বাঙালি অস্মিতার শান তৃণমূলের, সংসদে আজ বাংলায় বক্তব্য রাখবেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তুলোধোনা করেছেন অভিষেক।
এদিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, "BJP প্রতিহিংসার রাজনীতি করছে। অনেকের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। বিজেপির তল্পিবাহক হিসেবে কাজ করছে কমিশন। কুকুরের নামে ভুয়ো ভোটার কার্ড করেছে বিহারে। নাম লিখেছে 'কুত্তাবাবু'। এই সব তথ্য SIR-এর জন্য গুরুত্বপূর্ণ। অথচ, সেই SIR-এর নামে বাঙালিকে হেনস্থা করছে। বিজেপির চাটুকারিতা, দাসত্ব করছে কমিশন।"
তিনি আরও বলেন, "পহেলগাঁওয়ে যে পর্যটকরা নিহত হলেন, তাদের হত্যাকারী জঙ্গিরা কোথায়? তারা কীভাবে ঢুকল? কোথায় গেল তারা? আমি সংসদে এই ব্যাপারে জানতে চেয়েছি। উত্তর পাইনি। অনুপ্রবেশের যাবতীয় দায় BSF-এর। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার চালাচ্ছে।'
আরও পড়ুন- West Bengal News Live Updates: উত্তাল সংসদ! পহেলগাঁও কাণ্ড নিয়ে আলোচনার আগে তুমুল হট্টোগোল, স্থগিত লোকসভার কার্যক্রম
অভিষেক বলেন, "ভুয়ো ভোটার কার্ড করে ভোট লুঠের চেষ্টা চালাচ্ছে। আমরা বিভাজনের রাজনীতি করিনি। আগামী দিনে বিজেপি যদি ভাবে বাংলার মানুষের ওপর অত্যাচার করে, বাংলার মানুষ শিক্ষা দেবে। অমিত শাহ, বিএসএফ কর্তা পদত্যাগ করুন। আইবি প্রধান পদত্যাগ করুন।"
আরও পড়ুন- Suvendu Adhikari: বিহারের মতো পশ্চিমবঙ্গেও SIR চান শুভেন্দু, এবার তুললেন মারাত্মক অভিযোগ!
এরই পাশাপাশি এদিন ফের একবার সুকান্ত মজুমদারেরও সমালোচনায় সরব হয়েছেন অভিষেক। তাঁর কথায়, "কেন্দ্রের মন্ত্রী হয়ে বাংলার জন্য কী করেছেন সুকান্ত মজুমদার? বলছে বাংলায় রোহিঙ্গারা থাকে। বিশ্বে কত রোহিঙ্গা থাকে তার হিসেব আছে? অনুপ্রবেশের দায় বিএসএফ-এর।"
আরও পড়ুন- Mamata Banerjee: BJP শাসিত রাজ্যে হেনস্থার মুখে বাঙালিরা, প্রতিবাদে আজ 'ভাষা আন্দোলনের' সূচনায় মমতা