Abhijit Mukherjee: ভোটপ্রচারে প্রণবপুত্র অভিজিতের বিজেপিকে তুলোধোনা, জানালেন তৃণমূলে থাকার আশ্চর্য অভিজ্ঞতা

Abhijit Mukherjee: বুধবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন সেখের সমর্থনে প্রচারে বেরিয়ে কংগ্রেস নেতা অভিজিৎ মুখোপাধ্যায় বিজেপিকে এই ভাষাতে আক্রমণ করলেন।

Abhijit Mukherjee: বুধবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন সেখের সমর্থনে প্রচারে বেরিয়ে কংগ্রেস নেতা অভিজিৎ মুখোপাধ্যায় বিজেপিকে এই ভাষাতে আক্রমণ করলেন।

author-image
Mousumi Das Patra
New Update
abhijit-mukherjee-slams-bjp-cbi-edi-link-congress-

বুধবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন সেখের সমর্থনে প্রচারে

Abhijit Mukherjee:  'সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স খুব দৌড় ঝাঁপ করে এগিয়ে আসে। একটা টাইমের পর তারা শান্ত হয়ে যায়। এতেই বোঝা যাচ্ছে কার সঙ্গে কার লিঙ্ক আছে। কে কার বি টিম, সি টিম'। বুধবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন সেখের সমর্থনে প্রচারে বেরিয়ে কংগ্রেস নেতা অভিজিৎ মুখোপাধ্যায় বিজেপিকে এই ভাষাতে আক্রমণ করলেন।

Advertisment

এদিন সকাল থেকে কালীগঞ্জ বিধানসভার গোবিন্দপুর পঞ্চায়েত এলাকায় দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের পুত্র প্রবল রোদকে উপেক্ষা করে হুড খোলা জিপে গোটা এলাকায় চষে বেড়ান। এদিন তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক ধনঞ্জয় মোদক, কংগ্রেস নেত্রী প্রিয়া চৌধুরীরা।

বিজেপির তোলা কংগ্রেস ভোট কেটে তৃণমূলের সুবিধা করে দিচ্ছে, এই অভিযোগের উত্তর দিতে গিয়ে অভিজিৎবাবু একান্ত সাক্ষাৎকারে বলেন, "সেটা বিজেপি বলছে। ওদের যতগুলো ভোট আছে সব ভোট দিলেও বিজেপি জিতবে না। বিজেপি জিতেছে কি এখানে? আমার তো বরং অন্য কিছু মনে হয়। সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স খুব দৌড় ঝাঁপ করে এগিয়ে আসে। একটা টাইমের পর তারা শান্ত হয়ে যায়। আমার কথাতে তো তারা চলে না। প্রদেশ কংগ্রেসের কথাতেও তো চলে না। কংগ্রেস হাইকমান্ডের কথাতেও তো চলে না। তাহলে? এতেই বোঝা যাচ্ছে কার সঙ্গে কার লিঙ্ক আছে। কে কার বি টিম সি টিম।"

Advertisment

মহেশতলা কাণ্ডে বিধানসভা অচল করার হুমকি! কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সোচ্চার শুভেন্দু

জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় তৃণমূলে যাওয়া নিয়ে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, "আমি তৃণমূলে কখনও ইনভলভড হইনি। তৃণমূল কোনও ফর্ম ফিলাপ করায়নি। কোনও বড় জায়গা থেকে ডাকত না। আমরা সিস্টেমের মধ্যে প্রোটোকলের মধ্যে অভ্যস্ত। ওখানে হোয়াটস অ্যাপ গ্রুপে কেউ নাকি কিছু বলছে। সে অথরিটি কিনা নো বডি নোজ। দেয়ার ইজ নো ডাইরেক্ট কমিইনিকেশন।"

এর রেশ ধরে তিনি আরও বলেন, "আমি বলব যাঁরা গিয়েছেন। অনেকেই মনকষ্টে আছেন। তাঁরা ফেরৎ আসুন। ঘর বাপওয়াসি। আমার পিতাশ্রী বলতেন আমিও অনুভব করেছি রাজনীতিতে অভিমান বলে কিছু নেই। কারও উপর রাগ করে তুমি চলে গেলে এটা ঠিক হলো না।" গোবিন্দপুর পঞ্চায়েতের হাট গোবিন্দপুর, হালদার পাড়া, ঘুরতে ঘুরতে সিপিএম প্রসঙ্গে অভিজিৎ বলেন, "সিপিএমের সমর্থন পাওয়ায় আমাদের সুবিধা হবে। একটা পজিটিভ ভাব আছে। মানুষের মধ্যে হাসি আছে। আগে যারা ভোট পেয়েছে তারা এবার পাবে না।"

কংগ্রেসের প্রতি তাঁর শ্রদ্ধা যে অটুট রয়েছে সে কথা বলতে গিয়ে কংগ্রেস ছাড়া নিয়ে তিনি ভুলও স্বীকার করেন। তিনি বলেন, "কংগ্রেসে নিশ্চয়ই ফিরবে। আমার জীবনে রাজনৈতিক ভুল একটাই করেছিলাম, কংগ্রেস ছেড়ে চলে যাওয়া। এর জন্য আমি মাফ চেয়েছি। তাই পিতাশ্রী ভোটের বা আমার ভোটে বহু কংগ্রেস বামফ্রন্ট্রের নেতা কর্মী খেটেছিল। সেজন্য আমি ঠিকই করেছিলাম যখনই হোক যে আমাকে ডাকবে আমি খাটব, প্রচার করবো। আমাদের জন্য তো খেটেছিল। তাই আমাদের কর্তব্যও হচ্ছে খাটা। যখনই যেখানে তারা যেরকম প্রোগাম দিচ্ছে  করছি। কংগ্রেসের নেতারা যেরকম বলছে সেরকম করছি।"

স্কুলে ‘ভুয়ো শিক্ষক’ বিতর্কে চাঞ্চল্য! সুপ্রিম নির্দেশ উপেক্ষার অভিযোগ

Abhijit Mukherjee