West Bengal News Updates: জমা জলে কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুমিছিল! মামলা হতেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী

West Bengal News Updates 25 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 25 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Mamata Banerjee reacts on Bengali language serial uses hindi songs

News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News Updates:গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত একনাগাড়ে বৃষ্টি হয়েছে কলকাতায়। তিলোত্তমা মহানগরীতে শেষ কবে এমন বৃষ্টি হয়েছে তা মনে করতে পারেননি অনেকেই। চার দশকের রেকর্ড ভেঙে তুমুল বৃষ্টি হয়েছে একনাগাড়ে। মঙ্গলবার কলকাতার জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী বিষয়টি নিয়ে মামলা করেছেন কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার সুরুচি সংঘের দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি বলেছেন, "কেউ একটা কোর্ট কেস করেছে। বাংলায় কয়েকটা লোক আছে, যারা শুধু পরনিন্দা-পরচর্চা করে। বিহার, ফারাক্কা, উত্তরপ্রদেশের জল আসছে। মেয়র-সহ সবাই ছিল সেই সময় রাস্তায়। যেন মনে হচ্ছে আমি প্রকৃতিটা কন্ট্রোল করি। বৈষ্ণোদেবী মন্দিরে, উত্তরাখণ্ডে কী হয়েছিল?"

Advertisment

আরও পড়ুন- Shovon Chatterjee:বৈশাখীকে সঙ্গে নিয়ে অভিষেকের সঙ্গে বৈঠক শোভনের, পুজো মিটলেই তৃণমূলে 'গ্রেট কামব্যাক' কাননের?

পুজোর ঠিক মুখে খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি হোটেলে আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। দুপুর ১টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, হোটেলের চারতলায় প্রথমে আগুন লাগার ঘটনা ঘটে। হোটেলের রুমে কেউ আটকে পড়েছেন কিনা তা এখনও স্পস্ট নয়। খতিয়ে দেখা হচ্ছে আগুন লাগার প্রকৃত কারণ। জনবহুল এলাকায় অগ্নিকাণ্ডের জেরে ছড়িয়ে পড়ে চরম চাঞ্চল্য। প্রাথমিক ভাবে অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটে।

Advertisment

আরও পড়ুন- Adhir Chowdhury: CBI-ED নয়, প্রতিষেধক একটাই, এই সরকারকে ধাক্কা মেরে ক্ষমতা থেকে সরাতে হবে: অধীর

পুজোর মুখে এসএসসি প্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার রাজপথ । শূন্যপদ বাড়ানো সহ একাধিক দাবিতে SSC প্রার্থীদের বিক্ষোভে উত্তাল শহর কলকাতা। করুনাময়ীতে বিক্ষোভ  ২০২৫-এর এসএসসি প্রার্থীদের। যোগ্যদের অভিজ্ঞতার বরাদ্দ ১০ নম্বরের বিরোধীতায় পথে নেমে প্রতিবাদ। পাশাপাশি আজই এসএসএসি প্রার্থীদের বিকাশ অভিযান অভিযান। অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা। মোয়তায়েন করা হয়েছে প্রচুর সংখ্যায় পুলিশ কর্মী। বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরার দাবিও জানিয়েছেন। পাশাপাশি পথে নামল গ্রুপ সি, গ্রুপ ডি-এর যোগ্য চাকরিহারারা। 

আরও পড়ুন- BJP:'মাস্টারস্ট্রোক' BJP-র! '২৬-এর ভোটে বাংলায় শমীক-শুভেন্দুদের 'অভিভাবক' হয়ে কারা আসছেন জানেন?

  • Sep 25, 2025 19:01 IST

    West Bengal News Live Updates:পুজো উদ্বোধনে সৌরভ

    মধ্যমগ্রাম উদয়রাজপুর মধ্যপাড়া সার্বজনীনের দুর্গাপুজোর উদ্বোধন করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ছাড়াও পুজোর উদ্বোধনে হাজির ছিলেন খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী রথীন ঘোষ ও মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ । ৭৫তম বর্ষে সৌরভের হাত দিয়েই পুজোর উদ্বোধন করালেন উদ্যোক্তারা।



  • Sep 25, 2025 18:57 IST

    West Bengal News Live Updates:পুজোর দিনগুলিতে কলকাতায় মিলবে না 'সস্তার যান'?

    হঠাৎ করে কলকাতা শহরে বাসের আকাল। দুর্গাপুজো পুরোদমের শুরুর ঠিক মুখে এই কাণ্ড রীতিমতো এখন চর্চায়। দুর্গাপুজোয় পুলিশকর্মীদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য বাস ভাড়া নিচ্ছে রাজ্য সরকার। কিন্তু যে ভাড়া বাস মালিকদের দেওয়া হচ্ছে তাতে লাভের লাভ কিছুই হচ্ছে না বলে তাঁদের দাবি। সেই কারণেই কলকাতার বিভিন্ন রুটের একাংশের বাস মালিকরা আজ থেকে বাস পথে নামানো বন্ধ করে দিয়েছেন। যাত্রীদের কাছে তাঁরা ক্ষমাও চেয়ে নিয়েছেন। 



  • Sep 25, 2025 18:57 IST

    West Bengal News Live Updates:শমীক-শুভেন্দুদের 'অভিভাবক' হয়ে কারা আসছেন?

    বছর ঘুরলেই বাংলায় ভোট। একুশে পশ্চিমবঙ্গের ক্ষমতা হাতে না পেলেও '২৬-এ তৃণমূলকে সরিয়ে বাংলার ক্ষমতা দখলে মরিয়া BJP। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দলের কাজ দেখতে নিয়োগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং লোকসভার সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে।



  • Sep 25, 2025 18:54 IST

    West Bengal News Live Updates:ছেলের কুড়ুলের কোপে ঘুম ভাঙল মায়ের!

    টোটো চালিয়ে ভালো আয় হচ্ছিল না। সেই কারণেই হতাশা? নাকি মানসিক ভারসাম্য হারিয়ে এমন চরম-কাণ্ড! বিষয়টি স্পষ্ট না হলেও তুমুল উত্তেজনা ছড়িয়েছে রোমহর্ষক এই ঘটনায়। বৃহস্পতিবার ভোরে ঘুমিয়ে থাকা মাকে কুড়ুল দিয়ে কোপাল ছেলে। নদিয়ার তেহট্টের দক্ষিণ জিৎপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরে রক্তমাখা কুড়ুল নিয়ে রাস্তায় বেরোতেই স্থানীয়রা ধরে ফেলেন যুবককে। 



  • Sep 25, 2025 18:54 IST

    West Bengal News Live Updates: ঐতিহ্যের আলোয় উদ্ভাসিত ৪০০ বছরের এই দুর্গাপুজো

    ৪০০ বছরেরও বেশি পুরনো এই দুর্গাপুজো। পূর্ব মেদিনীপুরের এগরার বারানীধি গ্রামের চৌধুরী বাড়িতে এখন জেরাদার প্রস্তুতি। মারাঠা আমলে বাড়ির আদি পুরুষ ফতে সিং চৌধুরী এই পুজো শুরু করেছিলেন।তখন আশেপাশে আর কোনও দুর্গোৎসব ছিল না, তাই জমিদার বাড়িতেই দেবী দুর্গার আরাধনা শুরু হয়। সেই থেকে আজ অবধি অবিরাম চলছে এই ঐতিহ্যবাহী দুর্গোৎসব। একসময় জমিদার বাড়ির চত্বর ভরে উঠত মানুষের ভিড়ে, রাজকীয় জৌলুসে জমে উঠত পুজো।

    বিস্তারিত পড়ুন- Durga Puja 2025:মারাঠা আমলে সূচনা, অতীতের জমিদারি ছাপিয়ে ঐতিহ্যের আলোয় উদ্ভাসিত ৪০০ বছরের এই দুর্গাপুজো



  • Sep 25, 2025 18:53 IST

    West Bengal News Live Updates: এই সরকারকে ধাক্কা মেরে ক্ষমতা থেকে সরাতে হবে: অধীর

    আবারও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নিশানায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের নেতা-মন্ত্রী থেকে শুরু করে কলকাতায় জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুমিছিল ইস্যুতে রাজ্য সরকারকে তুলোধনা বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদের।

    বিস্তারিত পড়ুন- Adhir Chowdhury: CBI-ED নয়, প্রতিষেধক একটাই, এই সরকারকে ধাক্কা মেরে ক্ষমতা থেকে সরাতে হবে: অধীর



  • Sep 25, 2025 18:52 IST

    West Bengal News Live Updates: সাড়ে ৭ ঘণ্টা চন্দ্রনাথকে জিজ্ঞাসাবাদ ED-র

    আদালতের নির্দেশে মেনে অবশেষে আজ বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা দেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার ও শুক্রবার (২৫ ও ২৬ সেপ্টেম্বর) দু’দিনই ইডি দফতরে হাজিরা দিতে হবে মন্ত্রীকে এবং তদন্তে সহযোগিতা করতে হবে। মন্ত্রীর বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ কারামন্ত্রীকে সাড়ে ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি।



  • Sep 25, 2025 12:31 IST

    West Bengal News Live Updates: জমা জলে মৃত্যুমিছিল, দায় ঠেলাঠেলি, 'ক্ষুব্ধ' কলকাতা হাইকোর্ট

    নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাবে কার্যত মেঘ ভাঙা বৃষ্টি দেখেছে কলকাতা। তিলোত্তমা মহানগরীর দিকে দিকে জল। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতার বিভিন্ন প্রান্তে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। কলকাতা ছাড়াও লাগোয়া জেলাগুলিতে জল-যন্ত্রণার বহু ছবি সামনে এসেছে। 

    এবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। CESC-এর কাছে রিপোর্ট তলব হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ। 



  • Sep 25, 2025 12:30 IST

    West Bengal News Live Updates: ফের জমা জলে মৃত্যু

    ফের জমা জলে মৃত্যু! এবার জমা জল সরাতে গিয়ে মৃত্যু হল  রাজপুর-সোনারপুর পুরসভার অস্থায়ী কর্মীর। ঘটনাটি ঘটেছে পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মিলনপল্লীতে। মৃতের নাম জয়ন্ত ঘোষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জল নামানোর কাজ করতে গিয়ে দীর্ঘক্ষণ তাঁর খোঁজ মিলছিল না। খোঁজাখুঁজি শুরু করলেও কোথাও দেখা যায়নি তাঁকে। শেষমেশ দীর্ঘ সময় পর উদ্ধার করা হয় তার দেহ। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে  অনুমান, ড্রেনের নোংরা জলে শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে ওই কর্মীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে ও আশপাশের এলাকায়। ঘটনা প্রসঙ্গে পুরপ্রধান পল্লব দাস জানিয়েছেন, “যে কোনও মৃত্যুই অত্যন্ত দুঃখজনক। আমরা মৃতের পরিবারের পাশে আছি। সরকারিভাবে আর্থিক সাহায্য দেওয়া হবে। ইতিমধ্যেই জেলাশাসকের সঙ্গে কথা হয়েছে। ভবিষ্যতেও পরিবারকে সব রকমভাবে সাহায্য করা হবে।”



  • Sep 25, 2025 12:30 IST

    West Bengal News Live Updates: এসএসসি প্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার

    পুজোর মুখে এসএসসি প্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার রাজপথ । শূন্যপদ বাড়ানো সহ একাধিক দাবিতে SSC প্রার্থীদের বিক্ষোভে উত্তাল শহর কলকাতা। করুনাময়ীতে বিক্ষোভ  ২০২৫-এর এসএসসি প্রার্থীদের। যোগ্যদের অভিজ্ঞতার বরাদ্দ ১০ নম্বরের বিরোধীতায় পথে নেমে প্রতিবাদ। পাশাপাশি আজই এসএসএসি প্রার্থীদের বিকাশ অভিযান অভিযান। অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা। মোয়তায়েন করা হয়েছে প্রচুর সংখ্যায় পুলিশ কর্মী। বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরার দাবিও জানিয়েছেন। 



  • Sep 25, 2025 10:44 IST

    West Bengal News Live Updates: ৬.২ মাত্রার শক্তিশালী কম্পনে দুলে উঠল পৃথিবী

    শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোরে এই তথ্য জানানো হয়েছে। ভেনেজুয়েলা সরকার ভূমিকম্প নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। কম্পনটি এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



Death Waterlogged street Waterlogging accident