Kolkata News: ট্রেন থামতেই শিয়ালদহ স্টেশনে দুরন্ত অ্যাকশনে STF, হাতেনাতে পাকড়াও...

Arms Recover: সূত্রের খবরে দুরন্ত অ্যাকশনে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। রীতিমতো ছক বেঁধে চলে এই গোটা অপারেশন।

Arms Recover: সূত্রের খবরে দুরন্ত অ্যাকশনে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। রীতিমতো ছক বেঁধে চলে এই গোটা অপারেশন।

author-image
IE Bangla Web Desk
New Update
arrest

প্রতীকী ছবি।

kolkata news a man arrested from sealdah with firearms by stf: আবারও শহর কলকাতার বুকে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার। এবার শিয়ালদহ স্টেশন থেকে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল কলকাতা পুলিশের STF। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির কাছ থেকে মিলেছে ৬টি আগ্নেয়াস্ত্র এবং ৮ রাউন্ড তাজা কার্তুজ।

Advertisment

গত কয়েক মাসে কলকাতা শহরে বেআইনি অস্ত্র উদ্ধারের একাধিক ঘটনা সামনে এসেছে। শহরের বিভিন্ন প্রান্তে হওয়া বেশ কিছু অপরাধমূলক কাজকর্মে বাইরে থেকে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগ সামনে এসেছে। খোদ মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে উদ্বেগে রয়েছেন। কলকাতায় বেআইনি আগ্নেয়াস্ত্রের রমরমা রুখতে পুলিশকে সব ধরনের তৎপরতার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ঠিক এই আবহে সোমবার ভোরে শিয়ালদহ স্টেশন থেকে প্রথমে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে এসটিএফ। পরে তল্লাশি চালাতেই তার ব্যাগে মেলে ৬টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম হাসান শেখ, তিনি মালদহ জেলার বাসিন্দা।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: দিন কয়েক আগেই নবান্নে বৈঠক সেরেছেন নওশাদের সঙ্গে, আজ ফুরফুরা যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আজ ভোরে শিয়ালদহ স্টেশনে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে আসছেন এই খবর আগেই সূত্র মারফত পেয়ে গিয়েছিল এসটিএফ। সেই মতো ওই ব্যক্তিকে ধরার পরিকল্পনা আগে থেকে ছকে রেখেছিল পুলিশ। আজ ভোরে শিয়ালদহ স্টেশনে হাটে বাজারে এক্সপ্রেস ঢুকতেই চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে যায়।

আরও পড়ুন- Kolkata Weather Today: ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহ নিয়েও রইল বড় আপডেট

আগে থেকে শিয়ালদহ স্টেশন ও তার আশপাশের এলাকায় নজরদারি রেখেছিল পুলিশ। সন্দেহভাজন ওই ব্যক্তি ট্রেন থেকে নামার পরেই তাকে প্রথমে আটক করা হয়, শেষমেষ গ্রেফতার করা হয়েছে তাকে। বিহার থেকে ওই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র নিয়ে মালদহ হয়ে কলকাতায় এসেছিল সে। 

আরও পড়ুন- Uttar Dinajpur News: শখের পুরুষের হাত ধরে ঘর ছেড়েছে মেয়ে, জীবিত কন্যার শ্রাদ্ধ করলেন বাবা

কলকাতায় ওই ব্যক্তি কোথায় বা কার কাছে ওই আগ্নেয়াস্ত্র সরবরাহ করত, তা জানার চেষ্টা করছে পুলিশ। বেআইনি এই অস্ত্র পাচারের কারবারে আর কাদের যোগ রয়েছে জেরা করে তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সোমবারই ধৃতকে আদালতে তোলা হবে।

kolkata police Sealdah STF Bengali News Today Arms Recovered news in west bengal news of west bengal