নামমাত্র পাশের হার! ২০২৩-প্রাইমারি টেটের ফল নিয়ে এবার মুখ খুললেন সুকান্ত, কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?

প্রকাশিত হল ২০২৩-প্রাইমারি টেটের ফল। ১ বছর ৯ মাস পর গতকাল পরীক্ষার ফল প্রকাশ করল পর্ষদ। ২ লক্ষ ৭২ হাজার পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন মাত্র ৬, ৭৫৪ জন।

প্রকাশিত হল ২০২৩-প্রাইমারি টেটের ফল। ১ বছর ৯ মাস পর গতকাল পরীক্ষার ফল প্রকাশ করল পর্ষদ। ২ লক্ষ ৭২ হাজার পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন মাত্র ৬, ৭৫৪ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

নামমাত্র পাশের হার! ২০২৩-প্রাইমারি টেটের ফল নিয়ে এবার মুখ খুললেন সুকান্ত, কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?

অবশেষে দুর্গাপুজোর ঠিক আগে বড়সড় স্বস্তি পেলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তাঁর জামিন বহাল রেখেছে বিশেষ ED আদালত। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নিয়ে জেরা করতে চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগেই অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন চন্দ্রনাথ। গতকালের শুনানিতে তাঁর সেই জামিন বহাল রেখেছে আদালত। 

Advertisment

আরও পড়ুন- বিহার বিতর্কের জেরে সতর্ক কমিশন, দেশজুড়ে SIR কার্যকর করতে মেগা 'মাস্টারপ্ল্যান'

রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা জামিনের সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর কথায়, আদালত হয়তো ইডি-র দেওয়া প্রমাণকে গ্রহণযোগ্য বলে মনে করেনি। তবে এই ধরণের অপরাধীরা যদি দীর্ঘদিন বাইরে মুক্তভাবে ঘুরে বেড়ায়, তবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

Advertisment

আরও পড়ুন- পাশেই পেট্রোল পাম্প! জাতীয় সড়কে চলন্ত লরিতে ভয়াবহ আগুন, মৃত্যু, চাঞ্চল্য...

এদিকে আজই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় দুটি পুজো মন্ডপের উদ্বোধন করবেন জানিয়েছেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, প্রতিবারের মত এবারেও বাঙালির প্রাণের পুজো দুর্গাপুজো উদ্বোধনে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি।  তিনি উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার দুটি দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধন করবেন। তবে সময়ের অভাবে অন্য কোনও মণ্ডপে উদ্বোধনে যোগ দিতে পারবেন না তিনি।

আরও পড়ুন- 'আর কত নির্দয় হবেন মমতা'? জমা জলে মৃত্যু মিছিলের রেশ কাটতে না কাটতে মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনকে 'খোঁচা' বিজেপির

মুর্শিদাবাদের ডোমকলে পুলিশ কর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তীব্র সমালোচনা করেছেন রাজ্য পুলিশের। তাঁর অভিযোগ, “পশ্চিমবঙ্গ পুলিশের এমন হাল হয়েছে যে পারছে ঘণ্টার মতো নাড়িয়ে দিচ্ছে। পুলিশ এখন তৃণমূল করছে। জনগণের আক্রোশ গিয়ে পুলিশের ওপর পড়ছে। তৃণমূল নেতাদের পেটাতে পারছে না, তাই পুলিশকে পাচ্ছে, পুলিশই মার খাচ্ছে।”

অন্যদিকে, গতকাল প্রকাশিত হয়েছে ২০২৩ সালের টেট পরীক্ষার ফলাফল। ২ লক্ষ ৭২ হাজার পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৬,৭৫৪ জন পাশ করেছেন। এ নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি বলেন, “এত বছর ধরে পাশের হার বেশি থাকলেও হঠাৎ করে এবার এতটা কমে গেল কেন? তাহলে কি আগের ফলাফলগুলো জল মেশানো ছিল? নাকি এবারের ফলাফল চাপা দেওয়া হচ্ছে? বাংলার মানুষ এর উত্তর খুঁজছে।”

আরও পড়ুন- পুজোর আগে যাত্রী স্বার্থে মারকাটারি উদ্যোগ কলকাতা মেট্রোর, নয়া পরিষেবা প্রশংসা সর্বত্র

Sukanta Majumder