Suvendu Adhikari: তৃণমূল ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি খাবারে শৌচাগারের জল!শুভেন্দুর ভিডিও-র পালটা কী জানালো শাসক শিবির?

Suvendu Adhikari: বুধবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে ১ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা।

Suvendu Adhikari: বুধবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে ১ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
SIR, Election Commission, West Bengal, Trinamool Congress, Kunal Ghosh, Suvendu Adhikari, Voter List, Mamata Banerjee, Abhishek Banerjee, BJP, Matua Community, Voter ID, Electoral Reform, Political Reaction,এসআইআর, নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গ, তৃণমূল কংগ্রেস, কুণাল ঘোষ, শুভেন্দু অধিকারী, ভোটার তালিকা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপি, মতুয়া সম্প্রদায়, ভোটার কার্ড, নির্বাচনী সংস্কার, রাজনৈতিক প্রতিক্রিয়া

শুভেন্দুর ভিডিও-র পালটা কী জানালো শাসক শিবির?

Suvendu Adhikari: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ইতিমধ্যে রাজ্যের নানা প্রান্ত থেকে কলকাতায় ভিড় করতে শুরু করেছেন ছাত্র-ছাত্রীরা। আর কিছুক্ষণ পরই মেগা এই ইভেন্টে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দলের ছাত্র-যুব সংগঠনকে বিশেষ কী বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজর সেদিকেই। তার আগেই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে রাজ্য-রাজনীতিতে আলোড়ণ ফেলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

Advertisment

আরও পড়ুন- নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে উথালপাথাল রাজনীতি! টিএমসিপি প্রতিষ্ঠা দিবসেই ইঙ্গিতপূর্ণ বার্তা তৃণমূল সুপ্রিমোর

এক্স হ্যান্ডেলে এক পোস্টে রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন, " উত্তরবঙ্গ থেকে ছাত্র ছাত্রীদের ডেকে  এনে, শেষে কিনা শৌচালয়ের জল মেশানো খাবার খাওয়াবেন, নিজের বক্তৃতা শোনানোর আগে। তারপর পেট ব্যাথা হলে যদি বিরোধীরা বলে আপনার বস্তাপচা বক্তব্য শুনে হয়েছে, তখন তো আবার তেলে বেগুনে জ্বলে উঠবেন ! এই সব ছবি ভিডিও গুলি আপনাদের লোকেরাই আমাকে পাঠিয়ে দেয় !!!" 

Advertisment

বুধবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে ১ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা। ভিডিওতে দেখা যাচ্ছে সমাবেশে যোগ দেওয়া  ছাত্রদের জন্য খাবার নোংরা পরিবেশের খাবার পরিবেশিত হচ্ছে। ভিডিওতে শোনা যাচ্ছে কেউ একজন বলছেন, ‘উপরে ট্যাঙ্কের পাইপের জল ভাতে পড়ছে ইডেন গার্ডেন্সে' এবং অপর আরেকজন বলছেন ‘দাদা এই ভাত খাওয়া যাবে না তো? মাথার উপর থেকে টয়লেটের জল পড়ছে। এমনই সব মন্তব্য। ভিডিও পোস্টের সঙ্গে সঙ্গে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। গোটা ঘটনায় প্রবল অস্বস্তিতে শাসক শিবির। 

শুভেন্দুর অভিযোগের প্রেক্ষিপ্তে TMCP-এর সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, “ ভিডিওতে শোনা যাচ্ছে তারা ইডেনে রয়েছেন, কিন্তু ইডেনে আমাদের কোনও সমর্থক নেই। আমাদের কর্মী ও সমর্থকরা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রয়েছেন। উনি সম্পূর্ণ ভুল তথ্য ভিত্তিক ভিডিও পোস্ট করেছেন।” TMCP সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ থেকে সমাবেশে অংশগ্রহণের জন্য কর্মী ও সমর্থকরা মঙ্গলবার রাতেই কলকাতায় আসতে শুরু করেন। শাসকদলের দাবি, শুভেন্দু অধিকারী হতাশা থেকে এই ধরণের ভিডিওটি পোস্ট করেছেন।

আরও পড়ুন-জারি হাই অ্যালার্ট, বাংলার পার্শ্ববর্তী রাজ্যে তিন জইশ জঙ্গির অনুপ্রবেশ! চরম চাঞ্চল্য

TMCP Foundation Day Suvendu Adhikari