Kolkata News Live Updates:উত্তর-পশ্চিম তুরস্কের বালিকেসির প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্পে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া। সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ভূমকিম্পে বাড়ি-ঘর ভেঙে পড়ে এছাড়াও ২৯ জন আহত হয়েছেন। ১৬টি ভবন ধসে পড়েছে।
তুরস্কের এএফএডি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে যে, ভূমিকম্পটি রবিবার সন্ধ্যা ৭:৫৩ মিনিটে আঘাত হানে এবং দেশের বৃহত্তম শহর ইস্তাম্বুল সহ একাধিক প্রদেশে অনুভূত হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েরলিকায়া বলেন, "জরুরি দল ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর ৮১ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখন শেষ হয়েছে এবং গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের আর কোনও লক্ষণ দেখা যায়নি।" জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার।
আরও পড়ুন- kolkata wethar update:ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, কলকাতায় হাওয়া বদল মুহূর্তেই?
এদিকে, আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও কর্মসূচি বিরোধীদের। BJP বিরোধী একাধিক রাজনৈতিক দল আজ নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখাবে। এই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সাংসদরাও সেই বিক্ষোভ কর্মসূচিতে সামিল থাকবেন।
আরও পড়ুন-Birbhum News: ভুয়ো থানা খুলে বিরাট প্রতারণা, গ্রেফতার পার্থ ঘনিষ্ঠ প্রাক্তন টিএমসি নেতা
অন্যদিকে, আজ বিকেলে নবান্নে মন্ত্রিসভাকে নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু দপ্তরের কাজকর্ম নিয়ে এদিনের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সামনের মাসেই দুর্গাপুজো, তার আগে রাজ্যের একাধিক দপ্তরের কাজকর্ম নিয়ে মন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-Suvendu Adhikari: পায়ের তলায় জাতীয় পতাকা! কলকাতা পুলিশের বিরুদ্ধে সোচ্চার শুভেন্দু অধিকারী
-
Aug 11, 2025 10:21 IST
Kolkata News Live Updates:বৈঠকে অভিষেক
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে দলের সাংগঠনিক ফাঁকফোকর মেরামতে জেরাদার তাৎপরতা নিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গত কয়েকদিন একাধিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর বৈঠক উত্তর দিনাজপুর এবং বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্বকে নিয়ে।
বিস্তারিত পড়ুন- Abhishek Banerjee: বছর ঘুরলেই বিধানসভা ভোট, দলের দ্বন্দ্বে তপ্ত দুই জেলাকে নিয়ে বৈঠকে অভিষেক
-
Aug 11, 2025 10:18 IST
Kolkata News Live Updates:ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আপাতত দিন কয়েক বৃষ্টির দাপট কমবে। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে কয়েকটি জেলায় আবহাওয়ায় বড়সড় বদল আসবে। সব মিলিয়ে আগামী দিন সাথে কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
বিস্তারিত পড়ুন- kolkata wethar update:ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, কলকাতায় হাওয়া বদল মুহূর্তেই?