TMC Meeting: খোলনলচে বদলাচ্ছে তৃণমূল? '২৬ ভোটের আগে আজ মমতার হাইভোল্টেজ সভায় নজর

Mamata Banerjee-TMC: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আজ নেতাজি ইন্ডোরের সভা থেকেই আগামী বছরের নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেবে তৃণমূল।

author-image
Joyprakash Das
New Update
 West Bengal Bye Election Result 2024: বিধানসভা উপনির্বাচন ২০২৪ ফল প্রকাশ

Mamata Banerjee & Abhishek Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

mamata banerjee to address meeting at netaji indoor kolkata: ২০২৬ বিধানসভা নির্বাচন কড়া নাড়ছে। আজ, বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের রাজ্যস্তরের সভা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এই সভায় দলীয় নেতা-কর্মীদের দিকনের্দেশ দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভার ঘোষণার মাধ্যমেই কার্যত বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিতে চলেছে ঘাসফুল শিবির। সম্প্রতি তৃণমূলের মধ্যে "মমতাপন্থী" বা "অভিষেকপন্থী" বিতর্ক নিয়ে জল্পনা দানা বাঁধলেও সামগ্রিক ভাবে দল পরিচালনায় ব্যালান্সের ওপর জোর দেওয়া হবে বলেই রাজনৈতিক মহলের অভিমত। নেতাজি ইন্ডোরের সভার দিকেই তাকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী-সমর্থকরা।  

Advertisment

আজ, বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হবে নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের সভা। ইতিমধ্যে উত্তরবঙ্গের প্রতিনিধিরা শহরে হাজির হয়েছেন। আসন্ন ২০২৬ নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপি। স্বভাবতই বিজেপির বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে সেই বার্তা দেবেন তৃণমূল নেত্রী। বিশেষত ভোটার তালিকায় অনলাইনে ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও এই বিষয়ে সাবধান করতে পারেন দলীয় নেতা-কর্মীদের। কেন্দ্রীয় এজেন্সি, নির্বাচন কমিশনের বিরুদ্ধেও সোচ্চার হতে পারেন মমতা। 

নেতাজি ইন্ডোরের এই সভা নিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা-স্তরের নেতৃত্ব মুখিয়ে রয়েছেন। কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধানরা এই সভায় আসার আমন্ত্রণ পেলেও অনেক ক্ষেত্রে জেলার বিভিন্ন স্তরের নেতৃত্ব ডাক পাননি। তবে দলের সকলের নজর রয়েছে নেতাজি ইন্ডোরের সভার দিকে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দলের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। সম্প্রতি আইপ্যাকের কঠোর সমালোচনা করেছেন মমতা। তারপরেও নবান্নে বৈঠক করেছেন আইপ্যাকের প্রদীপ জৈনের সঙ্গে। রবিবার কালিঘাটের বাড়িতে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর আজ, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে সভা। 

আরও পড়ুন- West Bengal News Live:নিয়োগ দুর্নীতি মামলায় CBI চার্জশিটে 'অভিষেক ব্যানার্জি'র নাম, চক্রান্তের অভিযোগে সোচ্চার তৃণমূল

Advertisment

লোকসভা নির্বাচনের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সাফল্যের মাপকাঠি হবে দলীয় নেতৃত্ব বা জনপ্রতিনিধিমূলক প্রশাসনের পদে থাকার প্রধান শর্ত। শোনা গিয়েছিল দলে ও প্রশাসনে পরিবর্তনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তালিকা পেশ করেছিলেন অভিষেক। কিন্তু এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত দল নেয়নি। এই সভায় তেমন কোনও সিদ্ধান্ত হয় কিনা সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। 

আরও পড়ুন- Kolkata Weather Today: আজ থেকেই ফের বৃষ্টি জেলায়-জেলায়, চড়বে তাপমাত্রাও, জানুন লেটেস্ট আপডেট

সূত্রের খবর, বিজেপির বিরুদ্ধে যেমন আন্দোলনের ঢেউ তোলার কথা বলবেন পাশাপাশি কিছু ক্ষেত্রে সাংগঠনিক পরিবর্তন করতে পারেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে মালদা, উত্তর দিনাজপুরসহ উত্তরবঙ্গের জেলা সভাপতি সহ সংগঠনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে পর্যবেক্ষক প্রথা ফের প্রবল ভাবে ফিরিয়ে আনার সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে পুরোনারা আগের দায়িত্বে ফিরতে পারেন। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সভাপতি সহ সংগঠনের পরিবর্তনের দিকে নেতা-কর্মীরা তাকিয়ে থাকলেও বাস্তবে তা কতটা রূপ পায় সেটাই দেখার। কারণ, নেতৃত্ব পরিবর্তনে গোষ্ঠীকোন্দল বৃদ্ধি পেলে হিতে বিপরীত হতে পারে। তার ফায়দা নিতে পারে বিজেপি। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে নেতৃত্ব বদলে দলের শীর্ষ নেতৃত্ব কতটা ঝুঁকি নিতে পারে, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

tmc Abhijit Banerjee Bengali News Today CM Mamata banerjee news in west bengal news of west bengal