশ্লেষণ করলে দেখা যায়, নীল (Blue) লাইনে তৃতীয়ায় ৬.৭৭ লক্ষ যাত্রী ভ্রমণ করেছেন, এবং সবুজ (Green) লাইনে যাত্রী সংখ্যা ছিল ২.৩২ লক্ষ। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, তৃতীয়াজুড়ে ব্লু লাইনে অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়সূচী অনুযায়ী চলেছে। অন্যান্য রুট — যেমন ইয়েলো, গ্রিন, অরেঞ্জ ও পার্পল — প্রায় সুষ্ঠু ভাবে সেবা দিয়েছে।
বর্তমানে, কাউন্টারে সম দীর্ঘ লাইনের ভিড়ে যাত্রীদের সুযোগ দেওয়া হচ্ছে স্মার্ট কার্ড ও মোবাইল কিউআর টিকিটের মাধ্যমে ডিজিটালি টিকিট করার। এই ধরণের বুকিং বা রিচার্জে ৫% বোনাস / রিবেট সুবিধা দেওয়া হচ্ছে।
এছাড়া, স্মার্ট কার্ডের দামও কমানো হয়েছে।বিক্রির ক্ষেত্রে তা ব্যাপক সাড়া ফেলেছে — বিভিন্ন স্টেশনেও মানুষ লাইনে দাঁড়িয়ে স্মার্ট কার্ড কিনছেন।
যাত্রীদের সুবিধার্থে ‘AAMAR KOLKATA METRO’ অ্যাপের মাধ্যমে যে কোনও সময় টিকিট বুক করা বা স্মার্ট কার্ড রিচার্জ করার অনুরোধ করা হচ্ছে। পর্যটক ও দর্শনার্থীদের জন্য বিশেষভাবে ট্যুরিস্ট স্মার্ট কার্ড চালু আছে —৩ দিনের সীমাহীন ভ্রমণ — ২৫০ টাকা, ৫ দিনের সীমাহীন ভ্রমণ — ৫৫০ টাকা। এই কার্ডগুলি এখন প্রতিটি মেট্রো স্টেশনের বুকিং কাউন্টারে পাওয়া যাচ্ছে।