a dog donates blood to save another dog in kolkata: বেনজির! কুকুরের রক্তে প্রাণ বাঁচল আর এক কুকুরের। শহর কলকাতা সাক্ষী থাকল এক নজিরবিহীন ঘটনার। পশু চিকিৎসায় এমন দারুণ সাফল্যের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বর্তমানে দুটি কুকুরই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।
রক্তের সমস্যাজনিত রোগে ভুগছিল 'লিও' নামে একটি কুকুর। 'ডোবারম্যান' প্রজাতির একটি কুকুর 'লিও'। সত্যজিৎ বিদ্যার্থী নামে এক ব্যক্তির ১০ মাসের এই পুরুষ কুকুরটি বেশ কিছুদিন ধরেই রক্তের সমস্যাজনিত রোগে ভুগছিল। জানা গিয়েছে, সম্প্রতি তার হিমোগ্লোবিন তিনে নেমে গিয়েছিল। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে 'লিও'-কে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল। দ্রুত তাকে রক্ত দেওয়া না হলে তার প্রাণ সংশয়ের আশঙ্কা তৈরি হয়েছিল।
বিষয়টি জানতেই পেরেই নিজের ১০ মাসের পোষ্য 'কোকো'কে হাসপাতালে নিয়ে ছোটেন ঋষিকান্ত দাস নামে এক ব্যক্তি। 'লিও'-র মতো 'কোকো' নামে ওই কুকুরের বয়সও ১০ মাস। 'কোকো' হল একটি গোল্ডেন রিট্রিভার কুকুর। এই মহিলা কুকুর নিজের রক্ত দিয়ে জীবন বাঁচাল 'লিও'র। এক্স হ্যান্ডেলে পশু চিকিৎসায় এমন নজিরবিহীন সাফল্যের কথা পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
আরও পড়ুন- West Bengal News Live:নিয়োগ দুর্নীতি মামলায় CBI চার্জশিটে 'অভিষেক ব্যানার্জি'র নাম, চক্রান্তের অভিযোগে সোচ্চার তৃণমূল
এক্স হ্যান্ডেলে এই ঘটনার কথা পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, "কুকুরের রক্তদান কলকাতায়। লিওর প্রাণ বাঁচাতে রক্ত দিল কোকো। লিও, ডোবারম্যান, (সত্যজিৎ বিদ্যার্থীর ১০ মাস বয়সী মেল পোষ্য), রক্তের রোগে আক্রান্ত। হিমোগ্লোবিন কাল ৩-এ নেমেছিল। জরুরি ভিত্তিতে রক্ত দেওয়া দরকার ছিল। রক্ত দিল কোকো। ঋষিকান্ত মুখোপাধ্যায়ের দশ বছর বয়সী ফিমেল গোল্ডেন রিট্রিভার। কাল রক্ত পেয়ে লিও একটু ভালো। এরপর ডায়ালিসিস, কেমোথেরাপি হবার কথা। গোটা চিকিৎসা চলছে অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাবে, প্রতীপ চক্রবর্তীর নেতৃত্বে। রয়েছেন চিকিৎসক ও কর্মীরা। পোষ্যদের চিকিৎসার আধুনিক সব যন্ত্র বসিয়েছেন প্রতীপ। কিছুদিন আগেই এটির এই শাখার উদ্বোধনে গিয়েছিলাম। সেই ইউনিট যে এত জটিল চিকিৎসা পরিষেবা দিচ্ছে, জেনে একজন পোষ্যপ্রেমী হিসেবে ভালো লাগল। প্রতীপ এবং টিমকে শুভেচ্ছা। কোকোকে আদর। লিও সুস্থ থাকুক।"
আরও পড়ুন- TMC Meeting: খোলনলচে বদলাচ্ছে তৃণমূল? '২৬ ভোটের আগে আজ মমতার হাইভোল্টেজ সভায় নজর