West Bengal News Live Updates: 'আজকের সমাবেশ সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে', TMCP প্রতিষ্ঠা দিবসে বার্তা অভিষেকের

West Bengal News Updates 28 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 28 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেটঃ TMCP প্রতিষ্ঠা দিবসের মেগা সমাবেশে হাজির অভিষেক

Kolkata News live Update: তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডের মেগা সমাবেশে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যে হাজির হবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে আজ মেগা ছাত্র সমাবেশে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকেই নজর রাজ্যবাসীর। ইতিমধ্যে জেলা থেকে কাতারে কাতারে TMCP কর্মী সমর্থকরা অনুষ্ঠানস্থলে হাজির হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের মেগা সমাবেশ থেকে সরাসরি উপস্থিত থেকে ছাত্র সমাজকে রাজনীতির পাঠ দেবেন এবং তাদের মনোবল চাঙ্গা করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলা ও বাঙালি বিদ্বেষ ইস্যুতে ফের বিরোধী শিবিরকে একহাত নেবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

Advertisment

তার ঠিক আগে এক্স হ্যান্ডেলে এক পোস্টে তৃণমূল সুপ্রিমো এক পোস্টে লিখেছেন, "তৃণমূল ছাত্র পরিষদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসে আমি এর নতুন-পুরোনো সকল সদস্য-সদস্যাকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন।  তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলাকে আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে লড়াই তাতে তারাও সামিল। আজকের এই বিশেষ দিনে আমি আমার নবীন সহকর্মীদের বলব, কোনো অবস্থায় অন্যায়ের সঙ্গে আপস করবে না। মাথা উঁচু করে বাঁচবে। অন্যায়ের বিরুদ্ধে যেকোনো লড়াইয়ে আমাকে তোমরা সবসময় পাশে পাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ!" জয় বাংলা!"

বৃহস্পতিবার যুব সমাজের শক্তিকে শ্রদ্ধা জানিয়ে অভিষেক বন্দোপাধ্যায় এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, তৃণমূল ছাত্র পরিষদ দীর্ঘদিন ধরে যুব সমাজকে এগিয়ে নিয়ে সামাজিক পরিবর্তন, উন্নয়ন এবং ন্যায়বিচারের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। TMCP সবসময়ই এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যেখানে তরুণরা তাদের কণ্ঠস্বর তুলে ধরতে, স্বপ্ন পূরণের চেষ্টা করতে এবং একটি উজ্জ্বল আগামী নির্মাণে অংশ নিতে পারে"। 

  • Aug 28, 2025 12:28 IST

    West Bengal News Live Updates: সীমান্তে ফের অনুপ্রবেশের চেষ্টা! এনকাউন্টারে খতম ২ জঙ্গি

    ফের সীমান্তে পাক জঙ্গির অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা। জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় অনুপ্রবেশের  চেষ্টা নস্যাৎ করল সেনা। বৃহস্পতিবার ভোরে এলওসি লাগোয়া নওশেরা সেক্টরে ঘটনাটি ঘটে। সেনার নজরে আসে, কয়েকজন জঙ্গি ভারতের সীমান্তে প্রবেশ করার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গেই শুরু হয় গুলির লড়াই। এনকাউন্টারের  দুই অনুপ্রবেশকারী জঙ্গিকে খতম করা হয়েছে বলে জানিয়েছে সেনা। সেনা সূত্রে খবর, এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু হয়েছে, আরও কেউ লুকিয়ে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, বুধবার কুপওয়ারা জেলায় একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ২২টি গ্রেনেড, একটি আন্ডার-ব্যারেল গ্রেনেড লঞ্চার, ১৫ রাউন্ড একে-৪৭ কার্তুজ পুলিশের দাবি, এই উদ্ধার অভিযান জঙ্গিদের নাশকতার বড় পরিকল্পনা ভেস্তে দিয়েছে।



  • Aug 28, 2025 11:56 IST

    West Bengal News Live Updates: SSC দুর্নীতি মামলায় ইডির দফতরে হাজিরা মায়া সাহার

    SSC দুর্নীতি মামলায় ইডির দফতরে হাজিরা সাঁইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার মায়া সাহা। ইডির তরফে তার কাছে বেশ কিছু সম্পত্তি সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। সেই সকল নথি নিয়ে এদিন মিনিট পনেরো আগে তিনি ইডি দফতরে হাজির হন। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে তার মোবাইল ফোন। মায়া সাহা এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি। তাঁর দেওয়া তথ্যের উপর ভিত্তি করে ফের তৃণমূল বিধায়ককে জেরার সম্ভাবনা ইডির। 



  • Advertisment
  • Aug 28, 2025 11:50 IST

    West Bengal News Live Updates: আর জি কর চিকিৎসক ধর্ষণ-খুন কাণ্ডে বড় আপডেট

    আর জি কর হাসপাতাল কাণ্ডে বড় আপডেট। নির্যাতিতার পরিবারের আর্জিতে নতুন করে তদন্তের আবেদন সংক্রান্ত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির পর্যবেক্ষণ, মামলাটি বর্তমানে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন, তাই ওই বেঞ্চে এই মামলার শুনানি হওয়া উচিত। ফলে বিচারপতি ঘোষ এই মামলা থেকে সরে দাঁড়ান।এই পরিস্থিতিতে মামলাটি ফেরত পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। এখন তিনি সিদ্ধান্ত নেবেন, আর জি কর হাসপাতাল মামলার শুনানি কোন বেঞ্চে হবে।



  • Aug 28, 2025 11:46 IST

    West Bengal News Live Updates: নিয়োগ দুর্নীতি ইস্যুতে এবার রাজ্যকে তুলোধোনা সুপ্রিম কোর্টের

    যদি কোন একজন 'অযোগ্য' প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে তার দায় রাজ্যের, 'কড়া' মন্তব্য সুপ্রিম কোর্ট। 'চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে রাজ্যকে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের আবেদন নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এদিন স্কুল সার্ভিস কমিশনকে কার্যত সতর্ক করে বলেন, ত্রুটিযুক্ত পরীক্ষার জন্য বোর্ড, রাজ্য সরকার, SSC দায়ি থাকবে। 

    নিয়োগ দুর্নীতি মামলায় ফের রাজ্যের বিরুদ্ধে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের। আদালতের স্পষ্ট মন্তব্য, যদি কোনও অযোগ্য প্রার্থী পরীক্ষায় অংশ নেয়, তার দায় রাজ্যের। চিহ্নিত অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসলেও তার ফল ভুগতে হবে রাজ্য সরকারকেই। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার মন্তব্য করেন, নিয়োগ পরীক্ষায় কোনওরকম ত্রুটি বা অনিয়ম হলে তার সম্পূর্ণ দায় SSC, পরীক্ষার বোর্ড এবং রাজ্য সরকারের। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ যেন কোনওভাবেই বিঘ্নিত না হয়। তাই নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে।



  • Aug 28, 2025 10:55 IST

    West Bengal News Live Updates: বিরাট সতর্কতা জারি! নেপাল হয়ে বিহারে প্রবেশ তিন জইশ জঙ্গির

    নেপাল হয়ে বিহারে প্রবেশ তিন জইশ-ই-মহম্মদ জঙ্গির। রাজ্য জুড়ে হাই অ্যালার্ট জারি করল বিহার পুলিশ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে তিনজনই পাকিস্তানি। জানা গিয়েছে তিনজন জঙ্গি নেপাল হয়ে বিহারে প্রবেশ করেছে। এই বিষয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট, ২০২৫) বিহার পুলিশ সদর দপ্তর থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। 

    তথ্য অনুযায়ী, এই তিনজন নেপাল হয়ে বিহারে প্রবেশ করেছে। তিনজনই পাকিস্তানি। হাসনাইন আলি রাওয়ালপিন্ডির বাসিন্দা। আদিল হুসেন উমরকোটের বাসিন্দা। তৃতীয় মহম্মদ উসমান বাহাওয়ালপুরের বাসিন্দা। জানা গেছে যে তিনজনই সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত। বিহার পুলিশের তরফে এই তিন জঙ্গির ছবি প্রকাশ করেছে। তাদের পাসপোর্ট সম্পর্কিত তথ্য সীমান্তবর্তী জেলার পুলিশ প্রশাসনের সঙ্গে শেয়ার করা হয়েছে। সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে রাজ্যে বিশেষ কর্মসূচী করছেন বিরোধী নেতা রাহুল গান্ধী। এর মাঝেই জঙ্গি অনুপ্রবেশের ঘটনায় ঘুম উড়েছে প্রশাসনের। 



  • Aug 28, 2025 10:43 IST

    West Bengal News Live Updates: ভয়াবহ নিন্মচাপের ভ্রূকুটি

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ ও ২৯ অগাস্ট দক্ষিণ বাংলার সমস্ত জেলায় মাঝারি বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ৩০ অগাস্ট শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে এবং অধিকাংশ জেলায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে।

    দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের জেলায় ৭–১১ সেন্টিমিটার পরিমাণে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ২৮ ও ২৯ অগাস্ট একই রকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে বজ্রপাত এবং ৩০–৪০ কিমি/ঘণ্টা গতিবেগের ঝোড়ো হাওয়া। 

    ২৮ অগাস্ট ওড়িশা উপকূল এবং উত্তর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকতে পারে। হাওয়ার গতি ৩৫–৪৫ কিমি/ঘণ্টা, লাফিয়ে ৫৫ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। আবহাওয়া দফতর মৎসজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে। তবে, পশ্চিমবঙ্গ উপকূলে কোনও সতর্কতা জারি করা হয়নি।



  • Aug 28, 2025 10:14 IST

    West Bengal News Live Updates: ইডি স্ক্যানারে দাপুটে তৃণমূল নেত্রী মায়া সাহা

    ইডি স্ক্যানারে দাপুটে তৃণমূল নেত্রী মায়া সাহা। আজ  ধৃত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার পিসি সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলার মায়া সাহাকে তলব ইডির। ইতিমধ্যে ইডি দফতরে হাজিরা দিতে সকাল ৬টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছেন তিনি। প্রয়োজনে পিসি-ভাইপোকে মুখোমুখি জেরা করা হতে পারে বলেই ইডি সূত্রে খবর। তবে এসএসএসি নিয়োগ দুর্নীতি মামলায় তার কোন যোগ নেই বলেই দাবি করেছেন তৃণমূল কাউন্সিলার 



news of west bengal news in west bengal DA agitators West Bengal TMCP Foundation Day