waqf bill-kalyan banerjee: আবারও ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তুমুল বাগবিতণ্ডা। শাসক এবং বিরোধী দলের সাংসদদের মধ্যে তুমুল হট্টগোলের জেরে বানচাল হয়ে গেল JPC বৈঠক। হট্টগোল এমন পর্যায়ে পৌঁছোয় যে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) সহ বিরোধী দলের ১০ সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত জেপিসি বৈঠক স্থগিত করে দেওয়া হয়েছে।
কী হয়েছিল এদিন?
দিল্লিতে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বৈঠকে বসেছিল। সেই বৈঠকে এদিন জেপিসি কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল জানান, আজ জম্মু-কাশ্মীরের সাংসদদের বক্তব্য তিনি শুনবেন। এরপর ২৭ জানুয়ারি বাকি সাংসদদের বক্তব্য শোনা হবে।
এই বিষয়টি নিয়ে তুমুল প্রতিবাদ করে ওঠেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জেপিসি বৈঠক ও জেপিসি-র কাজকর্ম নিয়ে আপত্তি তোলা হয় বিরোধী সাংসদদের তরফে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের সঙ্গে জোরদার তর্কাতর্কি শুরু হয়ে যায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন- West Bengal News Live: এবার রাজনীতির ময়দানে ঋতুপর্ণা? রাখঢাক না রেখেই স্পষ্ট জবাব অভিনেত্রীর
বিরোধী সংসদদের অনেকে জেপিসির কাজকর্ম নিয়ে তুমুল প্রতিবাদ দেখাতে শুরু করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় যে শেষমেশ মার্শাল ডাকতে হয় জেপিসি কমিটির চেয়ারম্যানকে। এরপরেই বৈঠকে হাঙ্গামা করার অভিযোগে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ ১০ বিরোধী সংসদকে সাসপেন্ড করা হয়।
আরও পড়ুন- RG Kar Case: আরজি কর মামলায় সঞ্জয়ের ফাঁসি চেয়ে সরব CBI, মামলা হাইকোর্টে
সাসপেন্ড হওয়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "বৈঠকের নামে প্রহসন চলছে। বিরোধী সাংসদদের কোনও কথা শোনা হয় না। এই বৈঠকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজকর্ম চলছে।"
আরও পড়ুন- Malda News: ফের সেই মালদা! এবার ভলিবল টুর্নামেন্টের সূচনায় শূন্যে পরপর গুলি
উল্লেখ্য, এর আগেও যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তুমুল হট্টগোলে জড়িয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকী হাতের সামনে থাকা কাচের বোতল পর্যন্ত তিনি ভেঙে ফেলেছিলেন এই বৈঠকেই। যা নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল। এবার সেই একই বৈঠকে নতুন করে সেই একই হট্টগোল।