Weather forecast:ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আপাতত দিন কয়েক বৃষ্টির দাপট কমবে। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে কয়েকটি জেলায় আবহাওয়ায় বড়সড় বদল আসবে। সব মিলিয়ে আগামী দিন সাথে কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আপাতত আগামী দিন কয়েক দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আজ সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের প্রথম দিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে পরিস্থিতি বদলাতে পারে আগামী বুধবার। ওই দিন দক্ষিণবঙ্গের দুই উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, নদিয়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- Birbhum News: ভুয়ো থানা খুলে বিরাট প্রতারণা, গ্রেফতার পার্থ ঘনিষ্ঠ প্রাক্তন টিএমসি নেতা
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত নাগাড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে স্থানীয়ভাবে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চললেও আর্দ্রতাজনিত অস্বস্তি কাটবে না।
আরও পড়ুন-Post Office Scam: বাংলার বুকে বিরাট দুর্নীতির পর্দা ফাঁস, লক্ষ লক্ষ টাকা প্রতারণায় গ্রেফতার পোস্ট মাস্টার
কলকাতার ওয়েদার আপডেট
তিলোত্তমা মহানগরীতে সোমবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। সকাল থেকেই মহানগরীতে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়াচ্ছে। আপাতত কলকাতা শহরেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে তৈরি হওয়া মেঘ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন-Suvendu Adhikari: পায়ের তলায় জাতীয় পতাকা! কলকাতা পুলিশের বিরুদ্ধে সোচ্চার শুভেন্দু অধিকারী
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গের উপরের দিকে ৫ জেলায় চলবে টানা দুর্যোগ।
উত্তরবঙ্গের পার্বত্য জেলা কালিম্পং ছাড়াও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে সপ্তাহের প্রথম দিন সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন- soldier dies in Kashmir :মাত্র ৫ মাসে আগেই বিয়ে, চরম দারিদ্রতাকে সঙ্গী করেই বড় হওয়া, জঙ্গির গুলিতে নিহত সেনার শেষ বিদায়ে চোখ জল দেশবাসীর
এছাড়াও আজ আর এক পার্বত্য জেলা দার্জিলিং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দিন তিনেক উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাহাড়ি রাস্তাগুলোয় ফের ধ্বস নামার আশঙ্কাও রয়েছে।