West Bengal News Highlights: তৃণমূল কার্যালয়েই মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতা

West Bengal News Highlights Today 17 Mar, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

West Bengal News Highlights Today 17 Mar, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
kolkata highcourt

News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Highlights:এবার তৃণমূল কংগ্রেসের কার্যালয়েই এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, এক্ষেত্রে স্থানীয় পুলিশও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি। শেষমেষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা ও তাঁর পরিবারের সদস্যরা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করার আবেদন করা হয়েছিল। মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি ঘোষ। 

Advertisment

এবার থেকে কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার শুনানি হতে পারে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ শুনতে পারবে আরজি কর মামলা। শেষমেশ নিহত চিকিৎসকের মা-বাবার আবেদনে সাড়া দিল শীর্ষ আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা শুনতে পারবেন। এমনই অনুমতি প্রধান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের। নির্যাতিতার পরিবারের আবেদন শুনতে পারবে কলকাতা হাইকোর্ট। CBI তদন্তে খুশি নয় নিহত চিকিৎসকের পরিবার। 'অনেক রহস্য উন্মোচিত হয়নি সিবিআই তদন্তে', দাবি পরিবারের। সেই সংক্রান্ত মামলার শুনানি এবার কলকাতা হাইকোর্টে। নিহত চিকিৎসকের পরিবারের তরফে নতুন করে যে আবেদন করা হয়েছিল সেই আবেদন শুনতে পারবে কলকাতা হাইকোর্ট। সোমবার এমনই জানিয়েছে সর্বোচ্চ আদালত। 

অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে তাঁর 'ঠুসে দেব' মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব শোকজ করেছিল মুর্শিদাবাদে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে। শোকজের জবাবও দিয়েছেন হুমায়ুন। তবে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব সেই জবাবে খুশি নন। এমনকী হুমায়ুন যদি নিজের অবস্থানে অনড়ই থেকে যান তবে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপও করা হতে পারে বলে তৃণমূল সূত্রের খবর।

  • Mar 17, 2025 16:00 IST

    West Bengal News Live:বিজেপি বিধায়কদের বিক্ষোভ

    উত্তরবঙ্গের বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসার নামে 'লুঠ' চলছে, এমনই অভিযোগ বিজেপির। এব্যাপারে রাজ্য প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছেন বিজেপির বিধায়করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও তীব্র সমালোচনা করে সোমবার কলকাতায় আম্বেদকর মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়করা। 



  • Mar 17, 2025 15:46 IST

    West Bengal News Live:দিঘায় মসজিদ তৈরির দাবি

    দিঘায় রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে সুবিশাল জগন্নাথ মন্দির। আগামী অক্ষয় তৃতীয়ার দিনে সেই মন্দিরের দ্বারোদঘাটন হতে চলেছে। এবার রাজ্যের সৈকত নগরী দিঘায় মসজিদ তৈরির আবেদন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর। তিনি বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে ওখানে শুধু হিন্দু ভাই নয়, মুসলিম ভাইয়েরাও যান। তাঁদের একটা মসজিদ কীভাবে করা যাবে, কোন পদ্ধতিতে করা যাবে, ওয়াকফ বোর্ডের আন্ডারে করা যাবে কিনা, এটা ওঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়) চিন্তাভাবনা করার জন্য বলতে পারি।" 



  • Advertisment
  • Mar 17, 2025 15:01 IST

    West Bengal News Live:হুমায়ুনকে 'থামাতে' নাজেহাল তৃণমূলও

    নিজের অবস্থান থেকে এক চুলও সরছেন না হুমায়ুন কবীর (Humayun Kabir)। বরং সোমবার শুভেন্দু অধিকারী সম্পর্কে আরও একবার চাঁচাছোলা ভাষায় তোপ দেগেছেন হুমায়ুন। অন্যদিকে, হুমায়ুন কবীরের দেওয়া শোকজের উত্তরেও একেবারেই সন্তুষ্ট নয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। জানা গিয়েছে, তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি মঙ্গলবার তাঁকে ডেকে পাঠিয়েছে। ওই দিনই হুমায়ুন সম্পর্কে দলের অবস্থান স্পষ্ট করে তাঁকে জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। 

    বিস্তারিত পড়ুন- Humayun Kabir: 'ঠুসে দেব' বলেছিলেন শুভেন্দুকে, এবার দিলেন আরও সাংঘাতিক হুমকি, হুমায়ুনকে 'থামাতে' নাজেহাল তৃণমূলও



  • Mar 17, 2025 13:21 IST

    West Bengal News Live:তসলিমাকে কলকাতায় ফেরানোর দাবি

    কলকাতায় তসলিমা নাসরিনকে (Taslima Nasrin) ফিরিয়ে আনার দাবি BJP-র রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের। রাজ্যসভায় তসলিমা নাসরিনকে বাংলায় ফিরিয়ে আনার দাবি জানিয়ে সোচ্চার হয়েছেন BJP সাংসদ। প্রখ্যাত সাহিত্যিক তসলিমা নাসরিন বর্তমানে দিল্লিতে রয়েছেন। আদতে বাংলাদেশের বাসিন্দা এই লেখক ওপার বাংলায় কট্টরবাদীদের বিরুদ্ধে কলম ধরার জন্য নির্বাসিত হয়েছিলেন।

    বিস্তারিত পড়ুন- Taslima Nasrin: 'কলকাতায় ফেরানো হোক তসলিমাকে', রাজ্যসভায় সোচ্চার সাংসদ



  • Mar 17, 2025 12:27 IST

    West Bengal News Live:ঘুটিয়ারি শরিফে রেল অবরোধ

    'নতুন লোকাল ট্রেনে চাই পুরনো বগি', এই দাবিতে রেল অবরোধ শিয়ালদহ দক্ষিণ শাখার ঘুটিয়ারি শরিফ স্টেশনে। সোমবার সকালে আচমকা রেল অবরোধে ব্যাপক দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। ঘন্টাখানেক ধরে চলে অবরোধ। অবরোধকারীদের অভিযোগ, নতুন লোকাল ট্রেনে যে বগি এসেছে তাতে মহিলা যাত্রীদের জন্য আলাদা করে যে কামরা রাখা থাকে সেখানে রাখা হয়েছে জেনারেটর রুম। এর ফলে মহিলা বগিতে কমে গিয়েছে জায়গা। চারটি দরজার বদলে রয়েছে তিনটি দরজা। তাই নয়া লোকাল ট্রেনে পুরনো বগি ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন যাত্রীরা। সেই দাবিতেই এদিন চলে অবরোধ।



  • Mar 17, 2025 12:21 IST

    West Bengal News Live: মমতাকে আক্রমণ শুভেন্দুর

    সোমবারই ফুরফুরা শরিফে (Furfura Sharif) যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরিফ যাওয়া নিয়ে বেনজির কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।" 'ভোটব্যাঙ্ক গুছোতেই ফুরফুরা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।' সোমবার দিল্লি রওনা দেওয়ার আগে বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।

    বিস্তারিত পড়ুন- Suvendu-Mamata: 'ভোটব্যাঙ্ক গুছোতেই আজ ফুরফুরায় মমতা', বেনজির আক্রমণ শুভেন্দুর



  • Mar 17, 2025 11:29 IST

    West Bengal News Live: ফলতার কারখানায় বিধ্বংসী আগুন

    ফলতার একটি কারখানার গোডাউনে বিধ্বংসী আগুন। ফলতার ২ নং সেক্টরের কারখানায় অগ্নিকাণ্ড। আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তবে অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট হয়নি। 



  • Mar 17, 2025 11:25 IST

    West Bengal News Live: আজ ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী

    আজ ফুরফুরা শরিফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইফতার পার্টিতে যোগ দিতে সোমবার হুগলির ফুরফুরা শরিফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ফুরফুরা শরিফের মুসাফিরখানায় ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। সেই ইফতার পার্টিতেই যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ফুরফুরা শরিফে একটি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, আজ সেই বিশ্ববিদ্যালয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে ফুরফুরা শরিফের পীরজাদাদের। এদিকে, দিন কয়েক আগেই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর ভাই বিধায়ক নওশাদ সিদ্দিকী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নওশাদের সেই বৈঠক নিয়ে জলঘোলা কম হয়নি। এবার মুখ্যমন্ত্রী নিজেই যাচ্ছেন ফুরফুরা শরিফে।



  • Mar 17, 2025 11:14 IST

    West Bengal News Live: রেললাইন মেরামতির কাজের জেরে বন্ধ যান চলাচল

    রেল লাইনে মেরামতির কাজের জন্য রাজ্য সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা পূর্ব মেদিনীপুরে। হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের নন্দকুমারে তমলুক দিঘা রেল লাইনের নন্দকুমার রেলগেটে এই কাজ চলছে। তারই জেরে যান চলাচল বন্ধের এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের তমলুক দিঘা রেল লাইনের নন্দকুমারে রেল লাইন মেরামতির কাজ হবে। সেই কারণেই হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের নন্দকুমারে রেল গেট বন্ধ থাকবে ১৭ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত। রাত ৯ টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে ওই রেল গেট। দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ১-২ দিনের মধ্যে কাজ শেষের চেষ্টা হচ্ছে।



  • Mar 17, 2025 11:01 IST

    West Bengal News Live: মৃত্যু ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও সেবকের

    সপ্তাহের প্রথম দিনে ভয়াবহ দুর্ঘটনা হাওড়ার বাগনানে। লরি ও গাড়ির সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী এবং সেবকের। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ হাওড়ার বাগনানের বম্বে রোডে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার জেরে সাময়িক যানজট তৈরি হয় ওই এলাকায়। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি সামাল দেয় পুলিশ।

    বিস্তারিত পড়ুন- Howrah News: সপ্তাহের প্রথম দিনেই মর্মান্তিক কাণ্ড, মৃত্যু ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও সেবকের



  • Mar 17, 2025 10:01 IST

    West Bengal News Live: শিয়ালদহ স্টেশনে বিরাট কাণ্ড

    আবারও শহর কলকাতার বুকে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার। এবার শিয়ালদহ স্টেশন থেকে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল কলকাতা পুলিশের STF। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির কাছ থেকে মিলেছে ৬টি আগ্নেয়াস্ত্র এবং ৮ রাউন্ড তাজা কার্তুজ।

    বিস্তারিত পড়ুন- Kolkata News: ট্রেন থামতেই শিয়ালদহ স্টেশনে দুরন্ত অ্যাকশনে STF, হাতেনাতে পাকড়াও...



  • Mar 17, 2025 09:21 IST

    West Bengal News Live:যশোর রোডে দুর্ঘটনা

    রবিবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা মধ্যমগ্রামের মাইকেল নগরে। বিরাটি থেকে বারাসতের দিকে একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল, সেই সময় মাইকেল নগর থেকে যাত্রী তোলা ও নামানোর সময় পেছন থেকে একটি লরি এসে ধাক্কা মারে বাসটিতে। এই ঘটনায় দুই বাসযাত্রী ও লরি চালক আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লরিটিকে আটক করেছে পুলিশ।



  • Mar 17, 2025 09:19 IST

    West Bengal News Live: ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস

    গত কয়েকদিনের গুমোট গরমের পর রবিবার সন্ধেয় হালকা ঝড়-বৃষ্টিতে স্বস্তির পরিবেশ ফিরেছে শহর থেকে জেলায়। শহর কলকাতাতেও গতকাল সন্ধেয় হালকা বৃষ্টি হয়েছে। তবে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ আজ থেকেই ফের তাপপ্রবাহের সতর্কতা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। যদিও দিন কয়েকেই ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    বিস্তারিত পড়ুন-  Kolkata Weather Today: ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহ নিয়েও রইল বড় আপডেট



Humayun Kabir news of west bengal news in west bengal CM Mamata banerjee NEWS Suvendu Adhikary RG Kar Case Bengali News Today supreme court