/indian-express-bangla/media/media_files/2025/02/07/cZ1eq83jg12Qj6lFAIPn.jpg)
Supreme Court: সুপ্রিম কোর্ট।
Kolkata News Update: ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। নির্দেশের খেলাপ হলে হস্তক্ষেপ করতে হবে মন্তব্য সুপ্রিম কোর্টের। যদি কোন একজন 'অযোগ্য' প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে তার দায় রাজ্যের, 'কড়া' মন্তব্য সুপ্রিম কোর্ট। 'চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে রাজ্যকে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের আবেদন নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এদিন স্কুল সার্ভিস কমিশনকে কার্যত সতর্ক করে বলেন, ত্রুটিযুক্ত পরীক্ষার জন্য বোর্ড, রাজ্য সরকার, SSC দায়ি থাকবে। নিয়োগ দুর্নীতি মামলায় ফের রাজ্যের বিরুদ্ধে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের। আদালতের স্পষ্ট মন্তব্য, যদি কোনও অযোগ্য প্রার্থী পরীক্ষায় অংশ নেয়, তার দায় রাজ্যের। চিহ্নিত অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসলেও তার ফল ভুগতে হবে রাজ্য সরকারকেই। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার মন্তব্য করেন, নিয়োগ পরীক্ষায় কোনওরকম ত্রুটি বা অনিয়ম হলে তার সম্পূর্ণ দায় SSC, পরীক্ষার বোর্ড এবং রাজ্য সরকারের। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ যেন কোনওভাবেই বিঘ্নিত না হয়। তাই নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে।
তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার কলকাতার মেয়ো রোডে মেগা সমাবেশে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভার শুরুতেই তিনি আরজি কর মেডিকেল কলেজ কাণ্ডের প্রসঙ্গ তোলেন। অভিষেক বলেন, “গত বছর বলেছিলাম দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অপরাজিতা বিল এক বছর হয়ে গেলেও রাষ্ট্রপতির অনুমোদন মেলেনি। সেদিন যারা রাস্তায় নেমেছিল, তাদের উদ্দেশ্যই ছিল স্বাস্থ্যব্যবস্থা ভেঙে দেওয়া। আজ কেন সিপিএম-বিজেপি অপরাজিতা বিল নিয়ে আওয়াজ তুলছে না, প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ।
অভিষেকের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যা পেরেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিবিআই তা পারেনি। কেন্দ্রের SIR প্রকল্পকেও তিনি আক্রমণ করেন। তাঁর অভিযোগ, বিজেপি মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে। এদিন অভিষেক স্পষ্ট বার্তা দেন— “আজ মানুষ সরকার বেছে নিচ্ছে না, বরং সরকার ভোটার বাছছে।” ১০০ দিনের কাজের পাওনা নিয়ে বিজেপিকে নিশানা করে তিনি জানান, ৬৯ লক্ষ জব কার্ড হোল্ডারের পাওনা মিটিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তৃণমূল সাংসদ এদিন একাধিক ইস্যুতে কেন্দ্রকে তুলোধোনা করেন। ১০ কোটি বাঙালিকে বাংলাদেশি আখ্যা দেওয়া, বাংলা ভাষার অস্তিত্ব অস্বীকার, আবাস যোজনা ও জলজীবন মিশনের টাকা আটকে রাখা— সবকিছু নিয়েই তোপ দাগেন তিনি। পাশাপাশি ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়েরও কড়া সমালোচনা করেন অভিষেক। এদিন ঐক্যের ডাক দিয়ে তিনি ঘোষণা করেন, “বাংলার মানুষের অধিকার কাড়লে ১০ লক্ষ মানুষকে নিয়ে দিল্লি ঘেরাও হবে।” সংবিধানের ১৩০ তম সংশোধনী থেকে শুরু করে নোটবন্দি, কৃষি বিল, এনআরসি— একের পর এক ইস্যুতে বিজেপিকে আক্রমণ শানান তিনি। বাংলা কেন্দ্রের কাছে মাথা নত করবে না বলে উল্লেখ করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। একই সঙ্গে তিনি বলেন, "ক্ষমতা থাকলে বিজেপি ৫০ পার করে দেখাক"।
'কন্যাশ্রী আজ সারা পৃথিবীর মডেল,২কোটি বেকারকে চাকরি'!TMCP প্রতিষ্ঠা দিবসে সরকারের সাফল্যের খতিয়ান পেশ দলনেত্রীর। তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার কলকাতার মেয়ো রোডে অনুষ্ঠিত মেগা সমাবেশ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালির অস্মিতা ও সংস্কৃতিকে স্মরণ করে তিনি ভাষণ শুরু করেন। মমতা বলেন, “আমার মতো দেশটাকে এত কাছ থেকে কেউ বোঝে না। ২০১১ থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। দারিদ্র্য দূরীকরণে আমাদের সরকার ইতিমধ্যেই কোটি কোটি মানুষকে সুবিধা দিয়েছে। ২ কোটি মানুষকে দারিদ্র সীমার উপরে নিয়ে এসেছে আমাদের এই সরকার। কন্যাশ্রী আজ বিশ্বের মডেল প্রকল্প। প্রায় এক কোটি ছাত্রী এর আওতায় এসেছে। সবুজ সাথী, তরুণের স্বপ্ন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, শিক্ষাশ্রী, মেধাশ্রী— প্রতিটি ক্ষেত্রেই ছাত্র-যুবকদের পাশে থেকেছে তৃণমূল।” তিনি দাবি করেন, গত এক দশকে শিক্ষার পরিকাঠামোয় ৬৯ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। ৪ কোটি ৫০ লক্ষেরও বেশি পড়ুয়া পেয়েছে স্কলারশিপ।
বেকারত্বের হার ৪০ শতাংশ কমানোর কৃতিত্বও দাবি করেন মুখ্যমন্ত্রী। “আমাদের সরকার ইতিমধ্যেই ২ কোটি বেকারকে চাকরি দিয়েছে। ১০০ দিনের কাজ থেকে শুরু করে গ্রামীণ আবাস যোজনায় এক নম্বরে ছিল বাংলা,” মন্তব্য মমতার। বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, “নিয়োগ দুর্নীতি নিয়ে যারা বড় বড় কথা বলে, তারাই ব্যাকডোর দিয়ে লড়াই করে উন্নয়ন আটকাচ্ছে। কিন্তু আমরা হারতে শিখিনি।”ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, এজেন্সির দাপাদাপি, এনআরসি সহ একাধিক ইস্যুতে বিজেপিকে নিশানা করেন মমতা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বলেন, “বাংলা সব ক্ষেত্রেই এগিয়ে থেকেও কেন্দ্র টাকা আটকে দিচ্ছে। NRC-র নাম করে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। বাংলাকে অসম্মান করতে টাকা দিয়ে সিনেমা বানানো হচ্ছে, ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং বলা হচ্ছে। আমরা এসব চক্রান্তের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালাব।” পরিবারতন্ত্র নিয়ে অমিত শাহকে খোঁচা দিয়ে তিনি বিজেপিকে ‘ললিপপ সরকার’ আখ্যা দেন। পাশাপাশি ইঙ্গিত দেন, আগামী নির্বাচনে তৃণমূল আরও বেশি আসন পাবে। শেষে দলনেত্রী সাফ বার্তা দেন, “বাংলার মানুষ বিজেপির জুলুম মেনে নেবে না। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়বে না তৃণমূল কংগ্রেস"।
- Aug 28, 2025 20:40 IST
West Bengal News Live Updates:জাতীয় সড়ক অবরোধ
টোটো চালককে মারধরের ঘটনায় এক পুলিশ অফিসারকে অপসারণের দাবি তুলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ালো চাঁচোল মহকুমার সামসিতে। বৃহস্পতিবার সাতসকালে ওই টোটো চালককে মারধর করে রাস্তার ধারে ফেলে দিয়ে যায় রতুয়া থানার এক পুলিশ কর্তা বলে অভিযোগ। এরপর আহত টোটো চালককে প্রথমে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় সামসি গ্রামীণ হাসপাতালে।
- Aug 28, 2025 20:14 IST
West Bengal News Live Updates:আক্রান্ত TMCP কর্মীরা
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে আক্রান্ত দুই। দলের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, "তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে, ডানকুনিতে দুই দলীয় কর্মীর উপর @BJP4Bengal দুর্বৃত্তরা নির্মমভাবে আক্রমণ করে, যার ফলে তারা গুরুতর আহত হয়, কারণ তারা "জয় বাংলা" ধ্বনি দিচ্ছিলেন।এই লজ্জাজনক ঘটনা বাংলা-বিরোধী @BJP4India-এর বাংলা এবং তার পরিচয়ের প্রতি অবিরাম ঘৃণাকে প্রকাশ করে। মনে রাখা উচিত, বাংলা সর্বদা স্বৈরাচারকে পরাজিত করেছে, এবং এবারও জনগণ গণতন্ত্রের শক্তিতে বিজেপিকে যোগ্য জবাব দেবে।"
- Aug 28, 2025 17:01 IST
West Bengal News Live Updates:বিধায়ক ভাইপো-কাউন্সিলার পিসিকে মুখোমুখি জেরা?
নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা দিলেন সদ্য গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি তথা দলীয় কাউন্সিলর মায়া সাহা। এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ তিনি হাজিরা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতরে। সাঁইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা এদিন জানিয়েছেন, তাঁকে ব্যাঙ্ক স্টেটমেন্ট ও সম্পত্তির কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুন- Teacher Recruitment Scam: বিধায়ক ভাইপো-কাউন্সিলার পিসিকে মুখোমুখি জেরা? নিয়োগ দুর্নীতিতে বিরাট পদক্ষেপ ইডির
- Aug 28, 2025 17:00 IST
West Bengal News Live Updates:মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি ঘোষের সিঙ্গেল বেঞ্চ আর এই মামলা শুনবে না। এবার ডিভিশন বেঞ্চে হবে মামলার শুনানি।
বিস্তারিত পড়ুন- RG Kar case:আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুন: মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি
- Aug 28, 2025 16:59 IST
West Bengal News Live Updates: গায়ে কাঁটা দেওয়া গল্প শোনালেন মমতা!
TMCP-র প্রতিষ্ঠা দিবসের মঞ্চে এবার নিজের ছাত্র রাজনীতির নানা অজানা কাহিনী শোনালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ছাত্র জীবনের নানা কাহিনী বর্ণনা করে পূর্বতন বাম সরকারের প্রধান দল সিপিএমকে তুলোধনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিস্তারিত পড়ুন-Mamata Banerjee:'বন্দুক, পাইপগান, স্টেনগান নিয়ে তাড়া, গুলি', গায়ে কাঁটা দেওয়া গল্প শোনালেন মমতা!
- Aug 28, 2025 16:59 IST
West Bengal News Live Updates: তোলপাড় ফেলা ভবিষ্যদ্বাণী অভিষেকের
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই '২৬-এর বিধানসভা নির্বাচনের দামামাটা জোরদার সুরে বাজিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধান বিরোধী শক্তি BJP-কে তুলোধোনা করে অভিষেকের ভবিষ্যদ্বাণী, "২০২৬-এ ৫০ পার করবে না বিজেপি।" কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে TMCP-র প্রতিষ্ঠা দিবসের সভায় হুঙ্কার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
বিস্তারিত পড়ুন-Abhishek Banerjee:২০২৬-এ কত আসন পাবে BJP? TMCP-র প্রতিষ্ঠা দিবসের মঞ্চে তোলপাড় ফেলা ভবিষ্যদ্বাণী অভিষেকের
- Aug 28, 2025 16:58 IST
West Bengal News Live Updates: দুঃসাহসিক ছিনতাই
নরেন্দ্রপুর থানার লস্করপুর রামকৃষ্ণনগর এলাকায় ছিনতাই। আত্মীয়র বাড়ি যাওয়ার পথে প্রবীণ মহিলা সুমিতা রায়ের গলায় থাকা সোনার চেন টেনে নিয়ে যায় দুই দুষ্কৃতী। বিকেলবেলায় রামকৃষ্ণ নগর এলাকায় এক প্রবীণ মহিলার গলায় থাকা সোনার চেইন ছিনতাই করে পালাল দুই দুষ্কৃতী। অভিযোগ, সুমিতা রায় আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন, ঠিক তখনই বাইকে চেপে এসে আচমকা তাঁর গলায় থাকা চেইন টান মেরে নিয়ে যায় অভিযুক্তরা, বাইকে আসেন দুই ছিনতাইবাজ কারো মাথায় হেলমেট ছিল না। এর জেরে গলায় ও মাথায় গুরুতরো চোট পেয়েছেন তিনি। চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এলেও, ততক্ষণে দুষ্কৃতীরা পালায়ে যায়।
- Aug 28, 2025 16:58 IST
West Bengal News Live Updates: কৃষ্ণনগর খুনে চাঞ্চল্যকর তথ্য
পুলিশ সুপারের অফিস, একাধিক প্রশাসনিক কর্তার বাংলোর ৫০০ মিটারর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে সহপাঠীকে গুলি করার ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত দেবরাজ সিং এখনও অধরা। তবে এই কাণ্ডে পুলিশের তদন্তের বড় ভরসা খুন হওয়া ছাত্রী ইশা মল্লিকের ব্যবহৃত মোবাইল। ইতিমধ্যে পুলিশি তদন্তে উঠে এসেছে দেবরাজ সিংয়ের সঙ্গে ইশার ফোনে যোগাযোগ ছিল। ইতিমধ্যে পুলিশ ওই মোবাইল বাজেয়াপ্ত করেছে।
বিস্তারিত পড়ুন-Teacher Recruitment Scam: বিধায়ক ভাইপো-কাউন্সিলার পিসিকে মুখোমুখি জেরা? নিয়োগ দুর্নীতিতে বিরাট পদক্ষেপ ইডির
- Aug 28, 2025 15:42 IST
West Bengal News Live Updates: দুঃসাহসিক ছিনতাই, আতঙ্কে কাঁটা স্থানীয় বাসিন্দারা
বুধবার বিকেল নরেন্দ্রপুর থানার লস্করপুর রামকৃষ্ণনগর এলাকায় ছিনতাই। আত্মীয়র বাড়ি যাওয়ার পথে প্রবীণ মহিলা সুমিতা রায়ের গলায় থাকা সোনার চেন টেনে নিয়ে যায় দুই দুষ্কৃতী।
বিকেলবেলায় রামকৃষ্ণ নগর এলাকায় এক প্রবীণ মহিলার গলায় থাকা সোনার চেইন ছিনতাই করে পালাল দুই দুষ্কৃতী। অভিযোগ, সুমিতা রায় আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন, ঠিক তখনই বাইকে চেপে এসে আচমকা তাঁর গলায় থাকা চেইন টান মেরে নিয়ে যায় অভিযুক্তরা, বাইকে আসেন দুই ছিনতাইবাজ কারো মাথায় হেলমেট ছিল না। এর জেরে গলায় ও মাথায় গুরুতরো চোট পেয়েছেন তিনি। চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এলেও, ততক্ষণে দুষ্কৃতীরা পালায়ে যায়।
স্থানীয়দের সহযোগিতায় থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। আশেপাশে সিসি ক্যামেরার ছবি খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনায় চরম আতঙ্কে ছড়িয়েছে। তাঁর কথায়, “টিভি-সংবাদে দেখেছি, কিন্তু দিনের আলোয় নিজের সঙ্গে এমন হবে, ভাবিনি।” পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে, যদিও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।
- Aug 28, 2025 15:39 IST
West Bengal News Live Updates: ৮৬ তম বর্ষে আগরপাড়া তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি ঘোষপাড়া মিলন সংঘের থিম কুম্ভ
২০২৫ সালে দেশের সবথেকে আলোচিত ঘটনাবহুল মেগা ধর্মীয় ইভেন্ট কুম্ভ এবার পুজোর থিমে উপস্থাপনা করে দর্শকদের বিশাল চমক দিতে তৈরি হচ্ছে এই পুজো। পুরাণে কথিত আছে দেবরাজ ইন্দ্র নিজের অহং বোধে দুর্বাসা মুনির নিবেদন করা পুষ্প মালা নিতে অস্বীকার করেন। ক্রোধে ফুঁসতে থাকা দুর্বাসা অভিশাপ দেন সমস্ত দেবতা সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের শক্তি হারিয়ে ফেলবেন। এর জেরে দেবতাদের হেলায় হারিয়ে স্বর্গ দখল করবে অসুর কূল। বিপাকে পড়ে দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণু উপায় বের করেন। দেবতাদের অমৃত পান করিয়ে অবিনশ্বর এবং মহাশক্তিশালী করার উদ্দেশ্যে সমুদ্র মন্থনের সিদ্ধান্ত হয়। অমৃত মন্থনের সময় চার ফোঁটা অমৃত পৃথিবীর যে চারটি স্থানে পড়েছিল সেগুলি হল হরিদ্বার, প্রয়াগ, ত্রিম্বক(নাসিক) এবং উজ্জয়িনী। অমৃতের কলসের নাম কুম্ভ। তাই সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুয়ায়ী এই চারটি স্থানে কুম্ভ মেলা আয়োজিত হয়। যেখানে পূণ্য স্নান করলে মোক্ষ লাভ হয় মানুষের। এই তথ্য নিজের গবেষণার থিসিস আকারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে জমা দেন অ্যালান মোরিনিস। সেই কুম্ভকে ঘিরে ভক্তি, পুরান এবং ধর্মের এক ত্রাহ্যস্পর্শ কুম্ভ। ২০২৫ সালের কুম্ভ যোগ ১৪৪ বছরের মহাযোগ ছিল। তাই অত্যন্ত প্রাসঙ্গিক এক পৌরাণিক অধ্যায় এবার শিল্পীর নিখুঁত আবহ এবং রূপকল্পে উঠে আসছে এই মণ্ডপে।
- Aug 28, 2025 12:28 IST
West Bengal News Live Updates: সীমান্তে ফের অনুপ্রবেশের চেষ্টা! এনকাউন্টারে খতম ২ জঙ্গি
ফের সীমান্তে পাক জঙ্গির অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা। জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করল সেনা। বৃহস্পতিবার ভোরে এলওসি লাগোয়া নওশেরা সেক্টরে ঘটনাটি ঘটে। সেনার নজরে আসে, কয়েকজন জঙ্গি ভারতের সীমান্তে প্রবেশ করার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গেই শুরু হয় গুলির লড়াই। এনকাউন্টারের দুই অনুপ্রবেশকারী জঙ্গিকে খতম করা হয়েছে বলে জানিয়েছে সেনা। সেনা সূত্রে খবর, এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু হয়েছে, আরও কেউ লুকিয়ে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, বুধবার কুপওয়ারা জেলায় একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ২২টি গ্রেনেড, একটি আন্ডার-ব্যারেল গ্রেনেড লঞ্চার, ১৫ রাউন্ড একে-৪৭ কার্তুজ পুলিশের দাবি, এই উদ্ধার অভিযান জঙ্গিদের নাশকতার বড় পরিকল্পনা ভেস্তে দিয়েছে।
- Aug 28, 2025 11:56 IST
West Bengal News Live Updates: SSC দুর্নীতি মামলায় ইডির দফতরে হাজিরা মায়া সাহার
SSC দুর্নীতি মামলায় ইডির দফতরে হাজিরা সাঁইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার মায়া সাহা। ইডির তরফে তার কাছে বেশ কিছু সম্পত্তি সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। সেই সকল নথি নিয়ে এদিন মিনিট পনেরো আগে তিনি ইডি দফতরে হাজির হন। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে তার মোবাইল ফোন। মায়া সাহা এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি। তাঁর দেওয়া তথ্যের উপর ভিত্তি করে ফের তৃণমূল বিধায়ককে জেরার সম্ভাবনা ইডির।
- Aug 28, 2025 11:50 IST
West Bengal News Live Updates: আর জি কর চিকিৎসক ধর্ষণ-খুন কাণ্ডে বড় আপডেট
আর জি কর হাসপাতাল কাণ্ডে বড় আপডেট। নির্যাতিতার পরিবারের আর্জিতে নতুন করে তদন্তের আবেদন সংক্রান্ত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির পর্যবেক্ষণ, মামলাটি বর্তমানে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন, তাই ওই বেঞ্চে এই মামলার শুনানি হওয়া উচিত। ফলে বিচারপতি ঘোষ এই মামলা থেকে সরে দাঁড়ান।এই পরিস্থিতিতে মামলাটি ফেরত পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। এখন তিনি সিদ্ধান্ত নেবেন, আর জি কর হাসপাতাল মামলার শুনানি কোন বেঞ্চে হবে।
- Aug 28, 2025 11:46 IST
West Bengal News Live Updates: নিয়োগ দুর্নীতি ইস্যুতে এবার রাজ্যকে তুলোধোনা সুপ্রিম কোর্টের
যদি কোন একজন 'অযোগ্য' প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে তার দায় রাজ্যের, 'কড়া' মন্তব্য সুপ্রিম কোর্ট। 'চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে রাজ্যকে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের আবেদন নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এদিন স্কুল সার্ভিস কমিশনকে কার্যত সতর্ক করে বলেন, ত্রুটিযুক্ত পরীক্ষার জন্য বোর্ড, রাজ্য সরকার, SSC দায়ি থাকবে।
নিয়োগ দুর্নীতি মামলায় ফের রাজ্যের বিরুদ্ধে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের। আদালতের স্পষ্ট মন্তব্য, যদি কোনও অযোগ্য প্রার্থী পরীক্ষায় অংশ নেয়, তার দায় রাজ্যের। চিহ্নিত অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসলেও তার ফল ভুগতে হবে রাজ্য সরকারকেই। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার মন্তব্য করেন, নিয়োগ পরীক্ষায় কোনওরকম ত্রুটি বা অনিয়ম হলে তার সম্পূর্ণ দায় SSC, পরীক্ষার বোর্ড এবং রাজ্য সরকারের। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ যেন কোনওভাবেই বিঘ্নিত না হয়। তাই নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে।
- Aug 28, 2025 10:55 IST
West Bengal News Live Updates: বিরাট সতর্কতা জারি! নেপাল হয়ে বিহারে প্রবেশ তিন জইশ জঙ্গির
নেপাল হয়ে বিহারে প্রবেশ তিন জইশ-ই-মহম্মদ জঙ্গির। রাজ্য জুড়ে হাই অ্যালার্ট জারি করল বিহার পুলিশ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে তিনজনই পাকিস্তানি। জানা গিয়েছে তিনজন জঙ্গি নেপাল হয়ে বিহারে প্রবেশ করেছে। এই বিষয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট, ২০২৫) বিহার পুলিশ সদর দপ্তর থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
তথ্য অনুযায়ী, এই তিনজন নেপাল হয়ে বিহারে প্রবেশ করেছে। তিনজনই পাকিস্তানি। হাসনাইন আলি রাওয়ালপিন্ডির বাসিন্দা। আদিল হুসেন উমরকোটের বাসিন্দা। তৃতীয় মহম্মদ উসমান বাহাওয়ালপুরের বাসিন্দা। জানা গেছে যে তিনজনই সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত। বিহার পুলিশের তরফে এই তিন জঙ্গির ছবি প্রকাশ করেছে। তাদের পাসপোর্ট সম্পর্কিত তথ্য সীমান্তবর্তী জেলার পুলিশ প্রশাসনের সঙ্গে শেয়ার করা হয়েছে। সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে রাজ্যে বিশেষ কর্মসূচী করছেন বিরোধী নেতা রাহুল গান্ধী। এর মাঝেই জঙ্গি অনুপ্রবেশের ঘটনায় ঘুম উড়েছে প্রশাসনের।
- Aug 28, 2025 10:43 IST
West Bengal News Live Updates: ভয়াবহ নিন্মচাপের ভ্রূকুটি
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ ও ২৯ অগাস্ট দক্ষিণ বাংলার সমস্ত জেলায় মাঝারি বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ৩০ অগাস্ট শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে এবং অধিকাংশ জেলায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের জেলায় ৭–১১ সেন্টিমিটার পরিমাণে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ২৮ ও ২৯ অগাস্ট একই রকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে বজ্রপাত এবং ৩০–৪০ কিমি/ঘণ্টা গতিবেগের ঝোড়ো হাওয়া।
২৮ অগাস্ট ওড়িশা উপকূল এবং উত্তর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকতে পারে। হাওয়ার গতি ৩৫–৪৫ কিমি/ঘণ্টা, লাফিয়ে ৫৫ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। আবহাওয়া দফতর মৎসজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে। তবে, পশ্চিমবঙ্গ উপকূলে কোনও সতর্কতা জারি করা হয়নি।
- Aug 28, 2025 10:14 IST
West Bengal News Live Updates: ইডি স্ক্যানারে দাপুটে তৃণমূল নেত্রী মায়া সাহা
ইডি স্ক্যানারে দাপুটে তৃণমূল নেত্রী মায়া সাহা। আজ ধৃত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার পিসি সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলার মায়া সাহাকে তলব ইডির। ইতিমধ্যে ইডি দফতরে হাজিরা দিতে সকাল ৬টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছেন তিনি। প্রয়োজনে পিসি-ভাইপোকে মুখোমুখি জেরা করা হতে পারে বলেই ইডি সূত্রে খবর। তবে এসএসএসি নিয়োগ দুর্নীতি মামলায় তার কোন যোগ নেই বলেই দাবি করেছেন তৃণমূল কাউন্সিলার