RG Kar Case-Sanjay Roy: আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের (Sanjay Roy) সর্বোচ্চ শাস্তি চেয়ে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন করল CBI। আরজি কর মামলায় (RG Kar Case) নতুন একটি মামলা দায়ের হাইকোর্টে। এর আগে এই একই আবেদন করেছিল রাজ্য সরকারও। সেই সময় রাজ্যের আবেদনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এবার সেই সিবিআই সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আদালতে মামলা করল। আগামী সোমবার মামলার শুনানি হতে পারে।
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। এর আগে নিম্ন আদালতের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে মামলা করেছে। সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে রাজ্য। এবার রাজ্যের পথেই হাঁটল সিবিআই-ও।
উল্লেখ্য, এর আগে গত সোমবার আরজি কর মামলার রায় ঘোষণা করেছিলেন শিয়ালদহ অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস। সঞ্জয়ের অপরাধকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করেননি তিনি, সেই কারণে সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।
আরও পড়ুন- West Bengal News Live: জেপিসি বৈঠকে তুমুল বিতণ্ডা! কল্যাণ-সহ ১০ বিরোধী সংসদ সাসপেন্ড
ওই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছিলেন আদালতের এই রায়ে তিনি খুশি নন। এরপরই রাজ্য সরকার সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করে। সিবিআই প্রথমে রাজ্যের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেও পরে তারাই এবার সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালতের দ্বারস্থ হল।
আরও পড়ুন- Malda News: ফের সেই মালদা! এবার ভলিবল টুর্নামেন্টের সূচনায় শূন্যে পরপর গুলি