/indian-express-bangla/media/media_files/2025/04/22/WIIhGjyOuLXyzJtR4hIK.jpg)
Newtown News: শোকগ্রস্ত পরিবারের সদস্যরা।
a man commits suicide in Newtown: সংসারে আর্থিক অনটন ছিল অনেক দিনের। সেই অনটন মেটাতে নিজের ৫ কাঠা জমি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নিউটাউনের বালিগোড়ির বাসিন্দা কাশীনাথ মণ্ডল। সেই সিদ্ধান্তই 'কাল' হয়েছে তাঁর। দিনের পর দিন ধরে এ দুয়ার সে দুয়ার ঘুরেও সুরাহা মেলেনি। শেষমেষ চরম পথে প্রৌঢ়া। পথে বসেছে গোটা পরিবার।
নিউটাউনের বালিগোড়ির বাসিন্দা কাশীনাথ মণ্ডল। বালিগোড়িতেই তাঁদের ২১ কাঠা জায়গার ওপর একটি বসতবাড়ি ছিল। তবে সংসারেও ছিল আর্থিক অনটন। একটা সময় নিজের ২১ কাঠা জমি থেকে বাগানের ৫ কাঠা জমি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কাশীনাথ মণ্ডল। সেই মতো একটি সংস্থার সঙ্গে তাঁর যোগাযোগও হয়। অভিযোগ, ওই সংস্থাকে পাঁচ কাঠা জায়গা বিক্রির কথা কাশীনাথবাবু জানিয়েছিলেন।
তবে ওই সংস্থাটি প্রতারণার ফাঁদে ফেলে কাশীনাথ মণ্ডলকে। ভুল বুঝিয়ে তাঁকে ধোঁকা দিয়ে ওই ২১ কাঠা জায়গা-সহ কাশীনাথ মণ্ডলের বসতভিটেও লিখিয়ে নিয়েছে ওই সংস্থাটি, এমনই অভিযোগ তাঁর পরিবারের। ৫ কাঠা জমি বেচতে গিয়ে একেবারে সর্বসান্ত হয়ে পড়েছিল গোটা পরিবার। বর্তমানে ভাড়াবাড়িতে দিন কাটাতে হচ্ছিল তাঁদের।
গোটা বিষয়টি স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে থানা এমনকী এলাকার বিধায়ক তাপস চট্টোপাধ্যায়কেও জানিয়েছিলেন কাশীনাথ মণ্ডল ও তাঁর পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, কোনও তরফেই কোনও সহায়তা মেলেনি। স্থানীয় পাথরঘাটা পঞ্চায়েত কর্তৃপক্ষও বিষয়টি জানে। তারাও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। চরম মানসিক অবসাদে ভুগতে শুরু করেন কাশীনাথ মণ্ডল। তাঁর স্ত্রী জানিয়েছেন, ভাড়া বাড়িতে কিছুতেই মন টিকতো না কাশীনাথের। তিনি সব সময় তাঁর বসতভিটেতে এসেই থাকতেন। খোলা জমিতেই শুয়ে থেকেছেন অনেক সময়।
মঙ্গলবার সকালে নিউটাউনের সেই জমি থেকেই কাশীনাথ মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। পরিবারের সদস্যদেরও সেই একই দাবি। যাঁদের জন্য কাশীনাথ মণ্ডলের এমন পরিণতি, তাঁদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার। স্থানীয় পুলিশের উপরেও যারপরনাই ক্ষোভ রয়েছে তাঁদের।