Shootout: সাতসকালে রোমহর্ষক শুটআউট! বাংলাদেশ সীমান্তের কাছে গুলিতে ঝাঁঝরা যুবক

North 24 Parganas News: বাংলাদেশ সীমান্তের কাছে সাতসকালে হাড় হিম করা ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

Swarupnagar Shootout: প্রতীকী ছবি।

A young man was shot dead in Swarupnagar, North 24 parganas: ফের শুট আউট বাংলায়। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার স্বরূপনগর। বুধবার সকালে বাংলাদেশ সীমান্তের কাছে স্বরূপনগ নগরের গোবিন্দপুর পঞ্চায়েতের দত্তপাড়ার কাছে এক যুবককে খুব কাছ থেকে গুলি করে দুষ্কৃতীরা। পরে গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে নিয়ে হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।।

Advertisment

গুলিবিদ্ধ ওই যুবকের নাম ইসারুল গাজী। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ছটা নাগাদ ইসারুল গাজী নামে ওই যুবককে গোবিন্দপুর পঞ্চায়েতের দত্তপাড়ার কাছে বাইকে আসা কয়েকজন দুষ্কৃতী ঘিরে ধরে। সেই সময় ইসারুল বাইকে চেপে যাচ্ছিলেন। 

দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরতেই বাইক রাস্তার ধারে ফেলে প্রাণ বাঁচাতে দৌড় লাগান তিনি। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। ওই যুবককে ধরে রাস্তায় ফেলে বেধড়ক মারধর শুরু করে দুষ্কৃতীরা। এরপরেই তাঁকে লক্ষ্য করে পর পর বেশ কয়েকটি গুলি চালানো হয়। এদিকে গুলির শব্দে আশেপাশের লোকজন ওই এলাকায় ছুটে যান। পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেয় দুষ্কৃতীরা।

আরও পড়ুন- West Bengal News Live:জ্বলন্ত খড়ের গাদা থেকে মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, তুমুল চাঞ্চল্য এলাকায়

Advertisment

এই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছোয় পুলিশ। স্থানীয় বাসিন্দারা ও পুলিশ মিলে গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। তবে ঠিক কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার লোকজনের সঙ্গে কথা বলছে পুলিশ। অন্যদিকে, নিহত যুবকের পরিবারের সদস্যদের সঙ্গেও পুলিশ কথা বলছে। তাঁর কারও সঙ্গে শত্রুতা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হয়নি। দুষ্কৃতীদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয়েছে।

আরও পড়ুন- Kali Mandir: অক্ষরধামের আদলে তৈরি হচ্ছে বাংলার সুবিশাল এই কালী মন্দির, দ্বারোদ্বাঘটন কবে? কীভাবে যাবেন?

Bengali News Today Shootout North 24 Pargana India-Bangladesh Border news in west bengal news of west bengal