Kolkata Weather Report:পুজোর বাঁধভাঙা উচ্ছ্বাসে জল ঢালতে তৈরি অসুররূপী বৃষ্টি? পঞ্চমী to দশমী, জানুন টাটকা ওয়েদার আপডেট!

West bengal Weather Forecast 27 Sep, 2025: শনিবার পঞ্চমীর সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ।

West bengal Weather Forecast 27 Sep, 2025: শনিবার পঞ্চমীর সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ।

author-image
IE Bangla Web Desk
New Update
temperature,  humidity,  rainfall, rain  cloudy, cloud cover  sunshine, sunny  wind, wind speed  storm, thunderstorm  ,drizzle  ,overcast,  forecast,তাপমাত্রা,  আর্দ্রতা,  বৃষ্টিপাত, বৃষ্টি, মেঘলা,বাতাসের গতি,বজ্র,বৃষ্টি / শিলাবৃষ্টি,  আর্দ্র মেঘ, আবহাওয়ার পূর্বাভাস,weather today kolkata,আজকের কলকাতার আবহাওয়া,today weather,আজকের আবহাওয়া,weather in kolkata,কলকাতার আবহাওয়া,weather forecast kolkata,কলকাতার আবহাওয়ার পূর্বাভাস,weather forecast,আবহাওয়ার পূর্বাভাস,Durga Puja Weather 2025 Weather Update,Kolkata Durga Puja Weather,West Bengal Wetaher Update 27 September 2025,দুর্গাপুজোয় কেমন থাকবে আবহাওয়া

Kolkata Wetaher Forecst: পুজোয় কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস।

শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। গতকাল চতুর্থীর সন্ধ্যায় কলকাতায় যেন অষ্টমীর জনস্রোত দেখা গিয়েছে। পূজা মণ্ডপ গুলিতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে আজ পঞ্চমীতে আবারও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বঙ্গোপসাগরে দানা বেঁধেছে নিম্নচাপ। আজ পঞ্চমী, কাল ষষ্ঠী থেকেই পুরোদমে শুরু পুজো। পুজোর দিনগুলির অফুরান উচ্ছ্বাস ভেস্তে দেবে অসুররূপী বৃষ্টি? দশমী পর্যন্ত রাজ্যের আবহাওয়া কেমন থাকবে? রইল আজকের বিশেষ ওয়েদার আপডেট।

Advertisment

পুজোয় বৃষ্টির পূর্বাভাস :

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর দিনগুলিতে রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে ষষ্ঠী থেকেই। জেলায়-জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একেবারে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুধু দক্ষিণবঙ্গেই নয়, পুজোয় বৃষ্টির দাপট থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ অঞ্চল আরও সুস্পষ্ট হয়েছে এবং তারই জেরে গোটা পুজোটাই ভোগান্তি বাড়াবে বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের ব্যাপক প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের সর্বত্র। শুধু বৃষ্টিপাত নয়, সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো দমকা হাওয়া বইবে জেলায় জেলায়। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির দাপট থাকবে বেশি।

Advertisment

আরও পড়ুন- চতুর্থীতে হাড়হিম কাণ্ড! উদ্ধার মা ছেলের গলাকাটা দেহ, তুমুল চাঞ্চল্যে হুলস্থূল

পঞ্চমীর ওয়েদার আপডেট:

শনিবার মহাপঞ্চমীতে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও আজ শনিবার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে কম-বেশি বৃষ্টি চলবে।

অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলায় আজ পঞ্চমীতে বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন- জেলে থাকলে সরকারের সমস্যা আরও বাড়বে, গ্রেফতার হতেই ভয়ঙ্কর হুঁশিয়ারি সোনম ওয়াংচুকর

ষষ্ঠীর আবহাওয়া:

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার ষষ্ঠীর দিনে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা মতো জেলাগুলিতে বৃষ্টি হবে। এছাড়াও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বৃষ্টির দাপট থাকবে। 

অন্যদিকে ষষ্ঠীতে উত্তরবঙ্গের ক্ষেত্রেও পাহাড়ি জেলা দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি। সেই সঙ্গে দুই দিনাজপুর ও জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টি হবে।

আরও পড়ুন-Bank Holidays: সারা মাসে মাত্র ৯ দিন খোলা থাকবে ব্যাঙ্ক, ফেস্টিভ সিজনে চূড়ান্ত হয়রানি এড়াতে এখনই পড়ুন এই প্রতিবেদন

মহাসপ্তমীর আবহাওয়া: 

সপ্তমীর দিনেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের মতো জেলাগুলি।

অন্যদিকে সপ্তমীর দিন উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

অষ্টমীর আবহাওয়া: 

মহাষ্টমীতেও পিছু ছাড়বে না ঝড়-বৃষ্টি। ওই দিন দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা ছাড়াও মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিমের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার মতো জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হবে। 

আরও পড়ুন-Mysterious death:এযেন বোধনের আগেই বিসর্জন! মা ও তিন মেয়ের এমন মর্মান্তিক পরিণতিতে শোকে পাথর এলাকা

অন্যদিকে মহাষ্টমীতে উত্তরবঙ্গের ক্ষেত্রেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদার মতো জেলাগুলিতে।

মহানবমীর আবহাওয়া: 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার মহানবমীতেও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, ওই দিন জোরালো হাওয়ার দাপট দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

অন্যদিকে নবমীতে উত্তরবঙ্গের ক্ষেত্রেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে একাধিক জেলায়।

দশমীর আবহাওয়া 

মহাদশমীতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ওই দিন শহর কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিমের ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও ওই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

দশমীতে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

rain Durga Puja 2025 Alipore Weather Office Bengal Weather Forecast Kolkata Weather