Advertisment

কর্ণাটকে বিজেপির হারে কটাক্ষের বন্যা অভিষেকের, 'চুপ করাতে' 'মোক্ষম' জবাব গেরুয়ার

কর্ণাটকে বিজেপির ভরাডুবিতে বেনজির কটাক্ষ সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদকের।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu filed case in High Court seeking permission to march in Nandigram

ফের হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী।

কর্ণাটকের বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবিতে কটাক্ষের বন্যা বইয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায়। কর্ণাটকের ফল দিয়েই 'বিজেপির শেষের শুরু হল' বলে পর্যন্ত মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যেপাধ্যায়। যা শুনে পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও।

Advertisment

শনিবারই কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। বিজেপিকে সরিয়ে কর্ণাটকের ক্ষমতা দখল করেছে কংগ্রেস। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্ণাটকে ক্ষমতায় ফিরেছে হাত-শিবির। কর্ণাটকের এই ফলে একদিকে যেমন যথেষ্ট উচ্চ্বসিত কংগ্রেস, তেমনই দক্ষিণের এই রাজ্যে বিজেপির ভরাডুবিতে খুশি গেরুয়া বিরোধী অন্য দলগুলিও।

আরও পড়ুন- বিদ্যুৎ গতির বন্দে ভারত ছুটছে বাংলাতেও! প্রতিটি ট্রেন তৈরির খরচ জানলে চমকে উঠবেন!

কর্ণাটকে বিজেপির হার নিয়ে গেরুয়া দলকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায়। বিজেপিকে বিঁধতে গিয়ে এরাজ্যে একুশের বিধানসভা ভোটের প্রসঙ্গ টেনে এনেছেন অভিষেক। তিনি বলেছেন, ''২০২১-এ খুঁটিপুজো হয়েছে। ২৪-এ বিসর্জন। বাংলার দেখানো পথেই কর্ণাটক ভোট দিয়েছে। বিজপির শেষের শুরু, পতন অনিবার্য।''

আরও পড়ুন- ‘মোকা’ আছড়ে পড়ল বলে! ক্রমশই উত্তাল দিঘার সমুদ্র, শেষমেশ কঠিন সিদ্ধান্ত পুলিশের

এদিকে, অভিষেক বন্দ্যেপাধ্যায়ের এই কটাক্ষের পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। দলের নেতা রাহুল সিনহা সংবাদমাধ্যমে বলেন, ''লামাগছাড়া দুর্নীতি, জেলযাত্রা সব কিছুতে দিশেহারা তৃণমূল। অভিষেক ব্যানার্জির যাত্রা তৃণমূলের শেষ যাত্রা। কর্ণাটক দেখে লাভ নেই, নিজেদের চরকায় তেল দিক।''

abhishek banerjee West Bengal CONGRESS karnataka elections Suvendu Adhikari Rahul Sinha bjp tmc
Advertisment