Abhishek Banerjee: জটিল রোগে আক্রান্ত ২ বছরের কৃতি, 'সেবাশ্রয়ে' এসে চিকিৎসার দায়িত্ব নিলেন অভিষেক

Abhishek Banerjee at Sebaashray Camp: প্রসঙ্গত উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে নিজের লোকসভা কেন্দ্রে বিশেষ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা চালু করেছেন অভিষেক। নাম দিয়েছেন 'সেবাশ্রয়'। প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র ধরে ধরে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে।

Abhishek Banerjee at Sebaashray Camp: প্রসঙ্গত উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে নিজের লোকসভা কেন্দ্রে বিশেষ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা চালু করেছেন অভিষেক। নাম দিয়েছেন 'সেবাশ্রয়'। প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র ধরে ধরে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে।

author-image
Mina Mondal
New Update
Abhishek Banerjee: জটিল রোগে আক্রান্ত ২ বছরের শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

Abhishek Banerjee: জটিল রোগে আক্রান্ত ২ বছরের শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

Abhishek Banerjee at Sebaashray Camp: জটিল রোগে আক্রান্ত ২ বছরের শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড  হারবারের সাংসদ ২ বছরের কৃতি মান্নার চিকিৎসার জন্য দুষ্প্রাপ্য ইঞ্জেকশনের ব্যবস্থাও করে দিলেন। ডায়মন্ড হারবারে অভিষেকের 'সেবাশ্রয়' শিবির চলছে। সেখানেই শুক্রবার এই শিশুর পরিবারের পাশে দাঁড়ান অভিষেক।

Advertisment

শুক্রবার অভিষেকের দফতর থেকে জানানো হয়েছে, শিশুটির নাম কৃতি মান্না। তার মা-বাবা তাকে নিয়ে ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরের পানকুয়া গ্রামে 'সেবাশ্রয়' শিবিরে আসেন। সেখানকার চিকিৎসকরা জানান, ওই শিশু জটিল এবং গুরুতর শারীরিক সমস্যায় ভুগছে। অভিষেক এদিন শিবির পরিদর্শনে আসেন। তিনি নিজে শিশুটিকে দেখেন এবং চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সাহায্য করার আশ্বাস দেন শিশুর পরিবারকে।

এদিন দুশ্চিন্তাগ্রস্ত বাবা-মা শিশুটিকে শিবিরে নিয়ে আসেন, শিশুটির করুণ অবস্থা অভিষেককে গভীরভাবে স্পর্শ করে। তিনি শিশুটির শারীরিক অবস্থা মনোযোগ দিয়ে দেখেন এবং পাশে থাকার আশ্বাস দেন এবং শিশুটিকে সুস্থ করতে পরিবারটিকে সবরকম সহায়তার প্রতিশ্রুতি দেন। ডাক্তাররা বলছেন, শিশুটির বিশেষ চিকিৎসা দরকার এবং একটি ইঞ্জেকশন প্রয়োজন, যেটি দিল্লির এইমস-এ পাওয়া সম্ভব।

আরও পড়ুন ওয়াকফ বিল নিয়ে জেপিসি বৈঠকে তুমুল হট্টগোল, সাসপেন্ড কল্যাণ-সহ ১০ সাংসদ

Advertisment

এর পর 'সেবাশ্রয়ে'র স্বেচ্ছাসেবক ও ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করেন যাতে সেই ইঞ্জেকশন এবং চিকিৎসা কলকাতাতেই দেওয়া সম্ভব হয়। বিশেষ ইঞ্জেকশনগুলির একটি সিরিজ সম্পন্ন হওয়ার পর, তিনি শিশুটির প্লাস্টিক সার্জারির জন্যও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

আরও পড়ুন আরজি কর মামলায় সঞ্জয়ের ফাঁসি চেয়ে সরব CBI, মামলা হাইকোর্টে

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে নিজের লোকসভা কেন্দ্রে বিশেষ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা চালু করেছেন অভিষেক। নাম দিয়েছেন সেবাশ্রয়। প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র ধরে ধরে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে। চোখ, রক্তচাপ, সুগার থেকে ক্যানসার সবরকম শারীরিক অসুস্থতার জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন সাধারণ মানুষ। এখনও পর্যন্ত সেবাশ্রয় পরিষেবা থেকে পরিষেবা পেয়েছেন প্রায় ২ লক্ষ মানুষ।

abhishek banerjee West Bengal tmc Diamond Harbour West Bengal News