Travel: উত্তরবঙ্গ ও তার আশেপাশের এলাকায় ছড়িয়ে রয়েছে মন-প্রাণ জুড়িয়ে দেওয়া বিভিন্ন জায়গা। যেখানে একবার গেলেই হৃদয় যেন বাঁধা পড়ে যায়। ভ্রমণপ্রিয় বাঙালির পছন্দের শীর্ষে রয়েছে উত্তরবঙ্গ। তবে অনেকেরই ভিড়-ভাট্টা তেমন একটা পছন্দ নয়। প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে দিন কয়েকের আরাম নিতে অনেকেই একটু ফাঁকা-কোলাহলহীন জায়গার খোঁজ করেন। তাঁদের জন্যই এই বিশেষ প্রতিবেদন। উত্তরবঙ্গ ঘেঁষা সিকিমের এই ছবির মতো সাজানো পাহাড়ি গ্রামে একবার গেলে ফিরতে আর মনই চাইবে না।
দিন কয়েক হাতে নিয়ে বেড়িয়ে আসুন সিকিমের পাহাড়ি গ্রাম তুরুক বা টুরুক থেকে। একদিকে এরাজ্যের উত্তরবঙ্গ এবং অন্যদিকে পড়শি সিকিম, দু'য়ের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে পাহাড় ঘেরা সবুজে সাজানো ছোট্ট জনপদ এই টুরুক। পাহাড়ি এই গ্রাম থেকে হাত বাড়ালেই যেন ছোঁয়া যায় মাথার উপরে থাকা বিস্তীর্ণ নীল আকাশ। পেঁজা তুলোর মতো সাদা মেঘ যেন খেলে বেড়াচ্ছে এই গাঁয়ের অলি-গলি।
আরও পড়ুন- পুরী গেলে ভুলেও ভুলবেন না এতল্লাট বেড়াতে, নিরিবিলি অসাধারণ পরিবেশ মন কাড়বেই!
তুরুক বা টুরুকের অন্যতম প্রধান আকর্ষণ হল 'টুরুক কোঠি'। ১০০ বছরেরও আগে তৈরি এই টুরুক কোঠি। একটা সময়ে এই কোঠি বা ভবন ছিল স্থানীয় প্রশাসনের সদর কার্যালয়। তবে এখন এই এলাকার পর্যটনের উন্নয়নের স্বার্থে শতাব্দী প্রাচীন টুরুক কোঠি ঝাঁ চকচকে গেস্ট হাউসের রূপ নিয়েছে। এখানে পর্যটকদের থাকা ও খাওয়া-দাওয়ার জন্য এলাহি বন্দোবস্ত রয়েছে। এই এলাকার চিত্তাকর্ষক প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে হলে টুরুক কোঠিতে থাকতেই পারেন। চারিদিকের অপূর্ব প্রাকৃতিক শোভা এবং নাম না জানা পাখির দলের কলতান প্রাণ ভরিয়ে দেবে।
আরও পড়ুন- কোলাহলহীন-শান্ত পরিবেশ, চোখ জুড়নো অপূর্ব এই সমুদ্রতট কলকাতার কাছেই
কীভাবে যাবেন টুরুকে?
কলকাতার দিক থেকে গেলে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়িতে পৌঁছে যেতে হবে। তারপর সেখান থেকে টুরুক যাওয়ার গাড়ি মিলবে। গ্যাংটকের দিকে যাওয়ার গাড়িতে চড়ে নামুন মেল্লি বাজারে। এই এলাকা থেকে টুরুকের দূরত্ব মেরেকেটে আধঘণ্টা।
আরও পড়ুন- মন্ত্রমুগ্ধ পরিবেশে ভুলে যাবেন সব স্ট্রেস! পাহাড়-নদীর অপরূপ মেলবন্ধনে মোহিত হবেনই!
টুরুকে থাকবেন কোথায়?
থাকার জন্য অসাধারণ পরিবেশে নজরকাড়া একাধিক হোম স্টে পেয়ে যাবেন। থাকা-খাওয়া হিসেবে এই হোম স্টে গুলিতে পরিষেবা মেলে। টুরুকের কয়েকটি হোম স্টের নাম ও ফোন নীচে নম্বর দেওয়া হল।
টুরুক কোঠি- 091260 01293
দ্য গ্রেস হোম স্টে- 7319079996/9746510222
ম্যাঙ্গনোলিয়া ভিলেজ হোম স্টে- 9609856414
রয়্যাল বার্সে হেমা স্টে- 06384477282