Abhishek Banerjee:২০২৬-এ কত আসন পাবে BJP? TMCP-র প্রতিষ্ঠা দিবসের মঞ্চে তোলপাড় ফেলা ভবিষ্যদ্বাণী অভিষেকের

TMCP Foundation Day: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ফের একবার কেন্দ্রের শাসকদল বিজেপিকে তুলোধনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

TMCP Foundation Day: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ফের একবার কেন্দ্রের শাসকদল বিজেপিকে তুলোধনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee  ,TMCP Foundation Day,  BJP criticism,  Bengal insult,  RG Kar incident  ,Aparajita Bill  ,Central deprivation  ,Trinamool rally,  Student politics,Mamata Banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়,অভিষেক বন্দ্যোপাধ্যায়  ,তৃণমূল ছাত্র পরিষদ  ,প্রতিষ্ঠা দিবস,  বিজেপি আক্রমণ,  বাংলা অবমাননা,  আর জি কর কাণ্ড,  অপরাজিতা বিল,  কেন্দ্রীয় বঞ্চনা,  তৃণমূল সমাবেশ

TMCP Foundation Day: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

TMCP Foundation Day 2025: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই '২৬-এর বিধানসভা নির্বাচনের দামামাটা জোরদার সুরে বাজিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধান বিরোধী শক্তি BJP-কে তুলোধোনা করে অভিষেকের ভবিষ্যদ্বাণী, "২০২৬-এ ৫০ পার করবে না বিজেপি।" কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে TMCP-র প্রতিষ্ঠা দিবসের সভায় হুঙ্কার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Advertisment

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "আগেরবার তৃণমূল যা আসন পেয়েছিল, আমি কথা দিয়ে যাচ্ছি তার থেকে আসন বাড়বে, কমবে না। ২০১১ সালে ১৮৪টি আসন পেয়ে প্রথমবারের জন্য বাংলায় ক্ষমতায় এসেছিল তৃণমূল। ২০১৬ সালে ৫ বছর কুৎসা করার পর তৃণমূলের আসন বেড়ে হয়েছিল ২১১। ২০১৬ থেকে ২০২১...কুৎসা যত বেড়েছে মানুষের আশীর্বাদও ততই বেড়েছে। ২১১টা হয়েছে ২১৫। এবার আমি বলছি বিজেপির ক্ষমতা থাকলে ৫০ পার করে দেখাক। আগামী দিনে লড়াইটা আমার বুঝে নেব।"

আরও পড়ুন- West Bengal News Live Updates: 'জীবন থাকতে বাংলার মানুষের ভোটাধিকার কাড়তে দেব না', হুঙ্কার মমতার

Advertisment

'২৬-এর ভোটেও বিপুল সংখ্যাক আসন নিয়ে ফের রাজ্যে ক্ষমতায় ফিরবে তৃণমূল, আশাবাদী অভিষেক। তিনি বলেন, "আগামী ২৮ অগাস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবার সরকার তৈরির পর জয়ধ্বনিটাও এই গান্ধীমূর্তির পাদদেশেই দেব। কথায় দিয়ে গেলাম, আপনার কত ক্ষতা আপনি আটকে দেখাবেন। সব তৃণমূলের বিরুদ্ধে। বিচারব্যাবস্থা, বিজেপি, কেন্দ্রীয় বাহিনী, ED, CBI, নির্বাচন কমিশন, সাংবাদমাধ্যম তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু ১০ কোটি বঙ্গবাসী তৃণমূলের পক্ষে। এস লড়াই কর, কত ক্ষমতা দেখি। একদিকে ১০ কোটি বঙ্গবাসী আর এক দিকে দিল্লির জমিদারদের নেতৃত্বে ইডি, সিবিআই, সংবাদমাধ্যম।"

আরও পড়ুন-Suvendu Adhikari: তৃণমূল ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি খাবারে শৌচাগারের জল!শুভেন্দুর ভিডিও-র পালটা কী জানালো শাসক শিবির?

এরই পাশাপাশি এদিন ভিনরাজ্যে বাঙালি হেনস্থা ইস্যুতেও কেন্দ্রের শাসকদল বিজেপিকে বিঁধেছেন অভিষেক। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা ভেঙে দাও, গুঁড়িয়ে দাওয়ের রাজনীতি করি না। আমরা সাজিয়ে দাও, গুছিয়ে দাওয়ের রাজনীতি করি। যারা তৃণমূলকে ছোট করতে গিয়ে ১০ কোটি বঙ্গবাসীকে ছোট করেছে। যারা আমাদের বাংলাদেশি বলে ব্যাঙ্গ করেছে,যারা বলেছে বাংলা বলে কোনও ভাষা নেই, বাঙালি বলে কোনও জাতি নেই, তাদের বিরুদ্ধে ১০ কোটি বঙ্গবাসীর লড়াই।"

bjp abhishek banerjee TMCP Foundation Day