/indian-express-bangla/media/media_files/2025/05/31/4Pq63w41nwAnMsnjq0EG.jpg)
Kolkata Police: প্রতীকী ছবি।
Kolkata News Updates:পঞ্চায়েত প্রধানের শীল ও সই নকল করার অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন খোদ পঞ্চায়েত প্রধান।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম পঞ্চায়েত এলাকায়।
বেনিয়া গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান জাকির হোসেনের অভিযোগ, তার কাছে একজন কৃষক বন্ধু প্রকল্পের ডেথ ক্লেমের ফর্ম নিয়ে আসেন এবং সই করার জন্য অনুরোধ করেন। আর তখনই ফর্ম হাতে নিতেই তিনি দেখেন ওই ফর্মে প্রধানের আগে থেকেই সই ও শীল আছে। যদিও প্রধান জানান ফর্মে প্রধানের সই ও শীল নকল। প্রধানের দাবি, কোনো দালাল চক্র এই ঘটনার সঙ্গে যুক্ত। বেনিয়াগ্রাম পঞ্চায়েতের প্রধান মহ: জাকির হোসেন ফরাক্কা থানায় লিখিত অভিযোগ করেন এবং এবিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানান।
পেরোল ডেডলাইন। ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে চার অফিসার সহ পাঁচজনকে সাসপেন্ড করল না রাজ্য সরকার। জাতীয় নির্বাচন কমিশনের সুপারিশ থাকলেও রাজ্যের এই পাঁচ সরকারি কর্তা-কর্মীদের বিরুদ্ধে কড়া কোনও পদক্ষেপ করেনি নবান্ন।তবে এই পাঁচ কর্মীর মধ্যে দুজনকে নির্বাচন সংক্রান্ত কাজকর্ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আজ বেলা তিনটের মধ্যে রাজ্যের এই চার অফিসার-সহ মোট চারজনকে সাসপেন্ড করার সুপারিশ করেছিল জাতীয় নির্বাচন কমিশন। তবে রাজ্য সরকারের তরফে আজ চিঠি দিয়ে কমিশনকে এ ব্যাপারে নিজেদের পদক্ষেপের কথা জানানো হয়েছে।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR বাতিলের দাবিতে বিরোধীদের মিছিলে উত্তাল দিল্লি! রাহুল গান্ধী, অখিলেশ যাদব সহ একাধিক বিরোধী সাংসদকে আটক করা হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা S I R বাতিলের দাবিতে বিরোধীদের নির্বাচন কমিশনের দপ্তর অভিযান ঘিরে উত্তপ্ত রাজধানী। সোমবার সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের উদ্দেশে পদযাত্রা শুরু হতেই তা ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। ব্যারিকেডের মাথায় উঠে বিক্ষোভ শুরু করেন মহুয়া মৈত্র-সহ মহিলা সাংসদরা। দিল্লির রাজপথে ধরনা অখিলেশ যাদবদের। অনুমতি ছাড়া কেন অভিযান? প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার। S I R প্রত্যাহারের দাবিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এদিন অভিযানে যোগ দেন বিরোধী সাংসদরা। 'ভোট চুরি বন্ধ কর' কমিশনের উদ্দেশ্যে স্লোগান বিরোধীদের।
আরও পড়ুন- 'জাস্টিস মান্থা শুভেন্দুকে ভুলভাল বর দিয়ে রেখেছেন', বেনজির আক্রমণ কুণালের
আবারও ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এই রাজ্যেরই এক পরিযায়ী শ্রমিকের। মৃত আবুল হোসেন নামে ২৭ বছরের যুবকের বাড়ি আলিপুরদুয়ারের ফালাকাটায়। দক্ষিণের রাজ্য কেরলে কাজ করতে গিয়েছিলেন ওই যুবক। কেরলের কত্তাকাল থানা এলাকার একটি জঙ্গল থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার।
উত্তর-পশ্চিম তুরস্কের বালিকেসির প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্পে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া। সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ভূমকিম্পে বাড়ি-ঘর ভেঙে পড়ে এছাড়াও ২৯ জন আহত হয়েছেন। ১৬টি ভবন ধসে পড়েছে।তুরস্কের এএফএডি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে যে, ভূমিকম্পটি রবিবার সন্ধ্যা ৭:৫৩ মিনিটে আঘাত হানে এবং দেশের বৃহত্তম শহর ইস্তাম্বুল সহ একাধিক প্রদেশে অনুভূত হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েরলিকায়া বলেন, "জরুরি দল ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর ৮১ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখন শেষ হয়েছে এবং গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের আর কোনও লক্ষণ দেখা যায়নি।" জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার।
আরও পড়ুন- kolkata wethar update:ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, কলকাতায় হাওয়া বদল মুহূর্তেই?
অন্যদিকে, আজ বিকেলে নবান্নে মন্ত্রিসভাকে নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু দপ্তরের কাজকর্ম নিয়ে এদিনের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সামনের মাসেই দুর্গাপুজো, তার আগে রাজ্যের একাধিক দপ্তরের কাজকর্ম নিয়ে মন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-Kunal-Suvendu: 'জাস্টিস মান্থা শুভেন্দুকে ভুলভাল বর দিয়ে রেখেছেন', বেনজির আক্রমণ কুণালের
- Aug 11, 2025 14:25 IST
Kolkata News Live Updates:কোটি কোটি টাকার মাদক উদ্ধার
মালদার কালিয়াচক থানা এলাকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার। পৃথক-পৃথক দুই অভিযানে প্রায় আড়াই কোটি টাকার মাদক সহ ধৃত তিন মাদক পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তিন পাচারকারীর নাম যথাক্রমে-সামেদ সেখ, বয়স ২০ বছর। সামিমা আক্তার, বয়স ৩০ বছর। এবং অপরজনের নাম মহম্মদ রফিকুল ইসলাম।
বিস্তারিত পড়ুন- Crime News:সূত্রের খবরে অতর্কিতে অভিযান পুলিশের, কোটি কোটি টাকার মাদক উদ্ধার, ধৃত ৩
- Aug 11, 2025 14:22 IST
Kolkata News Live Updates:পিটিয়ে খুন
ফের খুন রাজনৈতিক নেতা। এবার নিশানায় ডাকাবুকো BJP নেতা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে খুন হয়ে গেলেন বিজেপির তাজা নেতা। বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাস (২২) খুন। নিহত ১২৯ নং বুথ সভাপতি রাজীব বিশ্বাস।
বিস্তারিত পড়ুন- Baruipur News: BJP-র তরতাজা নেতাকে পিটিয়ে খুন, অভিযুক্ত 'তৃণমূল বাবা-ভাই'
- Aug 11, 2025 12:38 IST
Kolkata News Live Updates:মাঝ আকাশে প্রবল ঝাঁকুনি
'কপাল জোরে বেঁচে গেছি', মাঝ আকাশে এয়ার ইন্ডিয়া বিমানের হাড়হিম অভিজ্ঞতার কথা তুলে ধরতে গিয়ে বুক কেঁপে উঠল কংগ্রেস সাংসদের। তিরুবনন্তপুরম থেকে দিল্লি যাওয়ার পথে মাঝ আকাশে বিরাট বিপত্তি। যার জেরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 2455-এ রবিবার রাতে ছড়িয়ে পড়ে তুমুল আতঙ্ক। কংগ্রেস সাংসদ কে.সি. বেণুগোপালসহ বহু সাংসদ এবং শতাধিক যাত্রী নিয়ে উড়ানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই প্রবল 'টার্বুলেন্সে'র মুখে পড়ে। প্রায় এক ঘণ্টা পর বিমানের ক্যাপ্টেন প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়ে উড়ানটি চেন্নাইয়ে ঘুরিয়ে নেন।
বিস্তারিত পড়ুন- AIR INDIA: মাঝ আকাশে প্রবল ঝাঁকুনি, ২ ঘন্টা চক্কর কাটার ভয়ঙ্কর অভিজ্ঞতা, প্রাণে বাঁচলেন শতাধিক যাত্রী
- Aug 11, 2025 12:37 IST
Kolkata News Live Updates:আরজি কর কান্ডে এবার নয়া মোড়!
আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার বর্ষপূর্তিতে নবান্ন অভিযানে গিয়ে পুলিশের মারে গুরুতর আহত হন নির্যাতিতার মা। অভিযোগ,পুলিশের লাঠিচার্জে গুরুতর চোট লাগে তাঁর মাথায়, ভেঙে যায় হাতের শাঁখা-পলাও।
বিস্তারিত পড়ুন- RG KAR CASE: আরজি কর কান্ডে এবার নয়া মোড়! কলকাতা পুলিশের বিরুদ্ধেই এবার FIR?
- Aug 11, 2025 12:36 IST
Kolkata News Live Updates:উত্তাল দিল্লি
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা S I R বাতিলের দাবিতে বিরোধীদের নির্বাচন উত্তাল দিল্লি, SIR বাতিলের দাবি, বিরোধীদের নির্বাচন কমিশন দপ্তর অভিযানে প্রবল উত্তেজনা। কমিশনের দপ্তর অভিযান ঘিরে উত্তপ্ত রাজধানী। সোমবার সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের উদ্দেশে পদযাত্রা শুরু হতেই তা ব্যারিকেড করে আটকে দেয় দিল্লি পুলিশ। ব্যারিকেডের মাথায় উঠে বিক্ষোভ শুরু করেন মহুয়া মৈত্র-সহ মহিলা সাংসদরা। দিল্লির রাজপথে ধরনা অখিলেশ যাদবদের।
বিস্তারিত পড়ুন- Parliament Monsoon Session:উত্তাল দিল্লি, SIR বাতিলের দাবি, বিরোধীদের নির্বাচন কমিশন দপ্তর অভিযানে প্রবল উত্তেজনা
- Aug 11, 2025 10:21 IST
Kolkata News Live Updates:বৈঠকে অভিষেক
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে দলের সাংগঠনিক ফাঁকফোকর মেরামতে জেরাদার তাৎপরতা নিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গত কয়েকদিন একাধিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর বৈঠক উত্তর দিনাজপুর এবং বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্বকে নিয়ে।
বিস্তারিত পড়ুন- Abhishek Banerjee: বছর ঘুরলেই বিধানসভা ভোট, দলের দ্বন্দ্বে তপ্ত দুই জেলাকে নিয়ে বৈঠকে অভিষেক
- Aug 11, 2025 10:18 IST
Kolkata News Live Updates:ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আপাতত দিন কয়েক বৃষ্টির দাপট কমবে। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে কয়েকটি জেলায় আবহাওয়ায় বড়সড় বদল আসবে। সব মিলিয়ে আগামী দিন সাথে কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
বিস্তারিত পড়ুন- kolkata wethar update:ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, কলকাতায় হাওয়া বদল মুহূর্তেই?