Boromar Mandir:নৈহাটির বড়মার মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুজো দেওয়ার সঙ্গেই সারলেন জনসংযোগ

Abhishek Bandyopadhyay:নৈহাটির বড়মার মন্দিরে কালীপূজার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ পূজা ও আরতি, ভক্তদের সঙ্গে উষ্ণ জনসংযোগের মুহূর্ত।

Abhishek Bandyopadhyay:নৈহাটির বড়মার মন্দিরে কালীপূজার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ পূজা ও আরতি, ভক্তদের সঙ্গে উষ্ণ জনসংযোগের মুহূর্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Bandyopadhyay,  Boromar Mandir,  Kali Puja celebrations,  Trinamool Congress MP,  Devotees gathering,  Boroma special Puja,  Aarti at Boromar  Naihati news  ,Political leader visit,অভিষেক বন্দ্যোপাধ্যায়,  বড়মার মন্দির  ,কালীপূজা,  তৃণমূল সাংসদ,  ভক্তদের উপচে পড়া ভিড়,  বড়মার বিশেষ পূজা,  মন্দিরে আরতি,  নৈহাটি সংবাদ,  রাজনৈতিক নেতার উপস্থিতি

Boromar Mandir: নৈহাটির বড়মার মন্দিরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কালীপুজোর পরের দিনই নৈহাটির বড়মার মন্দিরে হাজির ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বড়মার বিশেষ পূজায় অংশগ্রহণ করার পাশাপাশি তিনি মন্দিরে ভক্তদের সঙ্গে আরতি করতেও দেখা গিয়েছে। পূজার মূল অনুষ্ঠান চলাকালীন ভক্তদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো ছিল।

Advertisment

অভিষেক বন্দ্যোপাধ্যায় পরম দর্শনের আগে মন্দির চত্বরে দাঁড়িয়ে থাকা অগণিত ভক্তদের সঙ্গে সৌজন্য ও স্নেহপূর্ণভাবে যোগাযোগ রাখেন। কখনও তিনি ভক্তদের হাত নেন, কখনও তাদের কাছে গিয়ে কথা বলেন, আবার কখনও শিশুদের সঙ্গে খেলে স্নেহময় আচরণ প্রকাশ করেন। এই সব দৃশ্য উপস্থিত ভক্তদের জন্য এক আনন্দের মুহূর্ত সৃষ্টি করে।

আরও পড়ুন- West Bengal live news update:কালীপুজোয় কলকাতায় নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার, ১৮৩ জন গ্রেফতার

Advertisment

মঙ্গলবার সকাল থেকেই বড়মার মন্দির চত্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা কড়া করে গড়ে তোলা হয়। তার সঙ্গে ছিলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ ভৌমিক, স্থানীয় তৃণমূল বিধায়ক ও দলের অন্যান্য নেতৃবৃন্দ। মন্দির প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় পুলিশ ও নিরাপত্তা কর্মীরা বিশেষ নজরদারি চালিয়েছিলেন, যাতে উৎসবমুখর পরিবেশে কোনও ধরনের অঘটন না ঘটে।

আরও পড়ুন- Travel:এ যেন সবুজের স্বর্গভূমি, কাঞ্চনজঙ্ঘার ছায়াতলের গ্রামের এমন স্বপ্নিল সৌন্দর্য্যে মোহিত হবেনই!

স্থানীয়রা জানান, বড়মার পূজা ও আরতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ভক্তদের মধ্যে উৎসাহ ও আনন্দ দ্বিগুণ করেছে। মন্দিরে ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে তাকে ঘিরে ছবি তুলেছেন এবং শুভেচ্ছা জানান। একাধিক ভক্ত জানান, বড়মার পূজায় রাজনৈতিক নেতাদের সরাসরি অংশগ্রহণ দর্শকদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা হিসেবে রয়ে গেছে।

আরও পড়ুন-আরজিকর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ভাগ্নির রহস্যমৃত্যু, নতুন জটে পুলিশ

মন্দির চত্বরে দীর্ঘ সময় ভক্তদের সঙ্গে মিশে থাকার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পূজার শেষের পর মন্দির থেকে বেরিয়ে যান। তার এই স্বতঃস্ফূর্ত জনসংযোগ ও ভক্তদের প্রতি স্নেহময় মনোভাব সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।

West Bengal News Naihati Baroma abhishek banerjee