/indian-express-bangla/media/media_files/2025/09/25/bus-2025-09-25-14-38-30.jpg)
Kolkata bus crisis: কলকাতা শহরের বিভিন্ন রুটে আজ পথে নামেনি বাস।
Kolkata bus strike: হঠাৎ করে কলকাতা শহরে বাসের আকাল। দুর্গাপুজো পুরোদমের শুরুর ঠিক মুখে এই কাণ্ড রীতিমতো এখন চর্চায়। দুর্গাপুজোয় পুলিশকর্মীদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য বাস ভাড়া নিচ্ছে রাজ্য সরকার। কিন্তু যে ভাড়া বাস মালিকদের দেওয়া হচ্ছে তাতে লাভের লাভ কিছুই হচ্ছে না বলে তাঁদের দাবি। সেই কারণেই কলকাতার বিভিন্ন রুটের একাংশের বাস মালিকরা আজ থেকে বাস পথে নামানো বন্ধ করে দিয়েছেন। যাত্রীদের কাছে তাঁরা ক্ষমাও চেয়ে নিয়েছেন।
এদিন বাস মালিকদের সংগঠনের এক কর্তা জানিয়েছেন, আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই বহু রুটের বাস-মিনিবাস দাঁড়িয়ে গেছে। এর কারণ, পুলিশ ডিউটির জন্য যে টাকা দেওয়া হয় সেটা নিতান্তই কম। ওই বাস মালিক আরও জানিয়েছেন, পুলিশ আজ বাস তুলবে একেবারে দীপাবলির পর বাস ছাড়বে। বাসের ক্ষেত্রে ভাড়া ৯০০ টাকা, মিনিবাসের ক্ষেত্রে ৮০০ টাকা। শ্রমিকদের পারিশ্রমিক বাবদ দেবে ৪০ টাকা।
তিনি বলেন, "সবারই সংসার আছে, পুজো আছে এখন। কেউই ডিউটি করতে চাইছে না। গতকাল রাতে পুলিশ ডিউটির জন্য গাড়ি নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। তবে আজ থেকে কলকাতা-সহ জেলাতেও বিভিন্ন রুটে গাড়ি দাঁড়িয়ে গেছে। আমরা যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থী। আমরা সিপিকেও জানিয়েছিলাম, যে নির্বাচনে যে টাকাটা দেওয়া হয়, অর্থাৎ ২৫১০ টাকা ও 'খোরাকি' ২৭০ টাকা, সেটা যেন পুলিশ ডিউটিতেও দেওয়া হয়। এখনও পর্যন্ত সদুত্তর না মেলায় আমরা মালিক ও শ্রমিকপক্ষ কেউ গাড়ি চালাতে চাইছি না।"
ওই ব্যক্তির কথায়, "যাত্রীদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আমরা মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করছি নির্বাচনে যে টাকাটা দেওয়া হয় সেটা যেন পুলিশ ডিউটিতেও দেওয়া হয়, তাহলে আমরা গাড়ি দেব।"