/indian-express-bangla/media/media_files/2025/10/21/crackers-2025-10-21-12-21-52.jpg)
News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Updates:কালীপুজোর আনন্দের মাঝেও শহরে নিষিদ্ধ শব্দবাজি পাঠানোর অভিযোগে পুলিশ ১৮৩ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে মোট ৮৫২ কিলো নিষিদ্ধ শব্দবাজি বাজি জব্দ করা হয়েছে।কলকাতার পুলিশ কমিশনার জানিয়েছেন, এবারের কালীপুজোয় শহরের দূষণের পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। অন্যান্য মেট্রো শহরের তুলনায় গতরাতের দূষণের মাত্রা কলকাতায় অনেকটাই কম ছিল বলে দাবি করেছেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা ও সংলগ্ন এলাকা থেকে বাজি নিয়ে যেসব অভিযোগ এসেছে, তা খতিয়ে দেখে ১০০-এর বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। কমিশনার স্মৃতি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন- Fire:কালীপুজোর পরের দিনেই ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে আগুনে ভস্মীভূত কারখানা
এদিকে, কালীপুজোর পরের দিনেই ফের ধর্মীয় কর্মসূচিতে তৃণমূলের শীর্ষনেতা। আজ, মঙ্গলবার, নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে যাচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেলে তাঁর সঙ্গে বড়মার মন্দিরে উপস্থিত থাকার কথা রয়েছে তৃণমূলের একাধিক সাংসদ ও রাজ্যস্তরের নেতাদেরও।
আরও পড়ুন- Crime News: আলোর উৎসবের রাতেই অন্ধকার! বৃদ্ধ বাবাকে পিটিয়ে খুন ছেলের
প্রতিবছর কালীপুজোর পর বড়মার মন্দিরে পুজো দিতে যান অভিষেক — তাই এ বছরও সেই প্রথা বজায় থাকছে। দলীয় সূত্রে খবর, পুজো শেষে তিনি দলের সাংগঠনিক কর্মীদের সঙ্গেও বৈঠক করতে পারেন।
একই দিনে আবহাওয়া দপ্তরের নতুন বার্তা — দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের চার জেলায়। সেই তালিকায় রয়েছে —
দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা থাকলেও বৃষ্টির দাপট খুব একটা তীব্র হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে কালীপুজোর পরের দিনেও আবহাওয়া কিছুটা অনিশ্চিত থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
- Oct 21, 2025 15:53 IST
Kolkata News Live Updates:নারী সুরক্ষা নিয়ে রাজ্যকে তুলোধনা সুকান্তর
ফের নারী সুরক্ষা নিয়ে রাজ্য প্রশাসনের কড়া সমালোচনায় সরব কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এক্স পোস্টে তিনি লিখেছেন, "হাড় কাঁপানো আর.জি. কর মেডিকেল কলেজ ধর্ষণ ও হত্যার ঘটনার পর, মুখ্যমন্ত্রীর দাবি সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। সর্বশেষ প্রমাণ হল হাওড়ার উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিকেল কলেজে মর্মান্তিক ঘটনা। একজন মহিলা ডাক্তারকে একজন হোমগার্ড হাসপাতালের ভেতরে হয়রানি এবং ধর্ষণের হুমকি দিয়েছিল! ডাক্তার আরও অভিযোগ করেছেন যে, সেই সময় কোনও নিরাপত্তা কর্মী উপস্থিত ছিল না। ভুক্তভোগী এখন মানসিকভাবে বিপর্যস্ত এবং আতঙ্কে বাস করছেন।ব্যর্থ মুখ্যমন্ত্রী @MamataOfficial যতই দায়িত্ব এড়াতে চেষ্টা করুন না কেন, তিনি এবং তার অযোগ্য, উন্মুক্ত পুলিশ প্রশাসনই এর জন্য সরাসরি দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে, বাংলার মহিলারা সুরক্ষাহীন এবং এই ধরনের প্রতিটি ঘটনা দেখায় যে তৃণমূল সরকারের পাপ তাদের সীমা ছাড়িয়ে গেছে।"
- Oct 21, 2025 15:12 IST
Kolkata News Live Updates:সঞ্জয় রায়ের ভাগ্নির রহস্যমৃত্যু
আলিপুরের বিদ্যাসাগর কলোনিতে এক ১১ বছরের কিশোরীর রহস্যমৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার রাতে বাড়ির আলমারির ভেতর থেকে কিশোরীটিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে পরিবার। সঙ্গে সঙ্গে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকরা শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারেননি। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় ওই নাবালিকার।
- Oct 21, 2025 12:00 IST
Kolkata News Live:মাতৃ প্রতিমার সোনার গহনার ঝলক দেখেছেন সবাই
বারাসাত শহর জুড়ে শুরু হয়েছে শ্যামা পুজোর আলোর উৎসব। শহরের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ভিড় জমিয়েছেন এই জমকালো উৎসবের আনন্দ উপভোগ করতে। প্রতিটি প্যান্ডেল ও চত্বর আলোর ঝলকে সেজে উঠেছে, যেন শহর এখন আলোর সমুদ্রের মধ্যে ভেসে বেড়াচ্ছে। এই সমস্ত পূজার মধ্যে বারাসাত রেজিমেন্ট পূজা বিশেষভাবে দৃষ্টিনন্দন ও দর্শকপ্রিয়। এবারের বিশেষত্ব হলো প্রতিমার সাজ। মা দুর্গার প্রতিমা এইবার সেজেছেন ৬১ কিলো সোনার গহনায়, যা দর্শকদের দৃষ্টি নাড়াচ্ছে। মাতৃ প্রতিমার রূপ স্নিগ্ধ ও শান্ত, সঙ্গে অতুলনীয় অলঙ্করণ। প্রতিমার সৌন্দর্য ও অভিজাত গহনায় সজ্জিত রূপ দর্শনার্থীদের মুগ্ধ করছে।
বিস্তারিত পড়ুন- Kali Puja 2025:বারাসাতের কালী পুজো: মাতৃ প্রতিমার সোনার গহনার ঝলক দেখেছেন সবাই
- Oct 21, 2025 11:59 IST
West Bengal News Live Updates: দিল্লির বাতাসের মান “অত্যন্ত খারাপ”
দীপাবলির পর মঙ্গলবার সকালে দিল্লির বাতাসের মান এখনও “অত্যন্ত খারাপ” রেকর্ড করা হয়েছে। সকাল ৫:৩০ মিনিটে পর্যবেক্ষিত এভরেজ AQI (এয়ার কোয়ালিটি ইনডেক্স) দাঁড়িয়েছে ৩৪৬-এ, যেখানে অধিকাংশ এলাকা ‘রেড জোন’-এ রয়েছে।
বিস্তারিত পড়ুন- Delhi air quality:দীপাবলির পর দিল্লির বাতাসের মান “অত্যন্ত খারাপ”, NCR-এও বিপজ্জনক পরিস্থিতি
- Oct 21, 2025 09:57 IST
Bengal News Live Updates: আগুনে ভস্মীভূত কারখানা
কালীপুজোর পরের দিন সকালেই বিধ্বংসী অগ্নিকাণ্ড খড়দহের একটি রঙের কারখানায়। এদিন সকালে হঠাৎই খড়দহের ঈশ্বরীপুর এলাকায় ওই রঙের কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে স্থানীয় বাসিন্দারা। মুহূর্তে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে একে একে দমকলের পরপর বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।
- Oct 21, 2025 09:57 IST
Kolkata News Live:বৃদ্ধ বাবাকে পিটিয়ে খুন ছেলের
আলোর উৎসবের মধ্যেই নৃশংস খুন! বৃদ্ধ বাবাকে পিটিয়ে মারল ছেলে। গজাল গাঁথা বাঁশ দিয়ে নির্মমভাবে খুন বিপত্তারণ রায়কে। খুনের অভিযোগ তাঁরই বড় ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার অন্তর্গত সগরাই রায়পাড়ায়। বৃদ্ধের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ছেলে প্রদীপ রায়কে গ্রেপ্তার করেছে। বাবাকে পিটিয়ে খুন করা ছেলের ফাঁসির সাজার দাবিতে সরব হলেন মা।
- Oct 21, 2025 09:56 IST
Kolkata News Live Updates:ফের বৃষ্টির পূর্বাভাস
কালীপুজোর রেশ কাটতে না কাটতেই ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও বৃষ্টির দাপট খুব একটা জোরালো হবে না, তাই কালীপুজোর আনন্দে ভাঁটা পড়ার সম্ভাবনা কম।