scorecardresearch

‘তিন-চারজনের রেশারেশিতে দলের মাথা নত হলে বরদাস্ত নয়’, ভীষণ কড়া অভিষেক!

দলের কোন্দল থামাতে এবার আরও কড়া হচ্ছেন অভিষেক।

abhisek banerjee west midnapur keshpur meeting
কেশপুরের সভামঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দলের কোন্দল থামাতে এবার আরও কড়া হচ্ছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গত কয়েকটি সভায় প্রকাশ্যেই দলের ‘দুর্নীতিগ্রস্ত’ প্রধান ও ব্লক সভাপতিদের সরানোর নির্দেশ দিয়েছেন। শনিবার কেশপুরের সভা থেকেও ফের একবার দলের কোন্দল এড়াতে ও দলের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে বেনজির হুঁশিয়ারি দিয়ে অভিষেক বললেন, ‘তিন-চারজন নেতার রেশারেশিতে যদি দলের মাথা নত হয়, তবে ছেড়ে কথা বলব না।’

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যেতে চাইছে তৃণমূল। গত মাসখানেক ধরেই ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচি নিয়ে গ্রামে-গ্রামে পৌঁছে যাচ্ছেন দিদির দূতেরা। অন্যদিকে, জেলায়-জেলায় গিয়ে সভা করছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

সাম্প্রতিক সময়ে একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের। এছাড়াও জেলায়-জেলায় শাসকদলের গোষ্ঠীকোন্দলও মাথাচাড়া দিতে দেখা গিয়েছে। তবে এবার আর কোনও ভাবেই দলের কোন্দল বরদাস্ত করা হবে না বলে আরও একবার স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার কেশপুরের সভামঞ্চ থেকে দলের একাংশকে সতর্ক করে দিতে দেখা গিয়েছে তাঁকে। অভিষেক এদিন বলেন, ‘দলের পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতিরা কে কী কাজ করছেন তার সব খবর আমার কাছে আছে। আমার আগের সভাগুলো দেখেছেন তো? তিন-চারজন নেতার রেশারেশিতে যদি দলের মাথা নত হয়, তবে ছেড়ে কথা বলব না। এখনও সময় দিচ্ছি, শোধরান। নইলে যে ওষুধ আমি প্রয়োগ করব তার কাজ যখন হবে তখন শোধরানোর সুযোগ পাবেন না।’

আরও পড়ুন- আবাসে দুর্নীতির ভুরিভুরি অভিযোগ, সুবিধা-ত্যাগীদের মঞ্চে তুলে পাল্টা জবাব অভিষেকের

আরও পড়ুন- ‘দিল্লির প্রতিনিধিরাও জয় বাংলা বলছেন’, ঘুরিয়ে রাজ্যপালকে ইঙ্গিত করে BJP-কে দুষলেন অভিষেক

শুধু তাই নয়, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ঠিক করার ক্ষেত্রেও দলের উপর মহলের নজরদারি থাকবে বলে স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। পঞ্চায়েতে প্রার্থী নির্বাচনের ব্যাপারে দলের সুপ্রিম অথরিটিই শেষ কথা বলে সাফ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘এখন থেকে বলা শুরু হয়েছে পঞ্চায়েতে আমি প্রার্থী দেব। পঞ্চায়েতে প্রার্থী জেলা সভাপতি দেবে না, ব্লক সভাপতি দেবে না। প্রার্থী দেবে মমতা ব্যানার্জি। কে কোথায় কী করছেন আমি নজর রাখছি। কোনও দাদার তল্পিবাহক হয়ে টিকিট মিলবে না। পাহারাদারির দায়িত্বে আমি আছি। যাঁরা ভেবেছেন মানুষের প্রার্থী হয়ে কাজ না করে ঘুরে বেড়াব তা হবে না। মানুষ তৃণমূলকে যেভাবে দেখতে চায় সেটাই নতুন তৃণমূল।’

আরও পড়ুন- আচমকা গ্রামে হাজির অভিষেক, সটান ফোন মন্ত্রীকে! কী বললেন?

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Abhisek banerjee west midnapur keshpur meeting