Kolkata bus:হঠাৎ কলকাতায় প্রায় উধাও বাস! পুজোর দিনগুলিতে শহরে মিলবে না 'সস্তার যান'?

Kolkata police duty fare dispute: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ করতে আবেদন জানিয়েছেন বাসমালিকদের একাংশ।

Kolkata police duty fare dispute: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ করতে আবেদন জানিয়েছেন বাসমালিকদের একাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
25 September 2025 Kolkata bus strike  ,Kolkata buses off road 25 September , Kolkata bus owners protest fare issue  ,Kolkata police duty fare dispute buses not running  ,Kolkata bus crisis 25 Sep 2025  ,Bus owners dissatisfaction fare hike Kolkata,২৫ সেপ্টেম্বর কলকাতা বাস ধর্মঘট  ,২৫ সেপ্টেম্বর ২০২৫ কলকাতা বাস বন্ধ  ,পুলিশ ডিউটিতে ভাড়া অসন্তোষ কলকাতা বাস  ,কলকাতা বাস মালিক অসন্তোষ ভাড়া  ,ভাড়া বৃদ্ধি নিয়ে বাস পথে নামেনি কলকাতা,  কলকাতায় বাস সংকট ২৫ সেপ্টেম্বর

Kolkata bus crisis: কলকাতা শহরের বিভিন্ন রুটে আজ পথে নামেনি বাস।

Kolkata bus strike: হঠাৎ করে কলকাতা শহরে বাসের আকাল। দুর্গাপুজো পুরোদমের শুরুর ঠিক মুখে এই কাণ্ড রীতিমতো এখন চর্চায়। দুর্গাপুজোয় পুলিশকর্মীদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য বাস ভাড়া নিচ্ছে রাজ্য সরকার। কিন্তু যে ভাড়া বাস মালিকদের দেওয়া হচ্ছে তাতে লাভের লাভ কিছুই হচ্ছে না বলে তাঁদের দাবি। সেই কারণেই কলকাতার বিভিন্ন রুটের একাংশের বাস মালিকরা আজ থেকে বাস পথে নামানো বন্ধ করে দিয়েছেন। যাত্রীদের কাছে তাঁরা ক্ষমাও চেয়ে নিয়েছেন। 

Advertisment

এদিন বাস মালিকদের সংগঠনের এক কর্তা জানিয়েছেন, আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই বহু রুটের বাস-মিনিবাস দাঁড়িয়ে গেছে। এর কারণ, পুলিশ ডিউটির জন্য যে টাকা দেওয়া হয় সেটা নিতান্তই কম। ওই বাস মালিক আরও জানিয়েছেন, পুলিশ আজ বাস তুলবে একেবারে দীপাবলির পর বাস ছাড়বে। বাসের ক্ষেত্রে ভাড়া ৯০০ টাকা, মিনিবাসের ক্ষেত্রে ৮০০ টাকা। শ্রমিকদের পারিশ্রমিক বাবদ দেবে ৪০ টাকা। 

আরও পড়ুন- West Bengal News Live Updates: পুজোর মুখে খাস কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি, চরম আতঙ্কে হুলস্থূল

Advertisment

তিনি বলেন, "সবারই সংসার আছে, পুজো আছে এখন। কেউই ডিউটি করতে চাইছে না। গতকাল রাতে পুলিশ ডিউটির জন্য গাড়ি নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। তবে আজ থেকে কলকাতা-সহ জেলাতেও বিভিন্ন রুটে গাড়ি দাঁড়িয়ে গেছে। আমরা যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থী। আমরা সিপিকেও জানিয়েছিলাম, যে নির্বাচনে যে টাকাটা দেওয়া হয়, অর্থাৎ ২৫১০ টাকা ও 'খোরাকি' ২৭০ টাকা, সেটা যেন পুলিশ ডিউটিতেও দেওয়া হয়। এখনও পর্যন্ত সদুত্তর না মেলায় আমরা মালিক ও শ্রমিকপক্ষ কেউ গাড়ি চালাতে চাইছি না।"

আরও পড়ুন- নামমাত্র পাশের হার! ২০২৩-প্রাইমারি টেটের ফল নিয়ে এবার মুখ খুললেন সুকান্ত, কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?

ওই ব্যক্তির কথায়, "যাত্রীদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আমরা মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করছি নির্বাচনে যে টাকাটা দেওয়া হয় সেটা যেন পুলিশ ডিউটিতেও দেওয়া হয়, তাহলে আমরা গাড়ি দেব।"

Bengali News Today kolkata Bus