A monk and sevak of Bharat Sevashram Sangha died in a road accident in Bagnan: সপ্তাহের প্রথম দিনে ভয়াবহ দুর্ঘটনা হাওড়ার বাগনানে। লরি ও গাড়ির সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী এবং সেবকের। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ হাওড়ার বাগনানের বম্বে রোডে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার জেরে সাময়িক যানজট তৈরি হয় ওই এলাকায়। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি সামাল দেয় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে হাওড়ার বাগনানের বম্বে রোডের ওপর ভয়াবহ এই পথ দুর্ঘটনাটি ঘটেছে। লরি এবং একটি গাড়ির সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর জখম হন। এদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ যায় ঘটনাস্থলে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই জখম দু'জনকে মৃত বলে ঘোষণা করা হয়।
জানা গিয়েছে, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা একটি গাড়িতে কলকাতার দিক থেকে হাওড়ার বাগনানের বম্বে রোড দূরে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে যাচ্ছিলেন। বাগনানের কাছে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটি বালিবোঝাই একটি লরি যাচ্ছিল। তখনই লরি এবং গাড়িটির ভয়াবহ সংঘর্ষ ঘটে। গাড়িতে থাকা প্রত্যেকে গুরুতর জখম হয়েছেন।
আরও পড়ুন- West Bengal News Live: দিন কয়েক আগেই নবান্নে বৈঠক সেরেছেন নওশাদের সঙ্গে, আজ ফুরফুরা যাচ্ছেন মুখ্যমন্ত্রী
দ্রুত এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছোয় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে ভারত সেবাশ্রম সংঘের মহারাজ ও সেবককে মৃত বলে ঘোষণা করা হয়। আহত বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে দিন সকালে এই দুর্ঘটনার জেরে বাগনানে বম্বে রোডের ওই এলাকায় সাময়িকভাবে যানজট তৈরি হয়। পরে পুলিশ গিয়ে অবশ্য কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন- Kolkata News: ট্রেন থামতেই শিয়ালদহ স্টেশনে দুরন্ত অ্যাকশনে STF, হাতেনাতে পাকড়াও...