West Bengal News Updates: ভিড়ের চাপে মর্মান্তিক দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, আহত কমপক্ষে ৩০

West Bengal News Updates 27 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 27 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
1758986095_new-project-20

West Bengal News: পড়ুন টাটকা খবরের গুরুত্বপূর্ণ আপডেট

Kolkata News Updates: তামিলনাড়ুর কারুরে (Karur) অভিনেতা ও টিভিকে (TVK) প্রধান বিজয়ের জনসভায় ভয়াবহ দুর্ঘটনা। শনিবার বিকেলে বিপুল জনসমাগমে হুড়োহুড়ি ও অতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। ঘটনায় প্রায় ৩০ জন অজ্ঞান হয়ে পড়েন এবং দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেকের অবস্থা আশঙ্কাজনক।

Advertisment

 সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে পুলিশি অসহযোগিতার বিরাট অভিযোগ বিজেপি নেতা সজল ঘোষের। তিনি এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, "আমাদের থিম যেহেতু অপেরেশন সিন্দুর, আমাদের থিম অনেকের সহ্য হয়নি। কাল থেকে আমরা চক্রান্তের গন্ধ পাচ্ছি। মাঠের ভিতর রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আমরা সেগুলি সরিয়ে দিই। যারা এর প্রজোকেশন দেখাচ্ছে তাদের পুলিশ লাইসেন্স, জিএসটি দেখতে চাইছে। আমরা সরকার, কোর্টের সকল নির্দেশ মেনে পুজো করছি। ৯০ বছরের পুজো। এবারের থিম অনেকের সহ্য হয়নি। পুলিশের সঙ্গে ঝগড়া করে পুজো সম্ভব নয়। পুলিশ এই পুজো বন্ধ করার সকল প্রচেষ্টা করছে। পুলিশ চিঠি দিলে পুজো বন্ধ করে দেবো। পুলিশ বলেছে অডিও-ভিজ্যুয়াল চালানো যাবে না। ৪০ ফুটের রাস্তার বন্ধ করে ৪-৫ ফুটের রাস্তা দিয়ে মানুষকে প্রবেশ করানো হচ্ছে", অভিযোগ বিজেপি নেতা সজল ঘোষের।

জমা জলে আতঙ্ক! ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা শহরে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩। বেহালার সুরশুনায় ক্ষুদিরামপল্লী এলাকায় নিজের দোকান খুলতে এসে জমা জলে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। অপর দিকে সোনারপুরে দুর্গাপুজোর মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। জানা গিয়েছে মৃত যুবকের নাম বিশ্বজিৎ সাহা। তিনি ওই পুজো কমিটির সদস্য ছিলেন বলেই খবর। মন্ডপে স্ট্যান্ড ফ্যান না চলায় তিনি তা দেখতে যান, তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। ভাষ পার্ক থার্ড লেনের শান্তি সঙ্ঘ ক্লাবে এই ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।  

Advertisment

চতুর্থীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের, আহত আরও তিন। চন্দননগরের রেলওভারব্রিজ থেকে নিচে নামার সময় নিয়ন্ত্রণ হারায় চার চাকার গাড়ি। সেটি সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা দেওয়ালে। গাড়িতে থাকা ৬ জনের মধ্যে দু'জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় আরও একজনের। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দু'জন ভর্তি চন্দননগর হাসপাতালে। দুর্গা ঠাকুর আনতে গিয়েছিলেন পোলবার শংকরবাটি বারোয়ারি পুজো কমিটির এই সদস্যরা। ঠাকুর অন্য একটি গাড়িতে তুলে চারজন এই গাড়িতে ফিরছিলেন। 

আরও পড়ুন- Kolkata metro:দুর্গাপুজোর শুরুতেই নতুন ইতিহাস গড়ল কলকাতা মেট্রো! জানলে চমকে যাবেন!

এবার কলকাতার বিখ্যাত সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো নিয়ে বিরাট ষড়যন্ত্রের অভিযোগ BJP নেতা সজল ঘোষের। সোশ্যাল মিডিয়ায় গতকাল সজল ঘোষ লিখেছেন, "পুজো বন্ধ করার প্ল্যান চূড়ান্ত। জনমতই একমাত্র পথ।" BJP-র জনপ্রিয় নেতা আরও লিখেছেন, "যত্র তত্র পুলিশ ব্যারিকেড করে দিয়েছে,মানুষ যেন মণ্ডপে পৌঁছোতে না পারেন, মানুষ শিয়ালদহ স্টেশন অবধি যেতে পারছেন না, অলি গলিতে সর্বত্র ব্যারিকেড, এই পুলিশি জুলুমের মুখে কতক্ষণ পূজো চালাতে পারব জানি নাl আরও কিছু পুলিশি নোটিশ আসার অপেক্ষায় আছি l 
পাশে থাকুন l"

আরও পড়ুন- Kolkata Weather Report:পুজোর বাঁধভাঙা উচ্ছ্বাসে জল ঢালতে তৈরি অসুররূপী বৃষ্টি? পঞ্চমী to দশমী, জানুন টাটকা ওয়েদার আপডেট!

এদিকে, বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চল আরও ঘনীভূত হয়ে আজই নিম্নচাপে পরিণত হচ্ছে। পশ্চিমবঙ্গের উপকূলের জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের পাশাপাশি আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও। বাদ যাবে না কলকাতাও। আজ তিলোত্তমা মহানগরীতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

আরও পড়ুন- Kolkata Metro:কলকাতা মেট্রোয় নিয়ম বদলাতেই অভাবনীয় সাড়া! একগুচ্ছ সুবিধায় আপ্লুত যাত্রীরা

  • Sep 27, 2025 19:52 IST

    Kolkata News Live Updates: রাজপথে জনজোয়ার

    শহর থেকে শহরতলী পঞ্চমীর সন্ধ্যায় রাজপথে জনজোয়ার। মন্ডপে মন্ডপে উপচে পড়ছে ভিড়। বৃষ্টির ভ্রূকুটি উপেক্ষা করেই উৎসবের আনন্দে মেতে উঠেছেন সাত থেকে সাতাশি। 



  • Sep 27, 2025 11:36 IST

    Kolkata News Live Updates: দুর্গাপুজোর পরেই বিরাট নিয়োগ!

    পুজো মিটলেই এবার ১৩ হাজার ৪২১টি প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার শূন্যপদে চাকরির ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই ১৩,৪২১টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সব প্রাথমিক টেট উত্তীর্ণরাই এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

    বিস্তারিত পড়ুন- Recruitment:দুর্গাপুজোর পরেই বিরাট নিয়োগ! হাজার-হাজার শূন্যপদে চাকরির বড় ঘোষণা



  • Sep 27, 2025 10:24 IST

    Kolkata News Live Updates: কলকাতা মেট্রোয় নিয়ম বদলাতেই অভাবনীয় সাড়া!

    মেট্রো কর্তৃপক্ষের স্মার্ট কার্ড সংক্রান্ত ব্যবসায়িক নীতি পরিবর্তনের প্রথম দিনেই অপেক্ষাকৃত অভাবনীয় বিক্রির তথ্য প্রকাশ্যে এসেছে। ২৫ সেপ্টেম্বর ২০২৫ — নতুন নির্দেশিকা কার্যকর হতেই ৪৪০৯টি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে। এটি তার আগের দিনের ২৪ সেপ্টেম্বরের বিক্রির ২৮১৩টি কার্ডের তুলনায় ৫৬%–র বেশি।

    বিস্তারিত পড়ুন- Kolkata Metro:কলকাতা মেট্রোয় নিয়ম বদলাতেই অভাবনীয় সাড়া! একগুচ্ছ সুবিধায় আপ্লুত যাত্রীরা



  • Sep 27, 2025 10:23 IST

    Kolkata News Live Updates: মণ্ডপে-মণ্ডপে বাড়ছে ভিড়

    মহাচতুর্থীর সন্ধেয় উত্তর ২৪ পরগনার বারাসতে মৈত্রী সংঘের দুর্গাপুজোয় উপচে পড়া ভিড়। এবারের থিম দিল্লির অক্ষরধাম মন্দির। কৃষ্ণনগর থেকে আনা অপরূপ মাতৃ প্রতিমা নজড় কেড়েছে দর্শনার্থীদের। মৈত্রী সংঘের এবারের পুজো পা দিয়েছে ৫৫ বছরে। 



  • Sep 27, 2025 09:48 IST

    Kolkata News Live Updates: পঞ্চমী to দশমী, জানুন টাটকা ওয়েদার আপডেট!

    শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। গতকাল চতুর্থীর সন্ধ্যায় কলকাতায় যেন অষ্টমীর জনস্রোত দেখা গিয়েছে। পূজা মণ্ডপ গুলিতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে আজ পঞ্চমীতে আবারও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বঙ্গোপসাগরে দানা বেঁধেছে নিম্নচাপ। আজ পঞ্চমী, কাল ষষ্ঠী থেকেই পুরোদমে শুরু পুজো। পুজোর দিনগুলির অফুরান উচ্ছ্বাস ভেস্তে দেবে অসুররূপী বৃষ্টি? দশমী পর্যন্ত রাজ্যের আবহাওয়া কেমন থাকবে? রইল আজকের বিশেষ ওয়েদার আপডেট।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Report:পুজোর বাঁধভাঙা উচ্ছ্বাসে জল ঢালতে তৈরি অসুররূপী বৃষ্টি? পঞ্চমী to দশমী, জানুন টাটকা ওয়েদার আপডেট!



  • Sep 27, 2025 09:44 IST

    Kolkata News Live Updates: নতুন ইতিহাস গড়ল কলকাতা মেট্রো!

    শারদোৎসব শুরু পুরোদমে। কলকাতা শহরে ঠাকুর দেখায় এবারও হট ফেভারিট পাতালপথ! কলকাতা মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, তৃতীয়ায় একদিনে ৯.৩৩ লক্ষ যাত্রী মেট্রোয় ভ্রমণ করেছেন, যা গত বছরের চেয়ে ৫.৪০ লক্ষ যাত্রীর তুলনায় প্রায় দ্বিগুণ।

    বিস্তারিত পড়ুন- Kolkata metro:দুর্গাপুজোর শুরুতেই নতুন ইতিহাস গড়ল কলকাতা মেট্রো! জানলে চমকে যাবেন!



Durga Puja 2025 rain Bengali News Today